মেষ
আজ কোনও কিছুই আপনার ইচ্ছামতো হবে না । ‘আমি-আমার’, এই দিনগুলি এখনই শেষ ৷ এছাড়াও আজ আপনি হয়ত অযাচিত সমস্যা ডেকে আনবেন । আপনার কাজ করার স্থান পাল্টালে হয়ত কিছু উপকার হতে পারে । আপনি হয়ত কোনও অনলাইন বন্ধুর সঙ্গে ডিসটেন্স রিলেশনে আছেন । আজকের দিনটি যেহেতু একটু অদ্ভুত কাটবে, তাই কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা পিছিয়ে দেওয়াই ভাল ।
বৃষ
দিনটি আপনার জন্য প্রবল অবাস্তব ও কল্পনাবাদী হওয়ার সম্ভাবনা । চুল কাটার জন্য শুভ দিন । সন্ধ্যাবেলা রূপচর্চায় মগ্ন থাকবেন ৷ আপনার চেহারায় পরিবর্তন আনার চেষ্টা করবেন । প্রিয়তমের থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন । কিছু কেনার থাকলে সেখানে ভাল দরাদরি করতে পারবেন । দামি জিনিস কেনার সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি ভাল সময় ।
মিথুন
নিজের বাহ্যিক চেহারা নিয়ে চিন্তিত থাকেন ৷ তাই আজ ম্যাসাজ করিয়ে বা স্টাইলের পরিবর্তন করে নিজেকে প্যাম্পার করবেন । সমাজে আপনার মর্যাদাও বৃদ্ধি পাবে । আপনার মাথায় অসাধারণ সব ধারণা আসে ৷ যা কিনা আপনাকে প্রচারের আলোয় নিয়ে আসবে । যদিও আপনি অসাধারণ, তাও কিছু কিছু মুহূর্তে আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
কর্কট
ভালবাসার মানুষের প্রতি প্রবল আবেগতাড়িত হয়ে পড়বেন ৷ যিনি এক মুহূর্তেই আপনার মন আনন্দ ও উত্তেজনায় ভরিয়ে তুলবে । দিনের শুরু দিকে আপনি কিছু অর্থ পেতে পারেন । দিন এগোনোর সঙ্গে আপনি ভাবতে থাকবেন যে সেই টাকা কোথায় খরচ করা যায় । আজকে সঙ্গীসাথী ও সহকর্মীদের সঙ্গে মেলামেশা করার দিন । আপনি খুব সজাগ থাকবেন ও মিটিং-এর সময়ে সোজাসাপটা মন্তব্য করবেন । এই সোজাসাপটা মন্তব্যে লোকে দুঃখ পেতে পারে ।
সিংহ
দিনের শেষে কোনও অসাধারণ উপহার পেতে পারেন ৷ এবং আপনার প্রিয়তমের যত্নে ডুবে যেতে পারেন ৷ গ্রহের অবস্থান আপনার অনুকূলে আছে ৷ কাজেই আপনার সুপ্ত প্রতিভা ব্যবহার করে অর্থ উপার্জন করুন । দিনের দ্বিতীয় ভাগে বিভিন্ন সূত্র থেকে আর্থিক লাভের সম্ভাবনা খুব বেশি । আপনার কাজের সবথেকে গুরুত্বপূর্ণ বা চ্যালেঞ্জিং দিকটিতে হাত দিয়ে আপনি আজকের দিন শুরু করতে পারেন ।
কন্যা
আজ রোম্যান্সের সম্ভাবনা আছে । আপনার বহুদিনের কাঙ্ক্ষিত পছন্দের মানুষটিকে আপনি রোম্যান্টিক ডিনারে বসে বিবাহের প্রস্তাব দিতে পারেন । আপনি প্রেম হারাতে চাইবেন না ও সম্পর্ক মজবুত করা চেষ্টা করবেন । আপনি জীবনে স্থায়িত্ব ও নিরাপত্তার বোধ খুঁজে পাবেন । আর্থিক বিষয়গুলিকে আজ আপনি গুরুত্ব সহকারে দেখবেন ৷ ফলে আর্থিক বিষয় সামলানোর ক্ষেত্রে ব্যর্থ হওয়ার কোনও সম্ভাবনা নেই । আজ সহকর্মীদের মধ্যে আপনার নামডাক হবে ।
তুলা
