ETV Bharat / jagte-raho

বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মানিকচক, ধৃত 2

রবিবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাধা সিংপাড়া৷ বোমা বাঁধতে গিয়ে এই বিস্ফোরন বলে অনুমান করছে স্থানীয়রা । ঘটনায় দুই দুষ্কৃতি আহত ।

bomb blast
উদ্ধার ৬টি বোমা
author img

By

Published : Jan 6, 2020, 2:26 PM IST

মালদা, ৬ জানুয়ারি : বোমা তৈরি করতে গিয়ে ফেটে গুরুতর আহত 2 দুষ্কৃতী । বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাঁধা সিংপাড়া এলাকা ৷ বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে । কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় অন্য দুই দুষ্কৃতীকে পড়ে থাকতে দেখা যায় । তড়িঘড়ি তাদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে সোমবার তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বেশ কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছিল এলাকায় । কাকরিবাধায় একটি বাগানে অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যেত ৷ রাস্তার মোড়ে নেশা করত কয়েকজন । গ্রামবাসীরা প্রতিবাদ করায় তাদের হুমকি শুনতে হত । গতকাল রাতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন । বিস্ফোরণে আহত দুই ব্যক্তি সিটু মণ্ডল (২০) ও কৃষ্ণ চৌধুরি (২১)। দুজনেই ভূতনি থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িত দুজন দুষ্কৃতী ঘটনাস্থান থেকে মোটরবাইকে করে পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় থানায় ৷ ঘটনাস্থান থেকে ৬টি তাজা ছোটো বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা বর্তমানে পুলিশি নিরাপত্তায় মালদা হাসপাতালে চিকিৎসাধীন ৷

উদ্ধার ৬টি বোমা

স্থানীয় এক মহিলা মৌসুমি সিংহ জানান, “এই ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি ৷ এই জায়গায় দিনে দুপুরে বাইরের লোকজন বাইক নিয়ে এসে মদ্যপান করে৷ কেউ কিছু বলতে গেলেই উলটে আমাদের হুমকি দেয়৷” স্থানীয় আরেক বাসিন্দা মনোরঞ্জন কর্মকার জানান, “স্থানীয় মন্দিরে রক্তের দাগ রয়েছে ৷ কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি ৷ তবে বিস্ফোরণে ওই ব্যক্তিদেরই ক্ষতি হয়েছে ৷"

মালদা, ৬ জানুয়ারি : বোমা তৈরি করতে গিয়ে ফেটে গুরুতর আহত 2 দুষ্কৃতী । বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাঁধা সিংপাড়া এলাকা ৷ বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসে । কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় অন্য দুই দুষ্কৃতীকে পড়ে থাকতে দেখা যায় । তড়িঘড়ি তাদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় । পরে সোমবার তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷

বেশ কিছুদিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়ে গিয়েছিল এলাকায় । কাকরিবাধায় একটি বাগানে অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যেত ৷ রাস্তার মোড়ে নেশা করত কয়েকজন । গ্রামবাসীরা প্রতিবাদ করায় তাদের হুমকি শুনতে হত । গতকাল রাতে হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় মানুষজন । বিস্ফোরণে আহত দুই ব্যক্তি সিটু মণ্ডল (২০) ও কৃষ্ণ চৌধুরি (২১)। দুজনেই ভূতনি থানা এলাকার বাসিন্দা। এই ঘটনায় জড়িত দুজন দুষ্কৃতী ঘটনাস্থান থেকে মোটরবাইকে করে পালিয়ে যায় ৷ খবর দেওয়া হয় থানায় ৷ ঘটনাস্থান থেকে ৬টি তাজা ছোটো বোমা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা বর্তমানে পুলিশি নিরাপত্তায় মালদা হাসপাতালে চিকিৎসাধীন ৷

