ETV Bharat / jagte-raho

আলিপুরদুয়ারে 2 কোটি 20 লাখ টাকার জালনোট বাজেয়াপ্ত, গ্রেপ্তার 7 - দুই কোটি কুড়ি লাখ টাকার জাল নোট বাজেয়াপ্ত

পুলিশ সূত্রে খবর, একটি ভুয়ো প্রত্নতাত্ত্বিক ব্যবসা চক্রই তাদের ফাঁসিয়েছে । দুর্মূল্য কোনও জিনিস দেওয়া হবে । টোপটা ছিল এরকমই । তেলাঙ্গানার ওই পাঁচ যুবক এরপর ফালাকাটায় আসে । প্রতারণার এই ছক জানতে পেরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তারা । ব্যাঙ্কের কারেন্সি বিশেষজ্ঞরা নোটগুলিকে পরীক্ষার পর প্রাথমিক ভাবে জাল টাকা বলে জানিয়েছেন ।

fake currency
fake currency
author img

By

Published : Feb 15, 2020, 10:54 PM IST

Updated : Feb 15, 2020, 11:47 PM IST

আলিপুরদুয়ার , 15 ফেব্রুয়ারি : 2 কোটি কুড়ি লাখ টাকার জালনোট বাজেয়াপ্ত করল ফালাকাটা থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে । আজ সন্ধ্যায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ওই সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার মধ্যে পাঁচজন তেলাঙ্গানার বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, একটি ভুয়ো প্রত্নতাত্ত্বিক চক্র দুর্মূল্য কোনও জিনিস দেওয়ার টোপ দেখিয়ে তেলাঙ্গানার পাঁচ যুবককে ফালাকাটায় ডেকে নিয়ে আসে । তেলাঙ্গানার ওই পাঁচ যুবক ফালাকাটায় আসে । প্রতারণার এই ছক জানতে পেরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তারা ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, 2 কোটি 20 লাখ টাকা বাজেয়াপ্ত করার পর সেগুলিকে ব্যাঙ্কে পাঠানো হয়েছিল । সেখান থেকেই নোটগুলি জাল বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে । তবে, যতক্ষণ না পর্যন্ত বিশেষজ্ঞদের মতামত পাওয়া যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না বলে জানান পুলিশ সুপার । ইতিমধ্যে ওই সাত জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে রয়্যাল এজেন্সির নাম ।

পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "কসবায় এই এজেন্সির অফিস রয়েছে । তারাই তেলাঙ্গানার ওই পাঁচ জনের সঙ্গে যোগাযোগ করে । তাদের জানায় যে, একটি দুর্মূল্য জিনিস রয়েছে । আর সেই জিনিস নিতেই কলকাতা আসে তেলাঙ্গানার এই পাঁচ জন ।"

ভিডিয়োয় দেখুন...

অভিযুক্তদের বিরুদ্ধে ফেক কারেন্সি আইনে মামলা রুজু করেছে পুলিশ । রবিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করে সাতদিনের হেপাজতের আবেদন জানাবে পুলিশ । তদন্তের স্বার্থেই ধৃতদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি ।

আলিপুরদুয়ার , 15 ফেব্রুয়ারি : 2 কোটি কুড়ি লাখ টাকার জালনোট বাজেয়াপ্ত করল ফালাকাটা থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে । আজ সন্ধ্যায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ওই সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তার মধ্যে পাঁচজন তেলাঙ্গানার বাসিন্দা ।

পুলিশ সূত্রে খবর, একটি ভুয়ো প্রত্নতাত্ত্বিক চক্র দুর্মূল্য কোনও জিনিস দেওয়ার টোপ দেখিয়ে তেলাঙ্গানার পাঁচ যুবককে ফালাকাটায় ডেকে নিয়ে আসে । তেলাঙ্গানার ওই পাঁচ যুবক ফালাকাটায় আসে । প্রতারণার এই ছক জানতে পেরে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পুলিশ কর্তারা ।

আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, 2 কোটি 20 লাখ টাকা বাজেয়াপ্ত করার পর সেগুলিকে ব্যাঙ্কে পাঠানো হয়েছিল । সেখান থেকেই নোটগুলি জাল বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে । তবে, যতক্ষণ না পর্যন্ত বিশেষজ্ঞদের মতামত পাওয়া যাচ্ছে ততক্ষণ কিছু বলা যাবে না বলে জানান পুলিশ সুপার । ইতিমধ্যে ওই সাত জনকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে । সেই জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে রয়্যাল এজেন্সির নাম ।

পুলিশ সুপার অমিতাভ মাইতি বলেন, "কসবায় এই এজেন্সির অফিস রয়েছে । তারাই তেলাঙ্গানার ওই পাঁচ জনের সঙ্গে যোগাযোগ করে । তাদের জানায় যে, একটি দুর্মূল্য জিনিস রয়েছে । আর সেই জিনিস নিতেই কলকাতা আসে তেলাঙ্গানার এই পাঁচ জন ।"

ভিডিয়োয় দেখুন...

অভিযুক্তদের বিরুদ্ধে ফেক কারেন্সি আইনে মামলা রুজু করেছে পুলিশ । রবিবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে পেশ করে সাতদিনের হেপাজতের আবেদন জানাবে পুলিশ । তদন্তের স্বার্থেই ধৃতদের নাম আপাতত প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিতাভ মাইতি ।

Last Updated : Feb 15, 2020, 11:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.