আজ আপনার কাছে সবথেকে প্রাধান্য পাবে প্রেম ৷ কাজেই অন্যদিনের থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে সঙ্গীর সান্নিধ্য পেতে বাড়ির দিকে দৌড়োবেন । আপনার প্রিয়তমের সব চাহিদা পূরণ করতে আপনি ব্যস্ত থাকবেন । এক্ষুনি হয়ত অতীতের বিনিয়োগগুলি থেকে প্রত্যাশিত অর্থ ফেরত পাবেন না । যদিও, আজকের নক্ষত্রের অবস্থান আপনাকে কঠিন সমস্যা সমাধানের নৈপুণ্য প্রদান করবে । আপনার মানসিক শক্তি খুবই জোরাল থাকবে । অফিসে সবার সঙ্গেই মানিয়ে নিতে পারবেন ।
বৃশ্চিক
পেশাগত চাপ মাথাকে বিব্রত করে রাখবে বলে হয়ত আপনি ভালবাসার মানুষের সঙ্গে যথেষ্ট সময় কাটাতে পারবেন না । যদি চান যে প্রেম জীবন মসৃণ কাটুক, তাহলে আপনাকে সমঝোতা করতে হবে ও মানিয়ে নিতে হবে । আজ আপনি খুব হিসাবি হবেন না, কিন্তু কাজগুলিও হয়ত পরিকল্পনা অনুযায়ী হবে না । আপনি যে কাজ করছেন তাতে সমস্ত শক্তি ঢেলে দিতে হবে । কিছু কিছু প্রধান সিদ্ধান্ত ভুল হলেও কোনওভাবেই মনোযোগ হারিয়ে ফেলবেন না ।
ধনু
পেশাগত জীবনের জন্য আজকের দিনটি খুবই ভাল । সম্পর্কটিকে সত্যি সত্যি বোঝার ফলে আপনি সঙ্গীর প্রতি আকর্ষিত হবেন । একবারে জাদু হয়ত তৈরি করতে পারবেন না, কিন্তু নতুন সম্পর্কের পিছনে খাটতে সক্ষম হবেন । আপনার ব্যবহারিক জ্ঞানের তলায় অতিরিক্ত ব্যয় করার স্বভাব চাপা পড়ে যাবে ৷ যা আপনার জন্য ভাল । আর্থিক বিষয়ে আপনি বাস্তববাদী হবেন ও না ভেবে টাকা খরচ করবেন না ।
মকর
প্রিয়তমের কাছ থেকে কিছু মিষ্টি তারিফ পাবেন । যে অসাধারণ উপায়ে আপনি প্রেমের বহিঃপ্রকাশ করবেন তা অবশ্যই তাঁকে মুগ্ধ করবে । দিনের দ্বিতীয় ভাগে যদি কোনও আর্থিক সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কারও পরামর্শ নেওয়া বা এই বিষয়ে কারও মতামত গ্রহণ করা ভাল । আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্বন্ধে নতুন জিনিস শেখার জন্য আজ সঠিক দিন ।
কুম্ভ
আজ রাতে আপনার কল্পনাশক্তি চরম সীমায় পৌঁছবে । আপনি অতি অবশ্যই আপনার সঙ্গীকে মুগ্ধ করতে পারবেন । অন্তর থেকে লেখা মধুর ভাষ্য আপনার প্রিয়তমের পাওয়া সর্বকালের সেরা উপহার হবে । আপনি হয়ত বই, যোগাযোগ স্থাপনের সরঞ্জাম, অবকাশের কার্যকলাপ ও সাশ্রয়ী মূল্যের জিনিসের পিছনে খরচ করবেন । আজ কোনও কিছুতে আর্থিক বিনিয়োগ করার আগে আপনি প্রচুর চিন্তা করবেন । আপনার প্রাথমিক দায়িত্বগুলি পূরণ করার ব্যাপারে আপনি হয়ত চিন্তিত থাকবেন ।
মীন
আপনার ভালবাসার মানুষের সঙ্গে এক অসাধারণ রোম্যান্টিক পরিবেশ তৈরি করবেন । সম্ভবত আজ আপনার মন আর্থিক বিনিয়োগ বা বিলাসবহুল জিনিস কেনার দিকে ঝুঁকবে না । আর্থিক বিষয় নিয়ে খুব বাস্তববাদী হবেন এরকম নয়, কিন্তু একই সঙ্গে নিজের ওপর লাগাম টেনে রাখবেন । যত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলার জন্য আপনি কাজ করতে ঝাঁপিয়ে পড়বেন । প্রতিটি পদক্ষেপেরই ভালো-মন্দ বিচার করে দেখুন ।