মুম্বই : শ্রীরাম রাঘবনের থ্রিলার 'অন্ধাধুন' এর আগে জাতীয় পুরস্কার জিতে ফেলেছে । এবার ছবিটি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (IIFA)-তেও অ্যাওয়ার্ডের তালিকায় অনেকগুলি ক্যাটাগরিতে নমিনেশন্স পেয়ে গেছে । যার মধ্যে সেরা ছবি ও পরিচালকের তালিকাও রয়েছে ।
20 তম IIFA-তেএবার মোট 11 টি জনপ্রিয় ক্যাটাগরিতে নমিনেশন্স ঘোষণা করা হয়েছে । এবারের অ্যাওয়ার্ড শো প্রথমবার ভারতে অনুষ্ঠিত হবে । একটি বিবৃতি অনুযায়ী, ক্রাইম-থ্রিলার-কমেডি 'অন্ধাধুন' 13 টি নমিনেশন্সে নিজের জায়গা করে নিয়েছে ।
অন্য ছবি যেগুলো সেরা ছবি ও পরিচালকের তালিকায় রয়েছে- তাদের মধ্যে রয়েছে সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত', মেঘনা গুলজ়ারের 'রাজ়ি' দু'টি ছবিরই রয়েছে 10 টি করে নমিনেশন্স । এছাড়া রাজকুমার হিরানির 'সঞ্জু'-র সাতটি নমিনেশন্স ও অমিত শর্মার জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'বাধাই হো'-র রয়েছে ছ'টি নমিনেশন্স ।
সেরা অভিনেত্রীর তালিকায় রয়েছেন- 'রাজ়ি'-র আলিয়া ভাট, 'পদ্মাবত'-র দীপিকা পাদুকোন, 'বাধাই হো'-র নীনা গুপ্তা ও 'হিচকি'-র রানি মুখার্জি ।
সেরা অভিনেতার তালিকায় রয়েছেন- রাজকুমার রাও (স্ত্রী), রণবীর কাপুর (সঞ্জু), রণবীর সিং (পদ্মাবত), ভিকি কৌশল (রাজ়ি) ।
অ্যান্ড্রু টিমিন্স, কো-ফাউন্ডার-ডিরেক্টর, উইজ়ক্রাফ্ট ইন্টারন্যাশনাল, জানান, এত ভালো নমিনেশন্সের তালিকা থেকে বিজয়ীকে বেছে নেওয়া অ্যাকাডেমির জন্য খুব কঠিন কাজ হবে ।
তিনি আরও জানান, 20 তম এই IIFA-র অনুষ্ঠানটি বলিউডের কেন্দ্রবিন্দু মুম্বইতে করার জন্য খুব খুশি ।
নমিনেশন্সের পূর্ণ তালিকাটি নীচে দেওয়া হল :
- সেরা ছবি
1. অন্ধাধুন
2. বাধাই হো
3. পদ্মাবত
4. রাজ়ি
5. সঞ্জু
- পরিচালনা
1. শ্রীরাম রাঘবন - অন্ধাধুন
2. অমিত রবীন্দ্রনাথ শর্মা - বাধাই হো
3. সঞ্জয়লীলা বনশালী - পদ্মাবত
4. মেঘনা গুলজ়ার - রাজ়ি
5. রাজকুমার হিরানি - সঞ্জু
- সেরা অভিনেত্রী
1. আলিয়া ভাট - রাজ়ি
2. দীপিকা পাদুকোন - পদ্মাবত
3. নীনা গুপ্তা - বাধাই হো
4. রানি মুখার্জি - হিচকি
5. তব্বু - অন্ধাধুন
- সেরা অভিনেতা
1. আয়ুষ্মান খুরানা - অন্ধাধুন
2. রাজকুমার রাও - স্ত্রী
3. রণবীর কাপুর - সঞ্জু
4. রণবীর সিং - পদ্মাবত
5. ভিকি কৌশল - রাজ়ি
- সাপোর্টিং রোল - অভিনেত্রী
1. অদিতি রাও হায়দারি - পদ্মাবত
2. নীনা গুপ্তা - মুল্ক
3. রাধিকা আপ্তে - অন্ধাধুন
4. সুরেখা সিক্রি - বাধাই হো
5. স্বারা ভাস্কর - ভিরে দি ওয়েডিং
- সাপোর্টিং রোল - অভিনেতা
1. অনিল কাপুর - রেস ৩
2. জিম সর্ভ - পদ্মাবত
3. মনোজ পাহোয়া- মুল্ক
4. পঙ্কজ ত্রিপাঠি - স্ত্রী
5. ভিকি কৌশল - সঞ্জু
- সংগীত পরিচালনা
1. আমাল মালিক, গুরু রান্ধোয়া, রোচক কোহলি, সৌরভ- ভৈভব, ইয়ো ইয়ো হানি সিং, জ়্যাক নাইট - সোনু কে টিটু কি সুইটি
2. অমিত ত্রিবেদী - মনমর্জ়িয়া
3. অমিত ত্রিবেদী - অন্ধাধুন
4. সঞ্জয়লীলা বনশালী - পদ্মাবত
5. শংকর এহসান লয় - রাজ়ি
- সেরা গল্প
1. অরিজিৎ বিশ্বাস, হেমন্ত রাও, পুজা লাধা সুর্তি, শ্রীরাম রাঘবন, যোগেশ চন্ডেকর - অন্ধাধুন
2. অভিজাত জোশি, রাজকুমার হিরানি - সঞ্জু
3. অক্ষত ঘিলদিয়াল, শান্তনু শ্রীবাস্তব - বাধাই হো
4. হরিন্দর এস সিক্কা - রাজ়ি
5. আর বাল্কি, টুইঙ্কল খান্না - প্যাডম্যান
- লিরিক্স
1. অমিতাভ ভট্টাচার্য - ধড়ক, ধড়ক
2. গুলজ়ার - অ্যা বতন, রাজ়ি
3. ইরশাদ কামিল - মেরে নাম তু, জ়িরো
4. জয়দীপ সাহনি - ন্যায়না দা কেয়া কসুর, অন্ধাধুন
5. শেলী - দরিয়া,মনমর্জিয়া
- প্লেব্যাক গায়িকা
1. হর্ষদীপ কউর, বিভা সরফ - দিলবারো, রাজ়ি
2. শ্রেয়া ঘোষাল - ঘুমর, পদ্মাবত
3. সুনিধি চৌহান - অ্য়া বতন, রাজ়ি
4. সুনিধি চৌহান - ম্যায় বড়িয়া তু ভি বড়িয়া, সঞ্জু
5. তুলসি কুমার - পানিয়ো সা, সত্যমেব জয়তে
- প্লেব্যাক গায়ক
1. অভয় জোধপুর্কর - মেরে নাম তু, জ়িরো
2. অমিত ত্রিবেদী - ন্যায়না দা কেয়া কসুর, অন্ধাধুন
3. অরিজিৎ সিং - অ্যা বতন, রাজ়ি
4. অরিজিৎ সিং - তেরা ইয়ার হু ম্যায়, সোনু কে টিটু কি সুইটি
5. সুখবিন্দর সিং - কর হর ময়দান ফতে, সঞ্জু