ETV Bharat / jagte-raho

কলকাতা বিমানবন্দরে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা

অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে ।

গ্রেপ্তার বাংলাদেশী মহিলা
author img

By

Published : Oct 18, 2019, 1:12 PM IST

Updated : Oct 18, 2019, 2:42 PM IST

বিধাননগর, 18 অক্টোবর : অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । মিতু বিবি নামে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গেছে । সে নাম-পরিচয় লুকিয়ে এতদিন পুনের একটি কাপড়ের দোকানে কাজ করত । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে ।

তিন বছর আগে বেনাপোল সীমান্ত পেরিয়ে চলে এসেছিল ভারতে । তারপর নিজের আসল নাম এবং পরিচয় গোপন করে থাকতে শুরু করে পুনেতে । সেখানেই অন্য একজনের ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল । পরে সেই নামেই আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিব্যি কাজ করছিল পুনেতে । মিতু বিবি ভেবেছিল এভাবেই কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে গেলে কেউ কিছুই বুঝতে পারবে না । কিন্তু পাসপোর্ট চেক করার সময়ই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যায় পাসপোর্টটি তার নয় । আটক করে অভিবাসন দপ্তর । তল্লাশি করে দেখা যায় ব্যবহৃত প্যান কার্ড বা আধার কার্ড কোনওটাই বৈধ নয় । তারপরই এই মহিলাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে । কারা তাকে অবৈধ উপায়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো

বিধাননগর, 18 অক্টোবর : অবৈধ পাসপোর্ট-সহ কলকাতা বিমানবন্দর থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল অভিবাসন দপ্তর । মিতু বিবি নামে ওই মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা বলে জানা গেছে । সে নাম-পরিচয় লুকিয়ে এতদিন পুনের একটি কাপড়ের দোকানে কাজ করত । তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে ।

তিন বছর আগে বেনাপোল সীমান্ত পেরিয়ে চলে এসেছিল ভারতে । তারপর নিজের আসল নাম এবং পরিচয় গোপন করে থাকতে শুরু করে পুনেতে । সেখানেই অন্য একজনের ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নিয়েছিল । পরে সেই নামেই আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিব্যি কাজ করছিল পুনেতে । মিতু বিবি ভেবেছিল এভাবেই কলকাতা হয়ে বাংলাদেশে ফিরে গেলে কেউ কিছুই বুঝতে পারবে না । কিন্তু পাসপোর্ট চেক করার সময়ই কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যায় পাসপোর্টটি তার নয় । আটক করে অভিবাসন দপ্তর । তল্লাশি করে দেখা যায় ব্যবহৃত প্যান কার্ড বা আধার কার্ড কোনওটাই বৈধ নয় । তারপরই এই মহিলাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 419, 420, 465, 468 ও 471 ধারায় মামলা রুজু হয়েছে । কারা তাকে অবৈধ উপায়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।

দেখুন ভিডিয়ো
Intro:
বিধাননগর, ১৮ অক্টোবর: নাম এবং পরিচয় গোপন করে ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নেওয়ার অভিযোগে বাংলাদেশী মহিলাকে গ্রেপ্তার করল বিমানবন্দর থানার পুলিশ। জানা গিয়েছে বাংলাদেশের বরিশালের বাসিন্দা ওই মহিলার নাম মিতু বিবি। তাকে বাংলাদেশ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে আটক করে অভিবাসন দপ্তর। ওই মহিলা নাম পরিচয় আত্মগোপন করে বছর তিনেক ধরে ভারতের পুনে তে দিব্যি কাজকর্ম চালিয়ে যাচ্ছিল।

Body:বিমানবন্দর থানার পুলিশ জানিয়েছে মিতু নামে ওই বাংলাদেশের মহিলা বছর তিনেক আগে অবৈধভাবে বেনাপোল সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। এরপর সে দালাল মারফত মহারাষ্ট্রের পুনেতে চলে যায়। সেখানে বছর তিনেক ধরে সে দিব্যি একটি কাপড়ের দোকানে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। এরপর সে প্রিয়া দত্তাত্রেয় বিরাজদার নামে একটি ভারতীয় পাসপোর্ট হাতিয়ে নেয়। সে অবৈধ উপায়ে আধার কার্ড সহ অন্যান্য ভারতীয় নথিপত্র হাতিয়ে নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর।

Conclusion:পুলিশ জানিয়েছে ওই মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৫, ৪৬৮ ও ৪৭১ ধারায় মামলা রুজু হয়েছে। কারা তাকে অবৈধ উপায়ে পাসপোর্ট, আধার কার্ড ও প্যান কার্ড বানিয়ে দিয়েছিল তা খতিয়ে দেখা হবে।
Last Updated : Oct 18, 2019, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.