ETV Bharat / sitara

শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরছেন অমিতাভ - amitabh KBC shoot

শুটিংয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অমিতাভ । এ প্রসঙ্গে ব্লগে তিনি লেখেন, "কউন বনেগা ক্রোড়পতির প্রোমো শুটের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । সতর্কতার সঙ্গে কীভাবে শুটিং করা হবে তা নিয়ে আলোচনা চলছে ।" জীবন আর কখনও আগের মতো হবে না বলেই মনে করেন বিগ বি ।

asd
asd
author img

By

Published : Aug 21, 2020, 2:01 PM IST

মুম্বই : কোরোনাকে জয় করে মাত্র কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন । আর এর মধ্যেই শুটিং শুরু করতে চলেছেন তিনি । 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিংয়ের মাধ্যমেই ফ্লোরে ফিরছেন বিগ বি । আর একথা নিজের ব্লগে অনুরাগীদের জানিয়েছেন তিনি ।

শুটিংয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অমিতাভ । এ প্রসঙ্গে ব্লগে তিনি লেখেন, "কউন বনেগা ক্রোড়পতির প্রোমো শুটের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । সতর্কতার সঙ্গে কীভাবে শুটিং করা হবে তা নিয়ে আলোচনা চলছে ।" জীবন আর কখনও আগের মতো হবে না বলেই মনে করেন বিগ বি ।

যদিও অমিতাভের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন অনুরাগীরা । মে মাসেও 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং করছিলেন তিনি । সেই সময়ও তাঁকে শুটিং করতে বারণ করেছিলেন অনুরাগীরা । কিন্তু, কারও কথা না শুনে ব্লগে তিনি লিখেছিলেন, "বেশ করেছি, কাজ করেছি । আপনার কী সমস্যা ? যদি সমস্যা থেকেও থাকে তবে তা নিজের কাছে রাখুন । দু’দিনের শুট একদিনে শেষ করা হয়েছে । সতর্কতা মেনেই সব করা হয়েছে ।"

সতর্কতা থাকলেও শেষ রক্ষা হয়নি । কোরোনায় আক্রান্ত হন অমিতাভ সহ অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা । তবে এখন তাঁরা সবাই কোরোনা মুক্ত । শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন অমিতাভ । যদিও তাঁর এই সিদ্ধান্তে চিন্তিত অনুরাগীরা ।

মুম্বই : কোরোনাকে জয় করে মাত্র কয়েকদিন আগেই বাড়ি ফিরেছেন অমিতাভ বচ্চন । আর এর মধ্যেই শুটিং শুরু করতে চলেছেন তিনি । 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিংয়ের মাধ্যমেই ফ্লোরে ফিরছেন বিগ বি । আর একথা নিজের ব্লগে অনুরাগীদের জানিয়েছেন তিনি ।

শুটিংয়ের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন অমিতাভ । এ প্রসঙ্গে ব্লগে তিনি লেখেন, "কউন বনেগা ক্রোড়পতির প্রোমো শুটের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে । সতর্কতার সঙ্গে কীভাবে শুটিং করা হবে তা নিয়ে আলোচনা চলছে ।" জীবন আর কখনও আগের মতো হবে না বলেই মনে করেন বিগ বি ।

যদিও অমিতাভের এই সিদ্ধান্তে উদ্বিগ্ন অনুরাগীরা । মে মাসেও 'কউন বনেগা ক্রোড়পতি'-র শুটিং করছিলেন তিনি । সেই সময়ও তাঁকে শুটিং করতে বারণ করেছিলেন অনুরাগীরা । কিন্তু, কারও কথা না শুনে ব্লগে তিনি লিখেছিলেন, "বেশ করেছি, কাজ করেছি । আপনার কী সমস্যা ? যদি সমস্যা থেকেও থাকে তবে তা নিজের কাছে রাখুন । দু’দিনের শুট একদিনে শেষ করা হয়েছে । সতর্কতা মেনেই সব করা হয়েছে ।"

সতর্কতা থাকলেও শেষ রক্ষা হয়নি । কোরোনায় আক্রান্ত হন অমিতাভ সহ অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা । তবে এখন তাঁরা সবাই কোরোনা মুক্ত । শীঘ্রই শুটিং ফ্লোরে ফিরতে চলেছেন অমিতাভ । যদিও তাঁর এই সিদ্ধান্তে চিন্তিত অনুরাগীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.