মালদা, 24 নভেম্বর : 100 গ্রাম ব্রাউন সুগার সহ দু'জন পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷
গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে ইংরেজবাজার থানার পুলিশ কমলাবাড়ির বাধাপুকুর রেলগেট সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ একটি গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে ৷ ধৃতদের হেপাজত থেকে দু'টি মোবাইল, নগদ এক হাজার 600 টাকা ও ব্রাউন সুগার পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ৷
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ তথ্যের ভিত্তিতে কমলাবাড়িতে হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম হামিদ মণ্ডল ও মোতালেব মিঞা ৷ ধৃতরা দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা ৷ জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের মাজিদুর শেখের কাছ থেকে তারা ব্রাউন সুগার দক্ষিণ দিনাজপুরের তপনে নিয়ে যাচ্ছিল ৷ আগামীকাল তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