ETV Bharat / lifestyle

Jeet-Arindam: পুজোর গান নিয়ে কী মত জিৎ-অরিন্দমের ?

পুজোর গান বা ক্যাসেট এখন অতীত ৷ জনপ্রিয় হয়েছে দুর্গা পুজোর থিম সং (Durga Puja Theme Song)৷ এই নিয়ে কী ভাবছেন অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly) ও জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)?

author img

By

Published : Sep 16, 2021, 10:50 AM IST

jeet-ganguly-ane-arindam-gangulys-comment-regarding-durga-puja-theme-song
পুজোর গান নিয়ে কী মত জিৎ-অরিন্দমের ?

কলকাতা, 15 সেপ্টেম্বর : "পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন মাতে...৷" না, নতুন গানের ছন্দ নিয়ে কথাটা এই সময়ে দাঁড়িয়ে বলতে একটু সংকোচই হয় । কারণ পুজোর গান আর পুজোর ক্যাসেটের দিন আজ অতীত । একটা সময় ছিল যখন পুজোয় নতুন কী বাংলা গান আসছে, তার অধীর অপেক্ষায় থাকত মানুষ । একইরকম উন্মাদনা ছিল পত্রিকার শারদ সংখ্যা নিয়েও । পুজোবার্ষিকী বই অবশ্য এখনও আসে । কিন্তু পুজোর গান আসে কই ?

ক্যাসেটের কথা না-হয় বাদই দিলাম । সেই জায়গা অনেকদিন আগেই নিয়েছে সিডি । আর এখন মিউজিক ভিডিয়োর চল । সিডিতে বা সোশ্যালেও পোস্ট করা হয় এই ভিডিয়ো । কিন্তু পুজোর জন্য সেই হইহই করে গান আসার হিড়িক আজ আর নেই । বরং সেই ফাঁকা জায়গা আজ পূরণ করেছে পুজোর থিম সং (Durga Puja Theme Song)। যা কোনও বিগ বাজেটের পুজোর জন্য তৈরি হয় । আর পুজোর থিম সঙের অন্যতম স্রষ্টা সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)।

সুরুচি সংঘই প্রথম এই কনসেপ্ট নিয়ে হাজির হয় বাংলায় । আর তাদের সঙ্গ দেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ সুরুচি সংঘের পথে আজ হাঁটছে বহু পুজো কমিটি । এই প্রসঙ্গে জিৎ জানালেন, "সুরুচি সংঘ প্রথম পুজোর থিম সঙের কনসেপ্ট নিয়ে হাজির হয় । আমি সেটা তৈরি করেছিলাম ৷ সেই কনসেপ্টের পথে হাঁটছে আজ সবাই । খুব ভালো লাগে এটা ।"

আরও পড়ুন: Ayushmann Khurrana: বার্থ ডে বয় আয়ুষ্মানের সঙ্গে কীভাবে হল ছোট্টবেলার প্রেম, জানালেন স্ত্রী তাহিরা

জিৎ-এর কথায়, "গান আজকাল খুব পার্সোনাল হয়ে গিয়েছে । মানুষ আজ মোবাইলে গান ডাউনলোড করে কানে হেডফোন লাগিয়ে রাস্তায় যেতে যেতে গান শোনে । আজকের এটাই ট্রেন্ড । থিম সং-কেই আজকাল মানুষ পুজোর গান হিসেবে মেনে নিয়েছেন । সেগুলোও তো সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ায় । তবে পুজোর সময় গান আসছে না আমি বলব না । আসছে অনেক। ডিজিটাল দুনিয়া আজ অনেক শক্তিশালী । অনেকেই নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে গান গাইছেন । সুযোগ বেড়েছে অনেক । তার মধ্যে যে গুলো ভালো সে গুলো থেকে যাবে । আর থিম সং অনেকের রুটি রুজিরও পথ হয়েছে । নতুনেরাও কাজ করছেন । পুজোর থিম, প্যান্ডেল যাঁরা বানাচ্ছেন, তাঁরা যেমন রোজগার করতে পারেন পুজোতে, তেমনিভাবেই থিম সং মেকাররাও রোজগারের জায়গা পান । এটা খুব পজিটিভ একটা দিক ।"

আরও পড়ুন: Swastika Dutta : অষ্টমীতে শাড়িই পরবেন স্বস্তিকা

এই প্রসঙ্গে অভিনেতা-গায়ক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের (Arindam Ganguly) মত, "পুজোর গানের যে আকর্ষণ ছিল, তা একটু সংগঠিতভাবেই ফিরিয়ে আনা যায় । সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল সবাই মাইক নিয়ে গাইতে শুরু করে । সবটা যদি একটু সংগঠিতভাবে হয়, তা হলে ভালো হয় । রিয়ালিটি শো-তে অনেকেই গান গান, ভালোই গান । তবে, পূর্বসূরীদের গানই নকল করে গান । তাতে তাঁদের নিজস্বতা তৈরি হয় না । নিজস্বতা তৈরি না-হলে ভালো শিল্পী হওয়া যায় না । রিয়ালিটির মঞ্চে তাই একটা মৌলিক গানের সেগমেন্ট থাকা উচিত বলে আমি মনে করি ।"

জিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Sukhivabha: মাস্ক পরে শরীর চর্চা করা সম্ভব এবং তা নিরাপদ, জানাচ্ছন গবেষক ইয়োশিহারা

