হায়দরাবাদ, 28 ডিসেম্বর: যান্ত্রিক গোলযোগের জের ৷ টেসলার সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আঁচড়ে রক্তাক্ত করার অভিযোগ রোবটের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে অস্টিনের কাছে টেসলা কোম্পানির গিগা টেক্সাস কারখানায় ৷ অ্যালুমিনিয়াম গাড়ির যন্ত্রাংশ সরানোর জন্য ডিজাইন করা হয়েছে রোবটটিকে৷ কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটি টেসলার কর্মীকে আঘাত করে বসে বলে অভিযোগ ৷ কোম্পানির তরফে জারি করা একটি আঘাতের রিপোর্টে এমনটাই বলা হয়েছে ।
জানা গিয়েছে, রোবটটি ইঞ্জিনিয়ারের গায়ে নখ ফোঁটায় এবং তাঁর পিঠ ও বাহুতে আঁচড়ে দেয় ৷ যার ফলে গুরুতর আহত হন ওই ব্যক্তি । এই ঘটনাটি দু'বছর আগে ঘটেছে ৷ সম্প্রতি সেটি 2021 সালের ইনজুরি রিপোর্টে প্রকাশ পেয়েছে । ওই রিপোর্টে বলা হয়েছে, কারখানায় অ্যালুমিনিয়াম গাড়ির যন্ত্রাংশ সরানোর জন্য ব্যবহৃত রোবটটি প্রোগ্রামিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে আক্রমণ করে । সেসময় রক্ষণাবেক্ষণের জন্য দুটি রোবট নিষ্ক্রিয় ছিল এবং তৃতীয় রোবটটি ঘটনাক্রমে সক্রিয় থেকে যায়, যেটি ওই কর্মীকে আক্রমণ করে বসে ।
ওই হামলায় জেরে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ার । সহকর্মীরা তাঁকে সাহায্য করতে ছুটে আসেন । তাঁদের সাহায্যে কোনওভাবে সেখান থেকে পালিয়ে যান ওই আহত কর্মী ৷ তবে শরীরের ভারসাম্য বজায় করতে না পেরে পিছন দিকে অ্যালুমিনিয়াম সংগ্রহের জন্য ব্যবহৃত একটি ধাতবর নীচে পড়ে যান । আমেরিকান সংস্থা টেসলা এই ঘটনায় মন্তব্য করতে অস্বীকার করেছে । তবে কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং দুর্ঘটনার রিপোর্টের জেরে কড়া সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি ।
ইউএস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের (ওএসএএইচএ) তথ্য অনুযায়ী, গত বছর গিগা টেক্সাসে 21 জনের মধ্যে একজন কর্মী আহত হয়েছেন, যা অন্যান্য শিল্পে 30 জন শ্রমিকের মধ্যে একজনের গড় আঘাতের হারের চেয়ে বেশি । টেসলার অনেক কর্মী অভিযোগ করেন, কোম্পানি প্রায়শই নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ক্ষেত্রে আপস করে কর্মীদের ঝুঁকিতে ফেলে । রিপোর্টে বলা হয়েছে, 2022 সালে একটি জল-নিমজ্জিত-গলিত-অ্যালুমিনিয়ামের ঘটনা কাস্টিং এলাকায় একটি বিস্ফোরণ ঘটায়, যার ফলে একটি সোনিক বুমের মতো শব্দ হয় ।
আরও পড়ুন: