ETV Bharat / sitara

Anushka Sharma : আর প্রযোজনা নয়, 'প্রথম প্রেম'-এর কাছে ফিরলেন অনুষ্কা - ক্লিন স্লেট ফিল্মজ

প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে গেলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma Steps Away From Clean Slate Filmz) । ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই ঘোষণা করেন তিনি ৷ অনুষ্কা প্রোডাকশন হাউসটি সম্পূর্ণরূপে তাঁর ভায়ের হাতে তুলে দিলেন ৷ মা হওয়ার পর শুধুমাত্র অভিনয়ের দিকেই মনোযোগ দিতে চাইছেন বিরাট-ঘরণী (Acting is Her First Love) ৷

Anushka Sharma Back to films
Anushka Sharma
author img

By

Published : Mar 19, 2022, 10:47 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 19 মার্চ : আবির্ভাবকালেই বাহবা কুড়িয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ ৷ 2015 সালে অনুষ্কা অভিনীত এনএইচ10 এই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ৷ ফ্লেশ গল্প ও ছবির বিষয়বস্তু সমালোচক ও সিনেমাপ্রেমীদের বাহবা কুড়িয়েছিল ৷ প্রযোজক অনুষ্কা শর্মার প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছিল কয়েকগুণ ৷ এরপর একে একে পরি, ফিলৌরি এবং নেটফ্লিক্সের (Netflix) হয়ে বুলবুল, প্রাইমের হয়ে পাতাল লোকের মতো সিরিজ তৈরি করে সংস্থাটি ৷ উপরোক্ত সবগুলি সিনেমা, সিরিজগুলিই দর্শকদের প্রশংসা পেয়েছে ৷ তবে আর ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নন অনুষ্কা ৷ আজ এক ইনস্টা পোস্টে সেই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন 'রব নে বনা দি জোড়ি'র নায়িকা ৷

অনুষ্কা ইনস্টাগ্রামে জানান, তিনি প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন (Anushka Sharma Steps Away From Clean Slate Filmz) ৷ কারণ তিনি তাঁর 'প্রথম প্রেম' অভিনয়ে সমস্ত মনযোগ দিতে চান । অনুষ্কা তাঁর ভাই কার্নেশ শর্মা সঙ্গে মিলে 2013 সালে ক্লিন স্লেট ফিল্মজের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তিনি লেখেন, "আমি কার্নেশ এবং সিএসএফের জন্য সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে থাকব এবং এই সংস্থার তৈরি প্রজেক্টগুলির অংশ হতে চাইব ৷" এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কার আশ্বাস, আগামি দিনে ক্লিন স্লেট ফিল্মজ আরও ভাল ভাল কনটেন্ট নিয়ে হাজির হবে দর্শকের কাছে (Clean Slate Filmz) ৷

আরও পড়ুন : New Song of Bhuban Badyakar : আসছে ভুবনের নতুন গান, শ্যুটিংয়ে মুম্বই পাড়ি শিল্পীর

গতবছরের শুরুতেই কন্যা ভামিকার জন্ম দেন অনুষ্কা ৷ একরত্তিকে সামলে অভিনয়ে ফেরার চেষ্টা করছিলেন ৷ ভামিকার 1 বছরের জন্মদিনের আগেই চাকদা এক্সপ্রেস সিনেমাটি দিয়ে কামব্যাকের ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই ছবির জন্য নিজেকে ঘষেমেজে তৈরি করছেন অনুষ্কা ৷ বঙ্গপেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য ফাস্ট বোলিংয়ের খুঁটিনাটি আয়ত্ত করছেন বিরাট ঘরণী ৷ মেয়ে, সংসার এবং অভিনয় সামলে প্রয়োজনার দিকে ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না ৷ তাই ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে পাকাপাকিভাবে ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে দাঁড়ালেন সহ-প্রতিষ্ঠাতা অনুষ্কা ৷

2018 সালে শেষবার অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল সিনেমার পর্দায় ৷ মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘জিরো’ (Zero) সিনেমাটি । শাহরুখ খানের মতো সুপারস্টারের উপস্থিতিতেও সেই সিনেমা বক্স অফিসে কামাল করতে পারেনি । এরপর অনুষ্কাকে পর্দায় দেখা যায়নি ৷ চার বছর পর চাকদা এক্সপ্রেসের মাধ্যমে কামব্যাক করছেন 33 বছর বয়সী এই অভিনেত্রী ।

