ETV Bharat / sitara

আমার বায়োপিকে রণবীরকেই মানাবে : অনুপ জালোটা

অনুপ জালোটা বলেন, "আমার মনে হয় রণবীর কাপুরকে আমার বায়োপিকে সবথেকে বেশি ভালো লাগবে । আমি সঞ্জয় দত্তর বায়োপিকে তার কাজ দেখেছি । নিজের অভিনয়ের মাধ্যমে স্ক্রিনে সঞ্জয়ের চরিত্রকে জীবন্ত করে তুলেছিল সে ।"

asd
asd
author img

By

Published : Apr 29, 2020, 10:10 AM IST

মুম্বই : ভজন সম্রাট হিসেবে পরিচিত অনুপ জালোটা । একাধিক হিন্দি সিনেমায় ধর্মীয় সংগীত গেয়েছেন তিনি । 2018 সালে 'বিগ বস'-এ যোগ দিয়েছিলেন । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বায়োপিক নিয়ে কথা বলেন তিনি ।

নিজের বায়োপিক তৈরি করতে সবাই চান । আর এ বিষয়ে বাদ যাননি অনুপ জালোটাও । তবে অনস্ক্রিনে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে । তার উত্তরে অনুপ বলেন, "আমার মনে হয় রণবীর কাপুরকে আমার বায়োপিকে সবথেকে বেশি ভালো লাগবে । আমি সঞ্জয় দত্তর বায়োপিকে তার কাজ দেখেছি । নিজের অভিনয়ের মাধ্যমে স্ক্রিনে সঞ্জয়ের চরিত্রকে জীবন্ত করে তুলেছিল সে ।"

একাধিক অভিনেত্রীকে দেখানো হয়েছিল সঞ্জয় দত্তর বায়োপিকে । কারণ ব্যক্তিগতভাবে ও কাজের দিক থেকে একাধিক অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর । একইভাবে নিজের বায়োপিকেও একাধিক অভিনেত্রী চান অনুপ । বলেন, "যদি আমার বায়োপিক তৈরি করা হয় তাহলে চারজন অভিনেত্রী প্রয়োজন । কারণ আমি তিনটি বিয়ে করেছি । তারপর জ্যাসলিন মাথারুর সঙ্গে পরিচয় হয় । পরিচালক চাইলে জ্যাসলিন অবশ্য নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে পারে । আর আমিও বায়োপিকে অভিনয় করতে পারি ।"

তিনি আরও বলেন, "প্রথম স্ত্রী সোনালি শেঠ । বিয়ের পর তার সঙ্গে আট বছর ধরে ছিলাম । মনে হয় এই চরিত্রের জন্য করিনা ঠিক হবেন । তারপর তৃতীয় স্ত্রী মেধা গুজরালের সঙ্গে 20 বছর ধরে ছিলাম । 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার । এই চরিত্রের জন্য নীনা গুপ্তকে বেশ ভালো লাগবে ।"

মুম্বই : ভজন সম্রাট হিসেবে পরিচিত অনুপ জালোটা । একাধিক হিন্দি সিনেমায় ধর্মীয় সংগীত গেয়েছেন তিনি । 2018 সালে 'বিগ বস'-এ যোগ দিয়েছিলেন । সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বায়োপিক নিয়ে কথা বলেন তিনি ।

নিজের বায়োপিক তৈরি করতে সবাই চান । আর এ বিষয়ে বাদ যাননি অনুপ জালোটাও । তবে অনস্ক্রিনে নিজের চরিত্রে কাকে দেখতে চান তিনি ? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল তাঁকে । তার উত্তরে অনুপ বলেন, "আমার মনে হয় রণবীর কাপুরকে আমার বায়োপিকে সবথেকে বেশি ভালো লাগবে । আমি সঞ্জয় দত্তর বায়োপিকে তার কাজ দেখেছি । নিজের অভিনয়ের মাধ্যমে স্ক্রিনে সঞ্জয়ের চরিত্রকে জীবন্ত করে তুলেছিল সে ।"

একাধিক অভিনেত্রীকে দেখানো হয়েছিল সঞ্জয় দত্তর বায়োপিকে । কারণ ব্যক্তিগতভাবে ও কাজের দিক থেকে একাধিক অভিনেত্রীর সঙ্গে আলাপ হয়েছিল তাঁর । একইভাবে নিজের বায়োপিকেও একাধিক অভিনেত্রী চান অনুপ । বলেন, "যদি আমার বায়োপিক তৈরি করা হয় তাহলে চারজন অভিনেত্রী প্রয়োজন । কারণ আমি তিনটি বিয়ে করেছি । তারপর জ্যাসলিন মাথারুর সঙ্গে পরিচয় হয় । পরিচালক চাইলে জ্যাসলিন অবশ্য নিজের চরিত্রে নিজেই অভিনয় করতে পারে । আর আমিও বায়োপিকে অভিনয় করতে পারি ।"

তিনি আরও বলেন, "প্রথম স্ত্রী সোনালি শেঠ । বিয়ের পর তার সঙ্গে আট বছর ধরে ছিলাম । মনে হয় এই চরিত্রের জন্য করিনা ঠিক হবেন । তারপর তৃতীয় স্ত্রী মেধা গুজরালের সঙ্গে 20 বছর ধরে ছিলাম । 2014 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার । এই চরিত্রের জন্য নীনা গুপ্তকে বেশ ভালো লাগবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.