ETV Bharat / sitara

স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট অনুমপের - কিরণ খের

অভিনেত্রী তথা সাংসদ কিরণ খেরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন অনুপম খের ৷

শুভ জন্মদিন কিরণ খের , ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া
শুভ জন্মদিন কিরণ খের , ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া
author img

By

Published : Jun 14, 2021, 12:08 PM IST

মুম্বই , 14 জুন : আজ 69-এ পা রাখলেন অভিনেত্রী সাংসদ কিরণ খের ৷ স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা অনুমপ খেরের ৷ টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা ৷

পোস্টে অভিনেতা অনুমপ খের লেখেন, "শুভ জন্মদিন প্রিয়তম #Kirron (কিরণ) ৷ ভগবান তোমাকে দীর্ঘ, সুস্থ ও সুখী জীবন দান করুক ৷ পৃথিবীর মানুষ তোমাকে ভালবাসে কারণ তুমি তোমার মতন ৷ তোমার অসাধারণ আভ্যন্তরীণ শক্তি ও অনুগ্রহের সঙ্গে সব সমস্যার মুখোমুখি হও ৷ সুস্থ থাকো এবং নিরাপদ থাকো ! ভালবাসা ও প্রার্থনা রইল !!"

  • Happy birthday dearest #Kirron!! May God give you long, healthy & happy life. People world over love you for the person you are! You deal with every situation in life with an amazing inner strength & grace! Stay healthy & stay safe! Love & prayers always!! 🌺😍🙏 @KirronKherBJP pic.twitter.com/zijAT4ynjp

    — Anupam Kher (@AnupamPKher) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বছর পার, তবুও অধরা সুশান্ত মৃত্যু রহস্য

উল্লেখ্য, চলতি বছরের 1 এপ্রিলই একটি পোস্ট করেছিলেন অনুমপ খের ৷ সেই পোস্টে তিনি জানিয়ে ছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ খের ৷ তবে আপাতত অভিনেত্রী সুস্থ আছেন বলেই খবর ৷

মুম্বই , 14 জুন : আজ 69-এ পা রাখলেন অভিনেত্রী সাংসদ কিরণ খের ৷ স্ত্রী কিরণকে জন্মদিনের শুভেচ্ছা অনুমপ খেরের ৷ টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেতা ৷

পোস্টে অভিনেতা অনুমপ খের লেখেন, "শুভ জন্মদিন প্রিয়তম #Kirron (কিরণ) ৷ ভগবান তোমাকে দীর্ঘ, সুস্থ ও সুখী জীবন দান করুক ৷ পৃথিবীর মানুষ তোমাকে ভালবাসে কারণ তুমি তোমার মতন ৷ তোমার অসাধারণ আভ্যন্তরীণ শক্তি ও অনুগ্রহের সঙ্গে সব সমস্যার মুখোমুখি হও ৷ সুস্থ থাকো এবং নিরাপদ থাকো ! ভালবাসা ও প্রার্থনা রইল !!"

  • Happy birthday dearest #Kirron!! May God give you long, healthy & happy life. People world over love you for the person you are! You deal with every situation in life with an amazing inner strength & grace! Stay healthy & stay safe! Love & prayers always!! 🌺😍🙏 @KirronKherBJP pic.twitter.com/zijAT4ynjp

    — Anupam Kher (@AnupamPKher) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : বছর পার, তবুও অধরা সুশান্ত মৃত্যু রহস্য

উল্লেখ্য, চলতি বছরের 1 এপ্রিলই একটি পোস্ট করেছিলেন অনুমপ খের ৷ সেই পোস্টে তিনি জানিয়ে ছিলেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কিরণ খের ৷ তবে আপাতত অভিনেত্রী সুস্থ আছেন বলেই খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.