মুম্বই (মহারাষ্ট্র), 19 মার্চ : আবির্ভাবকালেই বাহবা কুড়িয়েছিল অভিনেত্রী অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ ৷ 2015 সালে অনুষ্কা অভিনীত এনএইচ10 এই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ৷ ফ্লেশ গল্প ও ছবির বিষয়বস্তু সমালোচক ও সিনেমাপ্রেমীদের বাহবা কুড়িয়েছিল ৷ প্রযোজক অনুষ্কা শর্মার প্রতি প্রত্যাশা বেড়ে গিয়েছিল কয়েকগুণ ৷ এরপর একে একে পরি, ফিলৌরি এবং নেটফ্লিক্সের (Netflix) হয়ে বুলবুল, প্রাইমের হয়ে পাতাল লোকের মতো সিরিজ তৈরি করে সংস্থাটি ৷ উপরোক্ত সবগুলি সিনেমা, সিরিজগুলিই দর্শকদের প্রশংসা পেয়েছে ৷ তবে আর ছবি প্রযোজনার সঙ্গে যুক্ত থাকতে ইচ্ছুক নন অনুষ্কা ৷ আজ এক ইনস্টা পোস্টে সেই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন 'রব নে বনা দি জোড়ি'র নায়িকা ৷

অনুষ্কা ইনস্টাগ্রামে জানান, তিনি প্রোডাকশন হাউস ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন (Anushka Sharma Steps Away From Clean Slate Filmz) ৷ কারণ তিনি তাঁর 'প্রথম প্রেম' অভিনয়ে সমস্ত মনযোগ দিতে চান । অনুষ্কা তাঁর ভাই কার্নেশ শর্মা সঙ্গে মিলে 2013 সালে ক্লিন স্লেট ফিল্মজের প্রতিষ্ঠা করেছিলেন ৷ তিনি লেখেন, "আমি কার্নেশ এবং সিএসএফের জন্য সবচেয়ে বড় চিয়ারলিডার হয়ে থাকব এবং এই সংস্থার তৈরি প্রজেক্টগুলির অংশ হতে চাইব ৷" এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্কার আশ্বাস, আগামি দিনে ক্লিন স্লেট ফিল্মজ আরও ভাল ভাল কনটেন্ট নিয়ে হাজির হবে দর্শকের কাছে (Clean Slate Filmz) ৷

আরও পড়ুন : New Song of Bhuban Badyakar : আসছে ভুবনের নতুন গান, শ্যুটিংয়ে মুম্বই পাড়ি শিল্পীর

গতবছরের শুরুতেই কন্যা ভামিকার জন্ম দেন অনুষ্কা ৷ একরত্তিকে সামলে অভিনয়ে ফেরার চেষ্টা করছিলেন ৷ ভামিকার 1 বছরের জন্মদিনের আগেই চাকদা এক্সপ্রেস সিনেমাটি দিয়ে কামব্যাকের ঘোষণা করেন ৷ ইতিমধ্যেই ছবির জন্য নিজেকে ঘষেমেজে তৈরি করছেন অনুষ্কা ৷ বঙ্গপেসার ঝুলন গোস্বামীর বায়োপিকের জন্য ফাস্ট বোলিংয়ের খুঁটিনাটি আয়ত্ত করছেন বিরাট ঘরণী ৷ মেয়ে, সংসার এবং অভিনয় সামলে প্রয়োজনার দিকে ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না ৷ তাই ভাইয়ের কাঁধে দায়িত্ব দিয়ে পাকাপাকিভাবে ক্লিন স্লেট ফিল্মজ থেকে সরে দাঁড়ালেন সহ-প্রতিষ্ঠাতা অনুষ্কা ৷

2018 সালে শেষবার অনুষ্কা শর্মাকে দেখা গিয়েছিল সিনেমার পর্দায় ৷ মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত ‘জিরো’ (Zero) সিনেমাটি । শাহরুখ খানের মতো সুপারস্টারের উপস্থিতিতেও সেই সিনেমা বক্স অফিসে কামাল করতে পারেনি । এরপর অনুষ্কাকে পর্দায় দেখা যায়নি ৷ চার বছর পর চাকদা এক্সপ্রেসের মাধ্যমে কামব্যাক করছেন 33 বছর বয়সী এই অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.