মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেটিজেনদের রোষ গিয়ে পড়েছে আলিয়া ভাটের উপর । তিনি যে স্টারকিড । তাই তাঁর যোগ্যতা, প্রতিভা কোনওকিছুর তোয়াক্কা না করেই আলিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে । তাদের উদ্দেশে বেশ প্রতীকী জবাব দিলেন অভিনেত্রী ।
পুলের ধারে দাঁড়ানো একটি ছবি শেয়ার করেছেন আলিয়া । খোলা চুল, ওভারসাইজ়ড শার্ট, নো মেকআপ লুক...সব মিলে এক আলগোছা ভাব অভিনেত্রীর মধ্যে ।
তবে মজাটা ক্যাপশনে । সেখানে আলিয়া লিখেছেন, "সূর্যের দিকে মুখ করে থাক । তাহলে ছায়াটা তোমার পিছনেই পড়বে ।" অর্থাৎ আলোর পথে থাকলে, অন্ধকার পিছনে হটতে বাধ্য ।
- View this post on Instagram
keep your face towards the sunshine and the shadows will fall behind you 🌤
">
আলিয়া কি তাহলে তাঁর সমালোচক ও ট্রোলারদের উদ্দেশে এই কথা বললেন ? যতই তাঁকে অন্ধকারে ঠেলার প্রয়াস চলুক না কেন, আলিয়া কিন্তু আলোর দিকেই তাকিয়ে থাকবেন । এটাই বলতে চেয়েছেন অভিনেত্রী ।
সম্প্রতি নিজের কমেন্ট সেকশনটিও খুলে দিয়েছেন আলিয়া । নেটিজেনরা প্রশংসা ভরিয়ে দিয়েছেন তাঁর এই পোস্টটিকে ।