দিল্লি, 23 অক্টোবর : ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারকে সে হারিয়ে দিয়েছে ৷ যাকে বলে বেশ কয়েক গোলে ৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া সাইটগুলিকে এক লহমায় হারিয়ে দিল টিকটক ৷ কীসে বলুন তো ? ভিডিয়ো তৈরি করে শেয়ার করার এই অ্যাপটিই গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা ৷
2019 সালের সেন্সর পাওয়ার রিপোর্ট অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশিবার ডাউনলোড করা সোশাল মিডিয়া সাইট হল টিকটক ৷ শুধু ফেসবুক, টুইটার নয়, টিকটক পিছনে ফেলে দিল হ্যালো, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলিকেও ৷
চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 6 কোটি বার ইনস্টল করা হয়েছে টিকটক ৷ এর মধ্যে 44 শতাংশ আবার ভারত থেকেই , জানাচ্ছে সেন্সর রিপোর্টের অফিশিয়াল ব্লগ নোট ৷ রিপোর্ট বলছে, টিকটকের পরেই রয়েছে ফেসবুক ৷ সেক্ষেত্রেও ভারত থেকে এই অ্যাপ ইনস্টলের পরিমাণ 23 শতাংশ ৷ প্রথম পাঁচটি জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, লাইকি, স্ন্যাপচ্যাটও ৷