ETV Bharat / science-and-technology

OnePlus Launches New Smartphone: বাজারে এল ওয়ানপ্লাস 11 5জি ফোন, জানুন দাম ও ফিচার

author img

By

Published : Feb 8, 2023, 1:32 PM IST

ভালোবাসা দিবসে উপহার দিতে পারেন নতুন ফোন ৷ লঞ্চ হল ওয়ানপ্লাস 11 5জি ফোন (OnePlus Launches New Smartphone) ৷ 14 ফেব্রুয়ারি থেকে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে পাওয়া যাবে । চলুন জেনে নিন ওয়ান প্লাস 11 5জি-এর দাম এবং ফিচার (smartphone 11 5G price and features) ৷

OnePlus New Smartphone
ওয়ানপ্লাস 11 5জি ফোন

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 11 (OnePlus launches smartphone 11 5G) ৷ এটি পাওয়া যাবে 5জি ক্যানেকশনের সঙ্গে ৷ এর পাশাপাশি ওয়ান প্লাস নিয়ে এল টেলিভিশন 65 কিউ2 প্রো । ওয়ানপ্লাস 11 5জি দুটি রঙে পাওয়া যাবে ৷ এই দুটি রং হল- কালো (Titan Black) এবং সবুজ (Eternal Green)।

আর এই স্মার্টফোনটি কিনতে পারবেন ভালোবাসার দিন থেকে ৷ অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে 56 হাজার 999 টাকার প্রাথমিক মূল্যে অনলাইন এবং অফলাইন স্টোর থেকে এই ফোন যে কেউ কিনতে পারবে । কোম্পানির তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস টিভি 65 কিউ2-এর দাম 99 হাজার 999 টাকা এবং এটি মার্চ 2023-এ ভারতে বাজারে পাওয়া যাবে ।

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের ফিচার

ফোন কেনার আগে তার ফিচার সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন ৷ চলুন দেখে নিন কী কী অত্যাধুনিক ফিচার পাবেন এই নতুন স্ফার্টফোনে ৷ ওয়ানপ্লাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিট লাউ বলেছেন, "দ্রুত কাজ করবে ৷ স্মার্টফোন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে ৷ নিরবচ্ছিন্ন ইমেজিং এবং আধুনিক মার্জিত ডিজাইনের সঙ্গে ওয়ানপ্লাস 11 5জি অবশ্যই একটি সুনিপুণ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ৷ স্মার্টফোনটি দামের উপর নির্ভর করে বাজারে অন্যান্য ফোনগুলিকে টক্কর দেবে ৷ ওয়ানপ্লাস 11 5জি-এর একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ৷ সেটি আবার 120 এইচজেড-এর রিফ্রেশ রেট-সহ পাওয়া যাবে । স্মার্টফোনটি রয়েছে থ্রি-মেইন-সেন্সর ও ট্রিপল-ক্যামেরা সিস্টেম ৷ যা হল 50 মেগাপিক্সেল, 32মেগাপিক্সেল ও 48মেগাপিক্সেল ৷

25 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে

ফোন কেনার আগে সবচেয়ে বেশি যে জিনিসটি নিয়ে ভাবে তা হল চার্জ ও ব্যাটারি ক্যাপাসিটি ৷ এই স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দিয়ে পরিচালিত হবে । এছাড়াও, নতুন ফোনটি 100এইচ সম্পন্ন, ফলে দ্রুত চার্জ হবে ফোন ৷ 5 হাজার এমএএইচ ব্যাটারিকে 25 মিনিটে 1 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করে দেবে ৷ এছাড়াও, নতুন ওয়ানপ্লাস টিভি 65 কিউ2 প্রো স্মার্ট বৈশিষ্ট্য, সেরা-ইন-ক্লাস ডিসপ্লে এবং নিমজ্জিত সাউন্ড কোয়ালিটি-সহ ফ্ল্যাগশিপ-লেভেল স্মার্ট টিভি পারফরম্যান্স দেবে ।

