ETV Bharat / sitara

আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ, অমিশার বিরুদ্ধে মামলা দায়ের - producer

আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ করা হল অমিশা প্যাটেলের বিরুদ্ধে । প্রযোজক অজয় কুমার সিং অমিশা ও তাঁর ব্যবসার অংশীদার কুণালের বিরুদ্ধে রাঁচি আদালতে মামলা করেছেন ।

অমিশা প্যাটেল
author img

By

Published : Jun 30, 2019, 3:51 PM IST

দিল্লি : প্রতারণার অভিযোগ এল অভিনেত্রী অমিশা প্যাটেল ও তার ব্যবসার অংশীদার কুণাল গ্রুমারের বিরুদ্ধে । প্রযোজক অজয় কুমার সিং তাঁর পরবর্তী কাজের জন্য আড়াই কোটি টাকা দিয়েছিলেন অভিনেত্রীকে । কাজটি না হওয়ায় তা ফেরত চাইলেও অমিশা ফেরত না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করলেন অজয় ।

রাঁচি আদালতে এই অভিযোগ দায়ের করেন অজয় । তিনি জানান, 'দেশি ম্যাজিক' ছবিটি শেষ করার জন্য অমিশাকে আড়াই কোটি টাকা দিয়েছিলেন । কিন্তু তাঁকে শুধু বাউন্স চেক দেওয়া হয়েছে ।

ঘটনাটি নিয়ে অজয় বলেন, "গত বছর মার্চে রাঁচিতে অমিশা ও কুণালকে আমি আড়াই কোটি টাকা দিয়েছিলাম । তাঁরা বলেছিলেন 2018-র জুনে ছবিটি রিলিজ় করবে । আমিও লাভবান হব । কিন্তু ছবিটি মুক্তি পায়নি । আমি আমার টাকা ফেরত চাইলে ওঁরা আমাকে দু-তিন মাসের সুদ সমেত টাকা ফেরত দেবে বলে জানায় । আমাকে তিন কোটি টাকার চেকও দেয় । কিন্তু সেটা বাউন্স করে গেছে । আমি সেটা ওঁদের জানালে ওঁরা বলে আমার টাকা ফেরত দেওয়ার কোনও ইনটেনশন নেই । আমাকে হুমকিও দেওয়া হয় ।"

দিল্লি : প্রতারণার অভিযোগ এল অভিনেত্রী অমিশা প্যাটেল ও তার ব্যবসার অংশীদার কুণাল গ্রুমারের বিরুদ্ধে । প্রযোজক অজয় কুমার সিং তাঁর পরবর্তী কাজের জন্য আড়াই কোটি টাকা দিয়েছিলেন অভিনেত্রীকে । কাজটি না হওয়ায় তা ফেরত চাইলেও অমিশা ফেরত না দেওয়ায় তাঁদের বিরুদ্ধে মামলা করলেন অজয় ।

রাঁচি আদালতে এই অভিযোগ দায়ের করেন অজয় । তিনি জানান, 'দেশি ম্যাজিক' ছবিটি শেষ করার জন্য অমিশাকে আড়াই কোটি টাকা দিয়েছিলেন । কিন্তু তাঁকে শুধু বাউন্স চেক দেওয়া হয়েছে ।

ঘটনাটি নিয়ে অজয় বলেন, "গত বছর মার্চে রাঁচিতে অমিশা ও কুণালকে আমি আড়াই কোটি টাকা দিয়েছিলাম । তাঁরা বলেছিলেন 2018-র জুনে ছবিটি রিলিজ় করবে । আমিও লাভবান হব । কিন্তু ছবিটি মুক্তি পায়নি । আমি আমার টাকা ফেরত চাইলে ওঁরা আমাকে দু-তিন মাসের সুদ সমেত টাকা ফেরত দেবে বলে জানায় । আমাকে তিন কোটি টাকার চেকও দেয় । কিন্তু সেটা বাউন্স করে গেছে । আমি সেটা ওঁদের জানালে ওঁরা বলে আমার টাকা ফেরত দেওয়ার কোনও ইনটেনশন নেই । আমাকে হুমকিও দেওয়া হয় ।"

Intro:Body:

amisha


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.