ETV Bharat / lifestyle

গুগল ডাউনলোডে ফেসবুক-টুইটারকে হারিয়ে দিল টিকটক - social media

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 6 কোটি বার ইনস্টল করা হয়েছে টিকটক

গুগল ডাউনলোডে ফেসবুক-টুইটারকে হারিয়ে দিল টিকটক
author img

By

Published : Oct 23, 2019, 3:06 AM IST

দিল্লি, 23 অক্টোবর : ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারকে সে হারিয়ে দিয়েছে ৷ যাকে বলে বেশ কয়েক গোলে ৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া সাইটগুলিকে এক লহমায় হারিয়ে দিল টিকটক ৷ কীসে বলুন তো ? ভিডিয়ো তৈরি করে শেয়ার করার এই অ্যাপটিই গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা ৷

2019 সালের সেন্সর পাওয়ার রিপোর্ট অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশিবার ডাউনলোড করা সোশাল মিডিয়া সাইট হল টিকটক ৷ শুধু ফেসবুক, টুইটার নয়, টিকটক পিছনে ফেলে দিল হ্যালো, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলিকেও ৷

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 6 কোটি বার ইনস্টল করা হয়েছে টিকটক ৷ এর মধ্যে 44 শতাংশ আবার ভারত থেকেই , জানাচ্ছে সেন্সর রিপোর্টের অফিশিয়াল ব্লগ নোট ৷ রিপোর্ট বলছে, টিকটকের পরেই রয়েছে ফেসবুক ৷ সেক্ষেত্রেও ভারত থেকে এই অ্যাপ ইনস্টলের পরিমাণ 23 শতাংশ ৷ প্রথম পাঁচটি জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, লাইকি, স্ন্যাপচ্যাটও ৷

দিল্লি, 23 অক্টোবর : ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারকে সে হারিয়ে দিয়েছে ৷ যাকে বলে বেশ কয়েক গোলে ৷ বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশাল মিডিয়া সাইটগুলিকে এক লহমায় হারিয়ে দিল টিকটক ৷ কীসে বলুন তো ? ভিডিয়ো তৈরি করে শেয়ার করার এই অ্যাপটিই গুগল প্লে স্টোর থেকে সবচেয়ে বেশিবার ডাউনলোড করেছেন ব্যবহারকারীরা ৷

2019 সালের সেন্সর পাওয়ার রিপোর্ট অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশিবার ডাউনলোড করা সোশাল মিডিয়া সাইট হল টিকটক ৷ শুধু ফেসবুক, টুইটার নয়, টিকটক পিছনে ফেলে দিল হ্যালো, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলিকেও ৷

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় 6 কোটি বার ইনস্টল করা হয়েছে টিকটক ৷ এর মধ্যে 44 শতাংশ আবার ভারত থেকেই , জানাচ্ছে সেন্সর রিপোর্টের অফিশিয়াল ব্লগ নোট ৷ রিপোর্ট বলছে, টিকটকের পরেই রয়েছে ফেসবুক ৷ সেক্ষেত্রেও ভারত থেকে এই অ্যাপ ইনস্টলের পরিমাণ 23 শতাংশ ৷ প্রথম পাঁচটি জনপ্রিয় অ্যাপের মধ্যে রয়েছে ইনস্টাগ্রাম, লাইকি, স্ন্যাপচ্যাটও ৷

Varanasi (UP), Oct 22 (ANI): Last rites of Rifleman Gamil Kumar Shrestha were performed in Varanasi. The slain soldier lost his life in the ceasefire violation by Pakistan in Jammu and Kashmir's Tangdhar sector on October 20. The soldier belonged to the Gorkha Rifles. Army officials paid their last respects to the brave heart.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.