ETV Bharat / sitara

ক্ষমা চাইলেন অমিতাভ - অমিতাভ বচ্চনের খবর

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন । কিন্তু কেন ? কারণ প্রসূন যোশির লেখা একটি কবিতা নিজের বাবা হরিবংশ রাই বচ্চনের নামে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি । প্রসূনের বদলে ভুল করে লেখার ক্রেডিট চলে গেছিল হরিবংশের কাছে ।

Amitabh bachchan wrongly credited Harivansh Rai bachchan
Amitabh bachchan wrongly credited Harivansh Rai bachchan
author img

By

Published : Aug 7, 2020, 10:05 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাবার লেখা কবিতা পোস্ট করেন অমিতাভ বচ্চন । কখনও কখনও নিজে সেই কবিতা আবৃত্তিও করেন তিনি । কিন্তু এবার একটা ছোট্ট ভুল হয়ে গেল । প্রসূন যোশির লেখা একটি কবিতা বাবা হরিবংশের নামে পোস্ট করে ফেললেন অমিতাভ ।

সেই জন্য সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিগ বি । একটি পালটা পোস্ট করে প্রসূন যোশিকে স্বীকৃতি দিয়েছেন অভিনেতা ।

অমিতাভ লিখেছেন, "সংশোধন : কাল যে কবিতাটা ছেপেছিলাম, তার লেখক আমার বাবা নয় । ওটা ভুল তথ্য ছিল । কবিতাটার রচনা করেছেন প্রসূন যোশি । এই ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

  • CORRECTION : कल T 3617 pe जो कविता छपी थी , उसके लेखक , बाबूजी नहीं हैं । वो ग़लत था । उसकी रचना , कवि प्रसून जोशी ने की है ।
    इसके लिए मैं क्षमा प्रार्थी हूँ । 🙏🙏
    उनकी कविता ये है - pic.twitter.com/hZwgRq32U9

    — Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যত বড় তারকাই হন না কেন, মাটিতে পা রেখে চলেন অমিতাভ । তাই কখনও ক্ষমা চাইতে পিছপা হন না তিনি । সম্প্রতি কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অমিতাভ, ঐশ্বরিয়া এবং আরাধ্যা । অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন বিগ বি ।

মুম্বই : সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বাবার লেখা কবিতা পোস্ট করেন অমিতাভ বচ্চন । কখনও কখনও নিজে সেই কবিতা আবৃত্তিও করেন তিনি । কিন্তু এবার একটা ছোট্ট ভুল হয়ে গেল । প্রসূন যোশির লেখা একটি কবিতা বাবা হরিবংশের নামে পোস্ট করে ফেললেন অমিতাভ ।

সেই জন্য সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নিয়েছেন বিগ বি । একটি পালটা পোস্ট করে প্রসূন যোশিকে স্বীকৃতি দিয়েছেন অভিনেতা ।

অমিতাভ লিখেছেন, "সংশোধন : কাল যে কবিতাটা ছেপেছিলাম, তার লেখক আমার বাবা নয় । ওটা ভুল তথ্য ছিল । কবিতাটার রচনা করেছেন প্রসূন যোশি । এই ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

  • CORRECTION : कल T 3617 pe जो कविता छपी थी , उसके लेखक , बाबूजी नहीं हैं । वो ग़लत था । उसकी रचना , कवि प्रसून जोशी ने की है ।
    इसके लिए मैं क्षमा प्रार्थी हूँ । 🙏🙏
    उनकी कविता ये है - pic.twitter.com/hZwgRq32U9

    — Amitabh Bachchan (@SrBachchan) August 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যত বড় তারকাই হন না কেন, মাটিতে পা রেখে চলেন অমিতাভ । তাই কখনও ক্ষমা চাইতে পিছপা হন না তিনি । সম্প্রতি কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন অমিতাভ, ঐশ্বরিয়া এবং আরাধ্যা । অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন বিগ বি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.