ETV Bharat / sitara

ঠিক কী কারণে রিয়া এখনও জেলে ? প্রশ্ন তুলছে বলিউডের একাংশ - রিয়া চক্রবর্তীর খবর

20 অক্টোবর অবধি বিচারবিভাগীয় হেপাজতে থাকবেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী । কিন্তু ঠিক কী অভিযোগে বাড়ানো হল তাঁর মেয়াদ ? প্রশ্ন তুলছে বলিউডের একাংশ ।

rhea chakrabarty custody release demand
rhea chakrabarty custody release demand
author img

By

Published : Oct 6, 2020, 9:20 PM IST

মুম্বই : প্রায় একমাস হতে চলল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী রয়েছেন বিচারবিভাগীয় হেপাজতে । আগামী 20 অক্টোবর অবধি সেখানেই থাকতে হবে তাঁদের । কিন্তু, কেন এই সিদ্ধান্ত ? প্রশ্ন তুলছেন অনুভব সিনহা, হনসল মেহতা, কণিকা ঢিল্লোঁর মতো বলিউড ব্যক্তিত্বরা ।

অনুভব লিখেছেন, "মেয়েটা একমাস ধরে জেলে রয়েছে । সিরিয়াসলি !!!"

  • That girl has been in Jail for a month. Seriously guys!!!

    — Anubhav Sinha (@anubhavsinha) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হনসল মেহতা লিখেছেন, "আমায় একটু বলুন । ঠিক কী কারণে রিয়াকে হেপাজতে রাখা হয়েছে ? এবং এখনও ওঁকে জেলেই থাকতে হবে কেন ?"

  • Please remind me. What is @Tweet2Rhea in custody for exactly? And why is she still in custody?

    — Hansal Mehta (@mehtahansal) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্ক্রিনরাইটার কণিকা ঢিল্লোঁর গলাতেও একই সুর । রিয়াকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি সোশাল মিডিয়ায় । যারা এতদিন ধরে রিয়াকে জেলের মধ্যে দেখতে চেয়েছিল,এবার অন্তত তারা ওঁকে জেল থেকে বের করার জন্য এগিয়ে আসুক....দাবি কণিকার ।

পরিচালক অনির লিখেছেন, "রিয়াকে কি সত্যিই তদন্তে সাহায্যের জন্য জেলে রাখা হয়েছে ? নাকি আশি হাজার ফেস অ্যাকাউন্টের দাবিকে সন্তুষ্ট করতে ?"

মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । যদিও মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । রিয়া এটাও বলেন যে, সুশান্ত তাঁর সাহায্যে মাদক আনিয়ে তা সেবন করত ।

মুম্বই : প্রায় একমাস হতে চলল রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী রয়েছেন বিচারবিভাগীয় হেপাজতে । আগামী 20 অক্টোবর অবধি সেখানেই থাকতে হবে তাঁদের । কিন্তু, কেন এই সিদ্ধান্ত ? প্রশ্ন তুলছেন অনুভব সিনহা, হনসল মেহতা, কণিকা ঢিল্লোঁর মতো বলিউড ব্যক্তিত্বরা ।

অনুভব লিখেছেন, "মেয়েটা একমাস ধরে জেলে রয়েছে । সিরিয়াসলি !!!"

  • That girl has been in Jail for a month. Seriously guys!!!

    — Anubhav Sinha (@anubhavsinha) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

হনসল মেহতা লিখেছেন, "আমায় একটু বলুন । ঠিক কী কারণে রিয়াকে হেপাজতে রাখা হয়েছে ? এবং এখনও ওঁকে জেলেই থাকতে হবে কেন ?"

  • Please remind me. What is @Tweet2Rhea in custody for exactly? And why is she still in custody?

    — Hansal Mehta (@mehtahansal) October 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্ক্রিনরাইটার কণিকা ঢিল্লোঁর গলাতেও একই সুর । রিয়াকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি সোশাল মিডিয়ায় । যারা এতদিন ধরে রিয়াকে জেলের মধ্যে দেখতে চেয়েছিল,এবার অন্তত তারা ওঁকে জেল থেকে বের করার জন্য এগিয়ে আসুক....দাবি কণিকার ।

পরিচালক অনির লিখেছেন, "রিয়াকে কি সত্যিই তদন্তে সাহায্যের জন্য জেলে রাখা হয়েছে ? নাকি আশি হাজার ফেস অ্যাকাউন্টের দাবিকে সন্তুষ্ট করতে ?"

মাদক যোগের অভিযোগে 4 সেপ্টেম্বর রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । যদিও মাদক যোগের কথা অস্বীকার করেন রিয়া । বরং জিজ্ঞাসাবাদের সময় জোর করে তাঁকে মাদক যোগের কথা স্বীকার করতে বলা হয়েছিল বলে দাবি করেন তিনি । রিয়া এটাও বলেন যে, সুশান্ত তাঁর সাহায্যে মাদক আনিয়ে তা সেবন করত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.