মুম্বই : 'বান্টি ঔর বাবলি' নিয়ে মানুষের মধ্য়ে এখনও একটা ভালোলাগা রয়ে গেছে । ওই ধরনের কনসেপ্ট নিয়ে 2005 সালের আগে তেমন কোনও হিন্দি ছবি ছিল বলে মনে পড়ে না । সেই দিক থেকে পাথ ব্রেকার 'বান্টি ঔর বাবলি' । আর এই ছবিতেই প্রথমবারের জন্য অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ।
ছবির হিরো অভিষেক হলেও, অমিতাভের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । ওরকম কুল পুলিশ অফিসারের চরিত্রে অমিতাভকেই মানায়, আর তিনি ফাটিয়ে অভিনয়ও করেছিলেন । অন্যদিকে অভিষেক আর রানি মুখার্জির জবরদস্ত কেমিস্ট্রি । তারা চুরি করলেও, একবারের জন্য নেগেটিভ চরিত্র বলে মনে হবে না বান্টি আর বাবলিকে । বরং ভালোবেসে ফেলবেন ।
অমিতাভ ফিরে দেখলেন সময়টাকে । টুইটারে শেয়ার করলেন ছবির কিছু দৃশ্য । অভিনেতা লিখেছেন, "অভিষেকের সঙ্গে প্রথম ছবি । কি মজা হয়েছিল ! আর কি ভালো টিম ছিল ! তখন সব স্টেজ শোয়ে 'কজরারে' পারফর্ম করতে হত আমাদের..."
দেখে নিন অমিতাভের টুইট...
-
T 3543 - 15 years .. "Bunty Aur Babli " ... my first film with Abhishek .. such fun .. and what a team .. !! .. and 'kajaraare .. on all our stage shows .. yoo hooo .. pic.twitter.com/9a4gkjGnsK
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">T 3543 - 15 years .. "Bunty Aur Babli " ... my first film with Abhishek .. such fun .. and what a team .. !! .. and 'kajaraare .. on all our stage shows .. yoo hooo .. pic.twitter.com/9a4gkjGnsK
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2020T 3543 - 15 years .. "Bunty Aur Babli " ... my first film with Abhishek .. such fun .. and what a team .. !! .. and 'kajaraare .. on all our stage shows .. yoo hooo .. pic.twitter.com/9a4gkjGnsK
— Amitabh Bachchan (@SrBachchan) May 26, 2020
আসতে চলেছে 'বান্টি ঔর বাবলি 2' । সেখানে স্পেশাল অ্যাপিয়ারেন্স হিসেবে দেখা যাবে রানি মুখার্জিকে ও অভিষেকের পরিবর্তে থাকবেন সইফ আলি খান । ছবির মুখ্য চরিত্রে সিদ্ধার্থ মালহোত্র ।