উদ্ধার ৬টি বোমা

স্থানীয় এক মহিলা মৌসুমি সিংহ জানান, “এই ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি ৷ এই জায়গায় দিনে দুপুরে বাইরের লোকজন বাইক নিয়ে এসে মদ্যপান করে৷ কেউ কিছু বলতে গেলেই উলটে আমাদের হুমকি দেয়৷” স্থানীয় আরেক বাসিন্দা মনোরঞ্জন কর্মকার জানান, “স্থানীয় মন্দিরে রক্তের দাগ রয়েছে ৷ কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি ৷ তবে বিস্ফোরণে ওই ব্যক্তিদেরই ক্ষতি হয়েছে ৷"

Intro:মালদা, ৬ জানুয়ারিঃ হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মানিকচক থানার অন্তর্গত মথুরাপুরের কাকরিবাধা সিংপাড়া৷ বিস্ফোরণের শব্দে স্থানীয় মানুষজন ছুটে যায় ঘটনাস্থলে৷ কয়েকজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা৷ তড়িঘড়ি তাদের উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়৷ বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ৷ গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচকে৷Body:বিস্ফোরণে আহত দুই ব্যক্তির নাম সিটু মণ্ডল (২০) ও কৃষ্ণা চৌধুরি (২১)। দুজনেই ভূতনি থানা এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কাকরিবাধার একটি বাগানে মাঝেমধ্যেই কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবককে ঘোরাঘুরি করতে দেখা যেত৷ গতকাল রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা৷ স্থানীয়দের ঘটনাস্থলের দিকে আসতে দেখে দুজন দুষ্কৃতী ঘটনাস্থল থেকে মোটরবাইকে করে পালিয়ে যায়৷ খবর দেওয়া হয় থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মানিকচক থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে ৬টি তাজা ছোটো বোমা উদ্ধার করেছে পুলিশ৷ ঘটনার তদন্তে নেমে সোমবার সকালে বিস্ফোরণে আহত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা বর্তমানে পুলিশি নিরাপত্তায় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন৷
স্থানীয় এক মহিলা মৌসুমি সিংহ জানান, “রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ স্বাভাবিকভাবেই প্রথমে ভয় পেয়েছিলাম৷ কিছু সময় পরে বাবা টর্চ নিয়ে বাড়ি থেকে বেরোলেন৷ দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন বাবা৷ আমরা স্থানীয়দের ফোন করে বিষয়টি জানাই৷ স্থানীয় বাসিন্দারা এলে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই দুই ব্যক্তি নেই৷ ঘটনাস্থলে এখনও ৬টি বোমা পড়ে রয়েছে৷ এই ঘটনার পরে আমরা নিরাপত্তার অভাবে ভুগছি৷ এই জায়গায় দিনে দুপুরে স্থানীয় লোকজন বাইক নিয়ে এসে মদ্যপান করে৷ কেউ কিছু বলতে গেলেই উলটো আমাদের হুমকি দেয়৷”
স্থানীয় আরেক বাসিন্দা মনোরঞ্জন কর্মকার জানান, “আমি মথুরাপুরে ছিলাম৷ ফোন মারফত জানতে পারি এখানে বিস্ফোরণ হয়েছে৷ দুটি মোটরবাইক সহ দুই ব্যক্তি ছিল৷ এসে দেখলাম, ঘটনাস্থলে ৬টি ছোটো বোমা পড়ে রয়েছে৷ স্থানীয় কালী মন্দিরে রক্তের দাগ রয়েছে৷ কীভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি৷ তবে বিস্ফোরণে ওই ব্যক্তিদেরই ক্ষতি হয়েছে৷ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তরা সম্ভবত স্বাস্থ্যকেন্দ্রে কিংবা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছে৷ এর আগে এই ধরণের বোমা কখনও দেখিনি৷ তবে বোমার আকার দেখে অনুমান করছি, বাটুল দিয়ে বোমা ছুঁড়ে মারা হয়৷ ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে৷”Conclusion:স্থানীয়দের অনুমান, ধৃতরা ঘটনাস্থলে বোমা তৈরি করছিল৷ বোমা বাঁধতে গিয়ে অসতর্কতাবশত বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ তবে পুলিশের দাবি, বোমাগুলি ঘটনাস্থলে মজুত রাখা হয়েছিল৷ বোমাগুলি ভূতনিতে নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ হয়৷ পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে কোনও প্রতিক্রিয়া দেওয়া না হলেও পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.