সুতরাং পুজোর গান ফিরে পেতে সবার সাহায্য প্রার্থনা করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায় ৷ তবে পুজোর থিম সং-কেও পজিটিভ মনে হয়েছে জিতের ৷ এ ব্যাপারে আপনাদের মতামত কী ? নির্দ্বিধায় জানান আমাদের ৷

কলকাতা, 15 সেপ্টেম্বর : "পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ার খুশিতে মন মাতে...৷" না, নতুন গানের ছন্দ নিয়ে কথাটা এই সময়ে দাঁড়িয়ে বলতে একটু সংকোচই হয় । কারণ পুজোর গান আর পুজোর ক্যাসেটের দিন আজ অতীত । একটা সময় ছিল যখন পুজোয় নতুন কী বাংলা গান আসছে, তার অধীর অপেক্ষায় থাকত মানুষ । একইরকম উন্মাদনা ছিল পত্রিকার শারদ সংখ্যা নিয়েও । পুজোবার্ষিকী বই অবশ্য এখনও আসে । কিন্তু পুজোর গান আসে কই ?

ক্যাসেটের কথা না-হয় বাদই দিলাম । সেই জায়গা অনেকদিন আগেই নিয়েছে সিডি । আর এখন মিউজিক ভিডিয়োর চল । সিডিতে বা সোশ্যালেও পোস্ট করা হয় এই ভিডিয়ো । কিন্তু পুজোর জন্য সেই হইহই করে গান আসার হিড়িক আজ আর নেই । বরং সেই ফাঁকা জায়গা আজ পূরণ করেছে পুজোর থিম সং (Durga Puja Theme Song)। যা কোনও বিগ বাজেটের পুজোর জন্য তৈরি হয় । আর পুজোর থিম সঙের অন্যতম স্রষ্টা সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)।

সুরুচি সংঘই প্রথম এই কনসেপ্ট নিয়ে হাজির হয় বাংলায় । আর তাদের সঙ্গ দেন জিৎ গঙ্গোপাধ্যায় ৷ সুরুচি সংঘের পথে আজ হাঁটছে বহু পুজো কমিটি । এই প্রসঙ্গে জিৎ জানালেন, "সুরুচি সংঘ প্রথম পুজোর থিম সঙের কনসেপ্ট নিয়ে হাজির হয় । আমি সেটা তৈরি করেছিলাম ৷ সেই কনসেপ্টের পথে হাঁটছে আজ সবাই । খুব ভালো লাগে এটা ।"

আরও পড়ুন: Ayushmann Khurrana: বার্থ ডে বয় আয়ুষ্মানের সঙ্গে কীভাবে হল ছোট্টবেলার প্রেম, জানালেন স্ত্রী তাহিরা

জিৎ-এর কথায়, "গান আজকাল খুব পার্সোনাল হয়ে গিয়েছে । মানুষ আজ মোবাইলে গান ডাউনলোড করে কানে হেডফোন লাগিয়ে রাস্তায় যেতে যেতে গান শোনে । আজকের এটাই ট্রেন্ড । থিম সং-কেই আজকাল মানুষ পুজোর গান হিসেবে মেনে নিয়েছেন । সেগুলোও তো সোশ্যাল মিডিয়ায় দাপিয়ে বেড়ায় । তবে পুজোর সময় গান আসছে না আমি বলব না । আসছে অনেক। ডিজিটাল দুনিয়া আজ অনেক শক্তিশালী । অনেকেই নিজের ইউটিউব চ্যানেল বানিয়ে গান গাইছেন । সুযোগ বেড়েছে অনেক । তার মধ্যে যে গুলো ভালো সে গুলো থেকে যাবে । আর থিম সং অনেকের রুটি রুজিরও পথ হয়েছে । নতুনেরাও কাজ করছেন । পুজোর থিম, প্যান্ডেল যাঁরা বানাচ্ছেন, তাঁরা যেমন রোজগার করতে পারেন পুজোতে, তেমনিভাবেই থিম সং মেকাররাও রোজগারের জায়গা পান । এটা খুব পজিটিভ একটা দিক ।"

আরও পড়ুন: Swastika Dutta : অষ্টমীতে শাড়িই পরবেন স্বস্তিকা

এই প্রসঙ্গে অভিনেতা-গায়ক অরিন্দম গঙ্গোপাধ্যায়ের (Arindam Ganguly) মত, "পুজোর গানের যে আকর্ষণ ছিল, তা একটু সংগঠিতভাবেই ফিরিয়ে আনা যায় । সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল সবাই মাইক নিয়ে গাইতে শুরু করে । সবটা যদি একটু সংগঠিতভাবে হয়, তা হলে ভালো হয় । রিয়ালিটি শো-তে অনেকেই গান গান, ভালোই গান । তবে, পূর্বসূরীদের গানই নকল করে গান । তাতে তাঁদের নিজস্বতা তৈরি হয় না । নিজস্বতা তৈরি না-হলে ভালো শিল্পী হওয়া যায় না । রিয়ালিটির মঞ্চে তাই একটা মৌলিক গানের সেগমেন্ট থাকা উচিত বলে আমি মনে করি ।"

জিৎ গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: Sukhivabha: মাস্ক পরে শরীর চর্চা করা সম্ভব এবং তা নিরাপদ, জানাচ্ছন গবেষক ইয়োশিহারা

সুতরাং পুজোর গান ফিরে পেতে সবার সাহায্য প্রার্থনা করেছেন অরিন্দম গঙ্গোপাধ্যায় ৷ তবে পুজোর থিম সং-কেও পজিটিভ মনে হয়েছে জিতের ৷ এ ব্যাপারে আপনাদের মতামত কী ? নির্দ্বিধায় জানান আমাদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.