ETV Bharat / sitara

আর হোম কোয়ারানটিন নয়, হাসপাতালে ভরতি করা হল ঐশ্বরিয়া ও আরাধ্যাকে - Actor Aishwarya Rai Bachchan

মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভরতি করা হল ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বচ্চনকে ।

Actor Aishwarya Rai Bachchan
Actor Aishwarya Rai Bachchan
author img

By

Published : Jul 17, 2020, 10:14 PM IST

Updated : Jul 18, 2020, 6:53 PM IST

মুম্বই : 12 জুলাই জানা যায় যে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা কোরোনা পজ়িটিভ । তবে তাঁরা দু'জনেই বাড়িতে সেল্ফ আইসোলেশনে ছিলেন । কিন্তু, আজ এল নতুন খবর । তাঁদের দু'জনকেই নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নানাবতীতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন । গত শনিবার অর্থাৎ 11 জুলাই থেকে সেখানে চিকিৎসাধীন তাঁরা । এবার তাঁদের সঙ্গে ভরতি হলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা ।

অমিতাভ আর অভিষেকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর অ্যান্টিজ়েন ও সোয়াব পরীক্ষা করানো হয় জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার । প্রথমে নেগেটিভ আসে তাঁদের অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট । কিছুটা হলেও স্বস্তি হয় বচ্চন পরিবারের ।

Actor Aishwarya Rai Bachchan
সপরিবারে

তবে তার পরের দিনই সামনে আসে তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট । জানা যায় কোরোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্যা । নেগেটিভ এসেছে জয়ার রিপোর্ট ।

আরও পড়ুন : স্থিতিশীল অমিতাভ

PTI সূত্রে জানা গেছে যে অমিতাভ আর অভিষেককে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । তাঁরা এমনি ভালো আছেন । কোনও জরুরীকালীন চিকিৎসা চলছে না তাঁদের । তবে ঐশ্বরিয়া আর আরাধ্যার কী অবস্থা, তা পরিষ্কার জানা যায়নি এখনও ।

মুম্বই : 12 জুলাই জানা যায় যে, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যা কোরোনা পজ়িটিভ । তবে তাঁরা দু'জনেই বাড়িতে সেল্ফ আইসোলেশনে ছিলেন । কিন্তু, আজ এল নতুন খবর । তাঁদের দু'জনকেই নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছে ।

নানাবতীতে রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন । গত শনিবার অর্থাৎ 11 জুলাই থেকে সেখানে চিকিৎসাধীন তাঁরা । এবার তাঁদের সঙ্গে ভরতি হলেন ঐশ্বরিয়া ও আরাধ্যা ।

অমিতাভ আর অভিষেকের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর অ্যান্টিজ়েন ও সোয়াব পরীক্ষা করানো হয় জয়া বচ্চন, ঐশ্বরিয়া রাই ও আরাধ্যার । প্রথমে নেগেটিভ আসে তাঁদের অ্যান্টিজ়েন পরীক্ষার রিপোর্ট । কিছুটা হলেও স্বস্তি হয় বচ্চন পরিবারের ।

Actor Aishwarya Rai Bachchan
সপরিবারে

তবে তার পরের দিনই সামনে আসে তাঁদের সোয়াব পরীক্ষার রিপোর্ট । জানা যায় কোরোনায় আক্রান্ত ঐশ্বরিয়া ও আরাধ্যা । নেগেটিভ এসেছে জয়ার রিপোর্ট ।

আরও পড়ুন : স্থিতিশীল অমিতাভ

PTI সূত্রে জানা গেছে যে অমিতাভ আর অভিষেককে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে । তাঁরা এমনি ভালো আছেন । কোনও জরুরীকালীন চিকিৎসা চলছে না তাঁদের । তবে ঐশ্বরিয়া আর আরাধ্যার কী অবস্থা, তা পরিষ্কার জানা যায়নি এখনও ।

Last Updated : Jul 18, 2020, 6:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.