মুম্বই : বাবা-মায়ের লাডলি অঙ্কিতা । তারকা হয়ে গেলেও বাবা-মায়ের সঙ্গে সম্পর্কটা একইরকম অটুট রয়ে গেছে অভিনেত্রীর । বাবা ফেরার আনন্দে একটি পোস্ট করেছেন অঙ্কিতা ।
বাবা-মা আর ভাইয়ের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । বিভিন্ন জায়গায় বিভিন্ন মুহূর্তে তোলা সেই সব ছবি ।
ক্যাপশনে লিখেছেন, "বাবা, তুমি হাসপাতাল থেকে ফিরে এসেছ । তুমি আর তোমার সুস্থতার থেকে বেশি কাম্য় আর কিছু নেই আমার কাছে । কোনও শর্ত ছাড়াই আমি তোমার যত্ন করে যাব । ঠিক যেভাবে এতদিন ধরে তুমি করে গেছ ।"
মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভরতি ছিলেন অঙ্কিতা । সেখানকার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী ।
দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">