ETV Bharat / sitara

চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন আমির-কন্যা - আমির খানের খবর

সুপারস্টার আমির খানের মেয়ে ইরা খান ডিপ্রেশনের ভুদছেন । নিজেই ইনস্টাভিডিয়োতে একথা শেয়ার করলেন ইরা ।

Aamir khan daughter Ira khan
Aamir khan daughter Ira khan
author img

By

Published : Oct 11, 2020, 4:20 PM IST

মুম্বই : ডিপ্রেশন যে কারও হতে পারে । টাকা-পয়সা, পরিবার-পরিজন নির্বেশেষে এই রোগে ভুগতে পারেন যে কেউ । তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল রোগটির অস্তিত্বকে স্বীকার করে নেওয়া । অনেক সময় রুগী নিজেই বোঝেন না যে তিনি ডিপ্রেসড বা বুঝেও মানতে চান না । সেই ভুলটা করলেন না ইরা ।

তিনি চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন । বুঝতে পেরে ডাক্তারের কাছেও গেছেন ইরা । তবে সোশাল মিডিয়ায় এই কথা শেয়ার করার কারণ কী ?

Aamir khan daughter Ira khan
.

নিজেকেই নিজে এই প্রশ্নটি করেন ইরা । তাঁর মনে হয় যে, নিজের জার্নির কথা বললে হয়তো অনেক মানুষ উপকৃত হবেন । ডিপ্রেশন সম্পর্কে মানুষের ধারণা আরও পরিষ্কার হবে । সবকিছু থাকলেও যে ডিপ্রেশন হতে পারে সেই বিষয়টা পরিষ্কার হবে নেটিজেনদের ।

তবে ইরার ডিপ্রেশনের কারণ কী ? সেটা ক্রমশ প্রকাশ্য । দেখে নিন তাঁর পোস্ট...

আমির খান আর রীনা দত্তের মেয়ে ইরা । তাঁর এক ভাইও রয়েছে জুনেদ । দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে জড়িয়ে ইরা । অভিনয়, পরিচালনা সবকিছুই করেন তিনি । সম্প্রতি ট্যাটু আর্টিস্ট হিসেবেও আত্মপ্রকাশ করেছেন আমির-কন্যা ।

মুম্বই : ডিপ্রেশন যে কারও হতে পারে । টাকা-পয়সা, পরিবার-পরিজন নির্বেশেষে এই রোগে ভুগতে পারেন যে কেউ । তবে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল রোগটির অস্তিত্বকে স্বীকার করে নেওয়া । অনেক সময় রুগী নিজেই বোঝেন না যে তিনি ডিপ্রেসড বা বুঝেও মানতে চান না । সেই ভুলটা করলেন না ইরা ।

তিনি চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন । বুঝতে পেরে ডাক্তারের কাছেও গেছেন ইরা । তবে সোশাল মিডিয়ায় এই কথা শেয়ার করার কারণ কী ?

Aamir khan daughter Ira khan
.

নিজেকেই নিজে এই প্রশ্নটি করেন ইরা । তাঁর মনে হয় যে, নিজের জার্নির কথা বললে হয়তো অনেক মানুষ উপকৃত হবেন । ডিপ্রেশন সম্পর্কে মানুষের ধারণা আরও পরিষ্কার হবে । সবকিছু থাকলেও যে ডিপ্রেশন হতে পারে সেই বিষয়টা পরিষ্কার হবে নেটিজেনদের ।

তবে ইরার ডিপ্রেশনের কারণ কী ? সেটা ক্রমশ প্রকাশ্য । দেখে নিন তাঁর পোস্ট...

আমির খান আর রীনা দত্তের মেয়ে ইরা । তাঁর এক ভাইও রয়েছে জুনেদ । দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে জড়িয়ে ইরা । অভিনয়, পরিচালনা সবকিছুই করেন তিনি । সম্প্রতি ট্যাটু আর্টিস্ট হিসেবেও আত্মপ্রকাশ করেছেন আমির-কন্যা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.