ETV Bharat / science-and-technology

Google Search: খবরদার ! ভুলেও এসব সার্চ করবেন না গুগলে

গুগলের সার্চ (Google Search) অপশনও আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে ! কিন্তু, কীভাবে ? জানুন ৷

Google Search can bring danger if you show interest in some specific matters
প্রতীকী ছবি ৷
author img

By

Published : Jan 14, 2023, 5:55 PM IST

কলকাতা, 14 জানুয়ারি: গুগল হল এ যুগের সবথেকে বড় মুশকিল আসান ! হাতি থেকে হ্য়াম বার্গার, কিংবা কিউবা থেকে কলকাতা, বিশ্বের, এমনকী বহির্বিশ্বের যেকোনও তথ্যতলাশ করতে গুগলের জুড়ি মেলা ভার ! কিন্তু, সাবধান ! চাইলেই কিন্তু গুগলে সবকিছু নিয়ে গবেষণা করা যাবে না ৷ বলা ভালো, সেই কাজ করা উচিত হবে না ৷ কারণ, তাতে আপনার হাতে হাতকড়া পরতে হতে পারে ! হতে পারে হাজতবাস ! আসলে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলি সম্পর্কে গুগলে সার্চ করলেই নির্দিষ্ট প্রযুক্তির সহযোগিতায় সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির হাতে সেই তথ্য পৌঁছে যায় ৷ আর তাদের তদন্তে যদি বেয়াড়া কিছু ধরা পড়ে, তাহলেই চিত্তির ! সটান আইনের লম্বা হাত খপাৎ করে আপনার টুঁটি চেপে ধরবে !

জানেন কি গুগলে কী ধরনের বিষয় সার্চ (Google Search) করলে তা আপনার বিপদ ডেকে আনবে ?

এই তালিকায় রয়েছে অসংখ্য বিষয় ৷ আপাতত তারই কয়েকটি নিয়ে এখানে আলোচনা করা হবে ৷ যেমন-

বোমা তৈরির পদ্ধতি: ধরুন, আপনার ভারী জানতে ইচ্ছা হল, প্রেশার কুকার বম্ব কীভাবে তৈরি করে ! সেই বিষয়ে আপনি একটু খোঁজখবর নেবেন ৷ এক্ষেত্রে আপনার মাথায় যদি কোনও কূটবুদ্ধি নাও থেকে থাকে, তাহলেও পুলিশ আপনার দরজায় পৌঁছে যেতে পারে ৷ কারণ, এই ধরনের সার্চকে ক্ষতিকর ও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয় ৷ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা দ্রুত সেই তথ্য স্থানীয় থানার কাছে পাঠিয়ে দেয় ৷

চাইল্ড পর্নোগ্রাফি: শিশুদের নিয়ে তৈরি নীল ছবি কিংবা শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত যেকোনও সার্চে আগ্রহ তৈরি হলেও আপানার জেলযাত্রার পথ প্রশস্থ হতে পারে ! ইন্টারনেট ব্যবহার করে এই ধরনের কনটেন্ট বারবার দেখলে বা ডাউনলোড করলে আপনার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হতে পারে ৷

অপরাধের তথ্যতলাশ: অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লাগাতার পড়াশোনা শুরু করলেও নজরদারদের নজরে পড়ে যেতে পারেন আপনি ৷ কী কারণে আপনি এসব নিয়ে নাড়াঘাঁটা করছেন, তা জানতে বাড়িতে পুলিশের আগমন হতে পারে ৷ এক্ষেত্রে, অপহরণ, মাদক সংক্রান্ত সার্চ বেশি বিপজ্জনক ৷

গর্ভপাত: গর্ভপাত নিয়ে কিছু আইন-কানুন আমাদের দেশে রয়েছে ৷ গর্ভপাত করতে হলে সেসব মেনেই করতে হয় ৷ এখন কেউ যদি হঠাৎ করে এইসব বিষয় নিয়ে বারবার ইন্টারনেটে খোঁজ চালান, তাহলেও তিনি পুলিশ, প্রশাসনের সন্দেহের আওতায় পড়ে যেতে পারেন ৷ অতএব, গুগলে সার্চ করুন ৷ তবে তা করুন, বুঝে-শুনে ৷