আরও পড়ুন: লেনোভো লঞ্চ করল 5G Android ট্যাবলেট, জানুন দাম ও বৈশিষ্ট্য

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস ভারতীয় বাজারে লঞ্চ করল তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন 11 (OnePlus launches smartphone 11 5G) ৷ এটি পাওয়া যাবে 5জি ক্যানেকশনের সঙ্গে ৷ এর পাশাপাশি ওয়ান প্লাস নিয়ে এল টেলিভিশন 65 কিউ2 প্রো । ওয়ানপ্লাস 11 5জি দুটি রঙে পাওয়া যাবে ৷ এই দুটি রং হল- কালো (Titan Black) এবং সবুজ (Eternal Green)।

আর এই স্মার্টফোনটি কিনতে পারবেন ভালোবাসার দিন থেকে ৷ অর্থাৎ 14 ফেব্রুয়ারি থেকে 56 হাজার 999 টাকার প্রাথমিক মূল্যে অনলাইন এবং অফলাইন স্টোর থেকে এই ফোন যে কেউ কিনতে পারবে । কোম্পানির তরফে জানানো হয়েছে, ওয়ানপ্লাস টিভি 65 কিউ2-এর দাম 99 হাজার 999 টাকা এবং এটি মার্চ 2023-এ ভারতে বাজারে পাওয়া যাবে ।

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোনের ফিচার

ফোন কেনার আগে তার ফিচার সম্পর্কে অবশ্যই জানা প্রয়োজন ৷ চলুন দেখে নিন কী কী অত্যাধুনিক ফিচার পাবেন এই নতুন স্ফার্টফোনে ৷ ওয়ানপ্লাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পিট লাউ বলেছেন, "দ্রুত কাজ করবে ৷ স্মার্টফোন ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে ৷ নিরবচ্ছিন্ন ইমেজিং এবং আধুনিক মার্জিত ডিজাইনের সঙ্গে ওয়ানপ্লাস 11 5জি অবশ্যই একটি সুনিপুণ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ৷ স্মার্টফোনটি দামের উপর নির্ভর করে বাজারে অন্যান্য ফোনগুলিকে টক্কর দেবে ৷ ওয়ানপ্লাস 11 5জি-এর একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে রয়েছে ৷ সেটি আবার 120 এইচজেড-এর রিফ্রেশ রেট-সহ পাওয়া যাবে । স্মার্টফোনটি রয়েছে থ্রি-মেইন-সেন্সর ও ট্রিপল-ক্যামেরা সিস্টেম ৷ যা হল 50 মেগাপিক্সেল, 32মেগাপিক্সেল ও 48মেগাপিক্সেল ৷

25 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে

ফোন কেনার আগে সবচেয়ে বেশি যে জিনিসটি নিয়ে ভাবে তা হল চার্জ ও ব্যাটারি ক্যাপাসিটি ৷ এই স্মার্টফোনটি 16 জিবি পর্যন্ত র‌্যামের সঙ্গে নতুন স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দিয়ে পরিচালিত হবে । এছাড়াও, নতুন ফোনটি 100এইচ সম্পন্ন, ফলে দ্রুত চার্জ হবে ফোন ৷ 5 হাজার এমএএইচ ব্যাটারিকে 25 মিনিটে 1 শতাংশ থেকে 100 শতাংশ পর্যন্ত চার্জ করে দেবে ৷ এছাড়াও, নতুন ওয়ানপ্লাস টিভি 65 কিউ2 প্রো স্মার্ট বৈশিষ্ট্য, সেরা-ইন-ক্লাস ডিসপ্লে এবং নিমজ্জিত সাউন্ড কোয়ালিটি-সহ ফ্ল্যাগশিপ-লেভেল স্মার্ট টিভি পারফরম্যান্স দেবে ।

আরও পড়ুন: লেনোভো লঞ্চ করল 5G Android ট্যাবলেট, জানুন দাম ও বৈশিষ্ট্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.