ETV Bharat / jagte-raho

মালদায় 100 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2 - two people arrested in Malda

কমলাবাড়িতে হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷

ব্রাউন সুগার
author img

By

Published : Nov 24, 2019, 10:33 PM IST

মালদা, 24 নভেম্বর : 100 গ্রাম ব্রাউন সুগার সহ দু'জন পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে ইংরেজবাজার থানার পুলিশ কমলাবাড়ির বাধাপুকুর রেলগেট সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ একটি গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে ৷ ধৃতদের হেপাজত থেকে দু'টি মোবাইল, নগদ এক হাজার 600 টাকা ও ব্রাউন সুগার পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ৷

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ তথ্যের ভিত্তিতে কমলাবাড়িতে হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম হামিদ মণ্ডল ও মোতালেব মিঞা ৷ ধৃতরা দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা ৷ জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের মাজিদুর শেখের কাছ থেকে তারা ব্রাউন সুগার দক্ষিণ দিনাজপুরের তপনে নিয়ে যাচ্ছিল ৷ আগামীকাল তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

মালদা, 24 নভেম্বর : 100 গ্রাম ব্রাউন সুগার সহ দু'জন পাচারকারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে ৷

গোপন সূত্রে খবর পেয়ে আজ বিকেলে ইংরেজবাজার থানার পুলিশ কমলাবাড়ির বাধাপুকুর রেলগেট সংলগ্ন এলাকায় হানা দেয় ৷ একটি গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 100 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় ৷ গ্রেপ্তার করা হয় ওই দুই যুবককে ৷ ধৃতদের হেপাজত থেকে দু'টি মোবাইল, নগদ এক হাজার 600 টাকা ও ব্রাউন সুগার পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ৷

জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আজ তথ্যের ভিত্তিতে কমলাবাড়িতে হানা দিয়ে 100 গ্রাম ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের নাম হামিদ মণ্ডল ও মোতালেব মিঞা ৷ ধৃতরা দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা ৷ জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের মাজিদুর শেখের কাছ থেকে তারা ব্রাউন সুগার দক্ষিণ দিনাজপুরের তপনে নিয়ে যাচ্ছিল ৷ আগামীকাল তাদের মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷

Intro:মালদা, ২৪ নভেম্বরঃ গোপন সূত্রে খবর পেয়ে ১০০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তিদের আগামীকাল মালদা জেলা আদালতে তোলা হবে।Body:গোপন সূত্রে খবর পেয়ে রবিবার বিকেলে ইংরেজবাজার থানার পুলিশ কমলাবাড়ির বাধাপুকুর রেলগেট সংলগ্ন এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী একটি গাড়ি আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ১০০ গ্রাম ব্রাউন শুগার উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় ওই দুই যুবককে। ধৃতদের হেপাজত থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১ হাজার ৬০০ টাকা ও ব্রাউন শুগার পাচারে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ।Conclusion:জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, রবিবার তথ্যের ভিত্তিতে কমলাবাড়িতে হানা দিয়ে ১০০ গ্রাম ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম হামিদ মণ্ডল (১৯) ও মোতালেব মিয়াঁ (৩০)। ধৃতরা দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে, কালিয়াচকের শ্রীরামপুরের মাজিদুর শেখের কাছ থেকে তারা ব্রাউন শুগার দক্ষিণ দিনাজপুরের তপনে নিয়ে যাচ্ছিল। ধৃতদের আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করা হবে।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.