ETV Bharat / sitara

সকেত চৌধুরির পরবর্তী ছবিতে আলিয়া ? - alia marry ranbir kapoor

'হিন্দি মিডিয়াম' ছবির পরিচালক সকেত চৌধুরির পরবর্তী ছবির মুখ্যচরিত্রে দেখা যেতে পারে আলিয়াকে । শোনা যাচ্ছে, ছবিটি করার ইচ্ছেপ্রকাশ করেছেন অভিনেত্রী । তবে এখনও চুক্তিপত্রে সই করেননি তিনি ।

মনব
মনব
author img

By

Published : Feb 26, 2020, 6:13 PM IST

মুম্বই : পরিচালক সকেত চৌধুরির পরবর্তী ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট । মুখ্যচরিত্রে অভিনয় করতে পারেন তিনি । যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও তরফেই নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ।

ইতিমধ্যে একাধিক ছবিতে অভিনয় করেছেন আলিয়া । আর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনও জয় করেন তিনি । তাঁর ছবিগুলির মধ্যে 'হাইওয়ে', 'উড়তা পঞ্জাব', 'রাজ়ি' ও 'গল্লি বয়' অন্যতম । শোনা যাচ্ছে, 'হিন্দি মিডিয়াম'-এর পরিচালক সকেতের পরবর্তী সামাজিক ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে ।

সূত্রের খবর, ছবির স্ক্রিপ্ট নাকি পছন্দ হয়েছে আলিয়ার । এমনকী, ছবিটি করবেন বলে রাজিও হয়েছেন । তবে এখনও পর্যন্ত চুক্তিপত্রে সই করেননি তিনি । খুব তাড়াতাড়ি সই করতে পারেন বলে জানা গেছে । ছবিতে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি । কাস্ট ঠিক হওয়ার পরই শুরু হবে শুটিং । এখনও স্ক্রিপ্টের উপর কাজ করছেন সকেত । ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা ।

তবে এ বছর একাধিক ছবি রয়েছে আলিয়ার হাতে । 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। সেখানে অমিতাভ বচ্চন ও রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এছাড়া 'সদাক ২' ও সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

আর সবথেকে বড় বিষয় হল এ বছরই হয়তো সাত পাকে বাঁধা পড়তে পারেন আলিয়া-রণবীর । কানাঘুষো তেমন কথাই শোনা যাচ্ছে । 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিনই নাকি এক হতে পারে চার হাত । আত্মীয়দের নাকি আগে থেকে ওইদিনটি ফাঁকা রাখতে অনুরোধ করেছেন নিতু কাপুর । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও তরফেই কিছু ঘোষণা করা হয়নি ।

মুম্বই : পরিচালক সকেত চৌধুরির পরবর্তী ছবিতে নাকি অভিনয় করতে চলেছেন আলিয়া ভাট । মুখ্যচরিত্রে অভিনয় করতে পারেন তিনি । যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও তরফেই নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ।

ইতিমধ্যে একাধিক ছবিতে অভিনয় করেছেন আলিয়া । আর অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনও জয় করেন তিনি । তাঁর ছবিগুলির মধ্যে 'হাইওয়ে', 'উড়তা পঞ্জাব', 'রাজ়ি' ও 'গল্লি বয়' অন্যতম । শোনা যাচ্ছে, 'হিন্দি মিডিয়াম'-এর পরিচালক সকেতের পরবর্তী সামাজিক ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে আলিয়াকে ।

সূত্রের খবর, ছবির স্ক্রিপ্ট নাকি পছন্দ হয়েছে আলিয়ার । এমনকী, ছবিটি করবেন বলে রাজিও হয়েছেন । তবে এখনও পর্যন্ত চুক্তিপত্রে সই করেননি তিনি । খুব তাড়াতাড়ি সই করতে পারেন বলে জানা গেছে । ছবিতে তাঁর বিপরীতে কাকে দেখা যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি । কাস্ট ঠিক হওয়ার পরই শুরু হবে শুটিং । এখনও স্ক্রিপ্টের উপর কাজ করছেন সকেত । ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াওয়ালা ।

তবে এ বছর একাধিক ছবি রয়েছে আলিয়ার হাতে । 4 ডিসেম্বর মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'। সেখানে অমিতাভ বচ্চন ও রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । এছাড়া 'সদাক ২' ও সঞ্জয় লীলা বনশালির 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'-র মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

আর সবথেকে বড় বিষয় হল এ বছরই হয়তো সাত পাকে বাঁধা পড়তে পারেন আলিয়া-রণবীর । কানাঘুষো তেমন কথাই শোনা যাচ্ছে । 'ব্রহ্মাস্ত্র' মুক্তির দিনই নাকি এক হতে পারে চার হাত । আত্মীয়দের নাকি আগে থেকে ওইদিনটি ফাঁকা রাখতে অনুরোধ করেছেন নিতু কাপুর । তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনও তরফেই কিছু ঘোষণা করা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.