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আরেকটি ফিচার ! ডিলিট হয়ে যাওয়া মেসেজ সেভ করা যাবে

কলকাতা, 14 জানুয়ারি: গুগল হল এ যুগের সবথেকে বড় মুশকিল আসান ! হাতি থেকে হ্য়াম বার্গার, কিংবা কিউবা থেকে কলকাতা, বিশ্বের, এমনকী বহির্বিশ্বের যেকোনও তথ্যতলাশ করতে গুগলের জুড়ি মেলা ভার ! কিন্তু, সাবধান ! চাইলেই কিন্তু গুগলে সবকিছু নিয়ে গবেষণা করা যাবে না ৷ বলা ভালো, সেই কাজ করা উচিত হবে না ৷ কারণ, তাতে আপনার হাতে হাতকড়া পরতে হতে পারে ! হতে পারে হাজতবাস ! আসলে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলি সম্পর্কে গুগলে সার্চ করলেই নির্দিষ্ট প্রযুক্তির সহযোগিতায় সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলির হাতে সেই তথ্য পৌঁছে যায় ৷ আর তাদের তদন্তে যদি বেয়াড়া কিছু ধরা পড়ে, তাহলেই চিত্তির ! সটান আইনের লম্বা হাত খপাৎ করে আপনার টুঁটি চেপে ধরবে !

জানেন কি গুগলে কী ধরনের বিষয় সার্চ (Google Search) করলে তা আপনার বিপদ ডেকে আনবে ?

এই তালিকায় রয়েছে অসংখ্য বিষয় ৷ আপাতত তারই কয়েকটি নিয়ে এখানে আলোচনা করা হবে ৷ যেমন-

বোমা তৈরির পদ্ধতি: ধরুন, আপনার ভারী জানতে ইচ্ছা হল, প্রেশার কুকার বম্ব কীভাবে তৈরি করে ! সেই বিষয়ে আপনি একটু খোঁজখবর নেবেন ৷ এক্ষেত্রে আপনার মাথায় যদি কোনও কূটবুদ্ধি নাও থেকে থাকে, তাহলেও পুলিশ আপনার দরজায় পৌঁছে যেতে পারে ৷ কারণ, এই ধরনের সার্চকে ক্ষতিকর ও বিপজ্জনক বলে চিহ্নিত করা হয় ৷ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা দ্রুত সেই তথ্য স্থানীয় থানার কাছে পাঠিয়ে দেয় ৷

চাইল্ড পর্নোগ্রাফি: শিশুদের নিয়ে তৈরি নীল ছবি কিংবা শিশুদের উপর যৌন নির্যাতন সংক্রান্ত যেকোনও সার্চে আগ্রহ তৈরি হলেও আপানার জেলযাত্রার পথ প্রশস্থ হতে পারে ! ইন্টারনেট ব্যবহার করে এই ধরনের কনটেন্ট বারবার দেখলে বা ডাউনলোড করলে আপনার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হতে পারে ৷

অপরাধের তথ্যতলাশ: অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লাগাতার পড়াশোনা শুরু করলেও নজরদারদের নজরে পড়ে যেতে পারেন আপনি ৷ কী কারণে আপনি এসব নিয়ে নাড়াঘাঁটা করছেন, তা জানতে বাড়িতে পুলিশের আগমন হতে পারে ৷ এক্ষেত্রে, অপহরণ, মাদক সংক্রান্ত সার্চ বেশি বিপজ্জনক ৷

গর্ভপাত: গর্ভপাত নিয়ে কিছু আইন-কানুন আমাদের দেশে রয়েছে ৷ গর্ভপাত করতে হলে সেসব মেনেই করতে হয় ৷ এখন কেউ যদি হঠাৎ করে এইসব বিষয় নিয়ে বারবার ইন্টারনেটে খোঁজ চালান, তাহলেও তিনি পুলিশ, প্রশাসনের সন্দেহের আওতায় পড়ে যেতে পারেন ৷ অতএব, গুগলে সার্চ করুন ৷ তবে তা করুন, বুঝে-শুনে ৷

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে আরেকটি ফিচার ! ডিলিট হয়ে যাওয়া মেসেজ সেভ করা যাবে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.