ETV Bharat / international

US Army Grounds Chinook: ইঞ্জিনে আগুন ধরায় চিনুক হেলিকপ্টার বাতিল করছে মার্কিন সেনা, ভারত কী করবে?

সেনার সুরক্ষার প্রশ্নে চিনুক হেলিকপ্টার (Chinook Helicopter) বাতিল করছে মার্কিন সেনা ৷ সেদেশের এক সংবাদপত্রে এমনই দাবি করা হয়েছে ৷ জানা গিয়েছে, অনেকগুলি চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ ফলে বাহিনীর সুরক্ষার স্বার্থে সব হেলিকপ্টার বাতিল করা হচ্ছে ৷

US Army Grounds Entire Fleet of Chinook Helicopters Due to Risk of Engine Fires
US Army Grounds Entire Fleet of Chinook Helicopters Due to Risk of Engine Fires
author img

By

Published : Aug 31, 2022, 2:35 PM IST

ওয়াশিংটন, 31 অগস্ট: 1960 সাল থেকে মার্কিন সেনাবাহিনীর ছায়াসঙ্গী চিনুক হেলিকপ্টারকে (Chinook Helicopter) অবসরে পাঠানো হচ্ছে ৷ সবক’টি হেলিকপ্টারকে একসঙ্গে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর ৷ মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনার ওয়ার্কহর্স চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত ৷ প্রসঙ্গত, ভারতের কাছে সিএইচ-47 মডেলের 15টি মার্কিন চিনুক হেলিকপ্টার রয়েছে ৷

গত কয়েক বছর ধরে, লাদাখ এবং সিয়াচেন হিমবাহ এলাকায় এয়ারলিফ্ট ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তার জন্য অন্যতম প্রধান সামরিক হাতিয়ার হিসাবে কাজ করেছে চিনুক সিএইচ-47 ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারত প্রথম ব্যাচের চিনুক হেলিকপ্টার হাতে পায় ৷ 2020 সালে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে 15টি চিনুক হেলিকপ্টার পৌঁছে দেয় বোয়িং ৷ ফলে প্রশ্ন উঠছে, নিরাপত্তার কারণে যেখানে চিনুক হেলিকপ্টার আমেরিকা বাতিল করে দিয়েছে সেখানে মাত্র 2 বছর আগে হাতে আসা চিনুকের সিএইচ-47 মডেলের হেলিকপ্টারগুলি নিয়ে বায়ুসেনা কী পদক্ষেপ নেবে ?

আরও পড়ুন: চিনুক হেলিকপ্টার পেল ভারতের বায়ুসেনা

মার্কিন সংবাদপত্রের দাবি অনুযায়ী, সেদেশের সেনা বেশ কয়েকটি চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার তথ্য পেয়েছে ৷ তবে, তার জেরে কোনও দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি ৷ এই নিয়ে মার্কিন সংবাদপত্রকে এক সেনা আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কয়েকটি চিনুক হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এসেছে ৷ আর তাই একশোর বেশি চিনুক হেলিকপ্টারকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, প্রায় 70টি চিনুকের ইঞ্জিনে আগুন ধরার রিপোর্ট এসেছে মার্কিন সেনার কাছে ৷ আর এই বিপুল পরিমাণ চিনুক হেলিকপ্টার বসিয়ে দেওয়ায় মার্কিন সেনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ ৷

ওয়াশিংটন, 31 অগস্ট: 1960 সাল থেকে মার্কিন সেনাবাহিনীর ছায়াসঙ্গী চিনুক হেলিকপ্টারকে (Chinook Helicopter) অবসরে পাঠানো হচ্ছে ৷ সবক’টি হেলিকপ্টারকে একসঙ্গে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর ৷ মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট অনুযায়ী, মার্কিন সেনার ওয়ার্কহর্স চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যেখানে দাবি করা হয়েছে, সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবেই এই সিদ্ধান্ত ৷ প্রসঙ্গত, ভারতের কাছে সিএইচ-47 মডেলের 15টি মার্কিন চিনুক হেলিকপ্টার রয়েছে ৷

গত কয়েক বছর ধরে, লাদাখ এবং সিয়াচেন হিমবাহ এলাকায় এয়ারলিফ্ট ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সহায়তার জন্য অন্যতম প্রধান সামরিক হাতিয়ার হিসাবে কাজ করেছে চিনুক সিএইচ-47 ৷ 2019 সালের ফেব্রুয়ারি মাসে ভারত প্রথম ব্যাচের চিনুক হেলিকপ্টার হাতে পায় ৷ 2020 সালে ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) হাতে 15টি চিনুক হেলিকপ্টার পৌঁছে দেয় বোয়িং ৷ ফলে প্রশ্ন উঠছে, নিরাপত্তার কারণে যেখানে চিনুক হেলিকপ্টার আমেরিকা বাতিল করে দিয়েছে সেখানে মাত্র 2 বছর আগে হাতে আসা চিনুকের সিএইচ-47 মডেলের হেলিকপ্টারগুলি নিয়ে বায়ুসেনা কী পদক্ষেপ নেবে ?

আরও পড়ুন: চিনুক হেলিকপ্টার পেল ভারতের বায়ুসেনা

মার্কিন সংবাদপত্রের দাবি অনুযায়ী, সেদেশের সেনা বেশ কয়েকটি চিনুকের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার তথ্য পেয়েছে ৷ তবে, তার জেরে কোনও দুর্ঘটনা বা প্রাণহানি ঘটেনি ৷ এই নিয়ে মার্কিন সংবাদপত্রকে এক সেনা আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি কয়েকটি চিনুক হেলিকপ্টারের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা সামনে এসেছে ৷ আর তাই একশোর বেশি চিনুক হেলিকপ্টারকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, প্রায় 70টি চিনুকের ইঞ্জিনে আগুন ধরার রিপোর্ট এসেছে মার্কিন সেনার কাছে ৷ আর এই বিপুল পরিমাণ চিনুক হেলিকপ্টার বসিয়ে দেওয়ায় মার্কিন সেনার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়াই একটা বড় চ্যালেঞ্জ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.