ক্যালিফোর্নিয়া, 27 ডিসেম্বর : 2020 সাল এমন একটি বছর ছিল, যেখানে আমরা সবাই প্রান্তিক ভাবে কাজ করা শুরু করি । অনলাইনে সবকিছু শিখতে শুরু করি । অনলাইন ক্লাস করতে শুরু করি । প্রায় পুরো শিক্ষা ব্যবস্থাই অনলাইন হয়ে যায় । আমাদের জীবন সহজেই ডিজিটাল হয়ে যায় এবং আমরা আরও বেশি সময় অনলাইনে কাটাতে শুরু করি । আর এই পর্যায়ে পৌঁছতে গুগল আমাদের সাহায্য করেছে গুগল ক্লাউড সার্ভিসে নতুন ফিচার্স যোগ করে ।
এর মধ্যে কয়েকটি হল:
ভিডিয়ো কনফারেন্স
- উন্নত জি সুট ও জি সুট শিক্ষা গ্রাহকদের জন্য গুগল মিটকে বিনামূল্যে করে দেওয়া হয় ।
- গুগল মিট একবারে 250 জন মানুষকে একসঙ্গে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে ।
- এছাড়া এটির সাহায্যে একটি ডোমেনের মধ্যে 1 লাখ ভিউয়ার পর্যন্ত লাইভ স্ট্রিম করা যায় । মিটিং রেকর্ড করা যাচ্ছে এবং তা ড্রাইভে সেভ করাও যাচ্ছে ।
- এছাড়া এটা এমন একটা লে আউট তৈরি করেছে, যেখানে দর্শকরা একসঙ্গে 49 অংশগ্রহণকারী দেখতে পায় ।
- নেস্ট হাব ম্যাক্স–এর মাধ্যমেও ব্যবহারকারী এতে যোগদান করতে পারেন ।
- অ্যাকাউন্ট যাতে হাইজ্যাক না হয়ে যায়, তার জন্য নিরাপদ সংযোগের ব্যবস্থা করা হয়েছে । ব্যবহারকারী সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দিতে গুগল ক্লাউডে মাল্টি-স্টেপ অ্যাকাউন্ট ভেরিফিকেশন ও একটি অতিরিক্ত প্রোটেকশন প্রোগ্রাম নেওয়া হয়েছে ।
কাজ ও শিক্ষার নতুন পদ্ধতিও নিয়ে এসেছে গুগল
- অক্টোবরে নিয়ে আসা হয়েছে গুগল ওয়ার্কস্পেশ । এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি জায়গায় জি-মেল, ক্যালেন্ডার, শিটস, মিট, ড্রাইভ ইত্যাদি গুগল অ্যাপ রাখতে পারেন ।
- গুগল ওয়ার্কস্পেস নতুন একটি ফিচার্স আনতে চলেছে । যা তারা এই বছরের শুরুতেই প্রকাশ্যে এনেছিল । আর তা হল ভিডিয়ো, চ্যাট, ইমেল, ফাইলস ও টাস্কের মতো টুলগুলিকে সুসংহত করা এবং তার কাজ করার দক্ষতা আরও বৃদ্ধি করা । যাঁরা সবে কাজ শুরু করছেন, তাঁদের পক্ষে নতুন এই ফিচারের সাহায্যে জি-মেল ইনবক্সে কাজ, মিটিংয়ে যোগদান করা, দলের নথি এডিট করা অথবা সহকর্মীদের সঙ্গে চ্যাট করা অনেক সহজ হবে ।
- এই ফিচারের সাহায্যে ব্যবহারকারী অন্য কাজ করতে করতেই জি-মেল ইনবক্স, গুগল মিটিং ও চ্যাট করতে পারবেন ।
- অ্যাপ্লিকেশন ও ডেটার ব্যবহার আরও বৃহত্তর করতে গুগল ক্লাউড তাদের ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অ্যাপশিট । অ্যাপশিট হল একটি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম । যা ব্যবহারকারীদের পেশাদার কোডিং স্কিল ছাড়াই অ্যাপ্লিকেশন তৈরিতে এবং তা বৃদ্ধি করতে সাহায্য করছে ।
- এর সঙ্গে গবেষকরা এই ডেটা দিয়েই বিগকোয়েরি এমএল ব্যবহার করতে পারেন অ্যাডভান্সড মেশিন লার্নিং (এমএল) মডেলের প্রশিক্ষণের জন্য । আর এটা কোনও খরচ ছাড়াই বিগকোয়েরির মধ্যে করা যাবে ।
- কোভিড-19 ওপেন ডেটা ডেটাসেট । ব্যবহারকারীদের কোভিডের তথ্য পঞ্জিকরণের জন্য এটা তৈরি করেছে গুগল ক্লাউড ।
- অনলাইনে আরও রয়েছে 100 টি গুগল ক্লাউড প্রশিক্ষণের কোর্স ও 500 টি হ্যান্ড অন ল্যাবস । ক্লাউড আর্কিটেকচার, ডেটা ইঞ্জিনিয়ারিং ও এমএল-এর মতো ক্লাউড স্কিলের চাহিদা মতো যা তৈরি করা হয় ।