কিভ, 2 মে : সোশ্যাল মিডিয়ায় প্রচারিত 'ঘোস্ট অফ কিভ' আদতে একটি মিথ। যার কোনও বাস্তবতা নেই । একটি ফেসবুক পোস্টে ইউক্রেনের এয়ারফোর্সের তরফে এমনটাই জানানো হয়েছে (Ukrainian Air Force tweets about Ghost of Kyiv) ।
ঘোস্ট অফ কিভ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সামরিক নায়ক, একজন ফাইটার পাইলট । কয়েকদিনে তাঁর হাতে ধ্বংস হয়েছে একাধিক রাশিয়ান যুদ্ধবিমান । কয়েক মাস ধরেই প্রচারিত হয়েছিল ওই পাইলটের বীরগাঁথা । শনিবার ইউক্রেনীয় সেনা স্বীকার করেছে, ওই 'গল্প'-এর কোনও বাস্তবতা নেই । দ্য ঘোস্ট অফ কিভ একটি সুপারহিরো, যে চরিত্র ইউক্রেনীয়দের তৈরি ।
আরও পড়ুন : ইউক্রেন নয়, হঠাৎ ডনবাসের স্বাধীনতা নিয়ে মাথাব্যথা রাশিয়ার
-
The information about the death of the The Ghost of #Kyiv is incorrect. The #GhostOfKyiv is alive, it embodies the collective spirit of the highly qualified pilots of the Tactical Aviation Brigade who are successfully defending #Kyiv and the region.
— Ukrainian Air Force (@KpsZSU) May 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The information about the death of the The Ghost of #Kyiv is incorrect. The #GhostOfKyiv is alive, it embodies the collective spirit of the highly qualified pilots of the Tactical Aviation Brigade who are successfully defending #Kyiv and the region.
— Ukrainian Air Force (@KpsZSU) May 1, 2022The information about the death of the The Ghost of #Kyiv is incorrect. The #GhostOfKyiv is alive, it embodies the collective spirit of the highly qualified pilots of the Tactical Aviation Brigade who are successfully defending #Kyiv and the region.
— Ukrainian Air Force (@KpsZSU) May 1, 2022
একাধিক মিডিয়া আউটলেট মেজর স্টেপান তারাবাল্কাকে ওই নায়ক হিসেবে চিহ্নিত করা শুরু করে । তারপরেই সেনার তরফে এই বিবৃতি দেওয়া হয় । তারাবাল্কা দেশের প্রথম সারির পাইলট ছিলেন, যিনি 13 মার্চ যুদ্ধের সময় শহিদ হন । তাঁকে 'ইউক্রেন হিরো (মরণোত্তর)' উপাধিতেও ভূষিত করা হয় ।
ইউক্রেনের বিমান বাহিনীর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "ঘোস্ট অফ কিভের কোনও সত্যতা নেই । বাস্তবিকভাবে ঘোস্ট অফ কিভ এখনও জীবিত । দেশের সমস্ত বীর পাইলটের একত্রিত শক্তিই ঘোস্ট অফ কিভ । যা প্রতিনিয়ত দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে ।"