ETV Bharat / international

Ghost of Kyiv : 'ঘোস্ট অফ কিভ' একটি মিথ, বিবৃতি দিল ইউক্রেনীয় সেনা - Ghost of Kyiv

শনিবার ইউক্রেনীয় সেনা স্বীকার করেছে, ওই 'ঘোস্ট অফ কিভ'-এর কোনও বাস্তবতা নেই । দ্য ঘোস্ট অফ কিভ একটি সুপারহিরো, যে চরিত্র ইউক্রেনীয়দের তৈরি । দেশের সমস্ত বীর পাইলটের একত্রিত শক্তিই ঘোস্ট অফ কিভ (Ukrainian Air Force tweets about Ghost of Kyiv) ।

Ghost of Kyiv
'ঘোস্ট অফ কিভ' একটি কিংবদন্তি
author img

By

Published : May 2, 2022, 2:51 PM IST

কিভ, 2 মে : সোশ্যাল মিডিয়ায় প্রচারিত 'ঘোস্ট অফ কিভ' আদতে একটি মিথ। যার কোনও বাস্তবতা নেই । একটি ফেসবুক পোস্টে ইউক্রেনের এয়ারফোর্সের তরফে এমনটাই জানানো হয়েছে (Ukrainian Air Force tweets about Ghost of Kyiv) ।

ঘোস্ট অফ কিভ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সামরিক নায়ক, একজন ফাইটার পাইলট । কয়েকদিনে তাঁর হাতে ধ্বংস হয়েছে একাধিক রাশিয়ান যুদ্ধবিমান । কয়েক মাস ধরেই প্রচারিত হয়েছিল ওই পাইলটের বীরগাঁথা । শনিবার ইউক্রেনীয় সেনা স্বীকার করেছে, ওই 'গল্প'-এর কোনও বাস্তবতা নেই । দ্য ঘোস্ট অফ কিভ একটি সুপারহিরো, যে চরিত্র ইউক্রেনীয়দের তৈরি ।

আরও পড়ুন : ইউক্রেন নয়, হঠাৎ ডনবাসের স্বাধীনতা নিয়ে মাথাব্যথা রাশিয়ার

একাধিক মিডিয়া আউটলেট মেজর স্টেপান তারাবাল্কাকে ওই নায়ক হিসেবে চিহ্নিত করা শুরু করে । তারপরেই সেনার তরফে এই বিবৃতি দেওয়া হয় । তারাবাল্কা দেশের প্রথম সারির পাইলট ছিলেন, যিনি 13 মার্চ যুদ্ধের সময় শহিদ হন । তাঁকে 'ইউক্রেন হিরো (মরণোত্তর)' উপাধিতেও ভূষিত করা হয় ।

ইউক্রেনের বিমান বাহিনীর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "ঘোস্ট অফ কিভের কোনও সত্যতা নেই । বাস্তবিকভাবে ঘোস্ট অফ কিভ এখনও জীবিত । দেশের সমস্ত বীর পাইলটের একত্রিত শক্তিই ঘোস্ট অফ কিভ । যা প্রতিনিয়ত দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে ।"

কিভ, 2 মে : সোশ্যাল মিডিয়ায় প্রচারিত 'ঘোস্ট অফ কিভ' আদতে একটি মিথ। যার কোনও বাস্তবতা নেই । একটি ফেসবুক পোস্টে ইউক্রেনের এয়ারফোর্সের তরফে এমনটাই জানানো হয়েছে (Ukrainian Air Force tweets about Ghost of Kyiv) ।

ঘোস্ট অফ কিভ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সামরিক নায়ক, একজন ফাইটার পাইলট । কয়েকদিনে তাঁর হাতে ধ্বংস হয়েছে একাধিক রাশিয়ান যুদ্ধবিমান । কয়েক মাস ধরেই প্রচারিত হয়েছিল ওই পাইলটের বীরগাঁথা । শনিবার ইউক্রেনীয় সেনা স্বীকার করেছে, ওই 'গল্প'-এর কোনও বাস্তবতা নেই । দ্য ঘোস্ট অফ কিভ একটি সুপারহিরো, যে চরিত্র ইউক্রেনীয়দের তৈরি ।

আরও পড়ুন : ইউক্রেন নয়, হঠাৎ ডনবাসের স্বাধীনতা নিয়ে মাথাব্যথা রাশিয়ার

একাধিক মিডিয়া আউটলেট মেজর স্টেপান তারাবাল্কাকে ওই নায়ক হিসেবে চিহ্নিত করা শুরু করে । তারপরেই সেনার তরফে এই বিবৃতি দেওয়া হয় । তারাবাল্কা দেশের প্রথম সারির পাইলট ছিলেন, যিনি 13 মার্চ যুদ্ধের সময় শহিদ হন । তাঁকে 'ইউক্রেন হিরো (মরণোত্তর)' উপাধিতেও ভূষিত করা হয় ।

ইউক্রেনের বিমান বাহিনীর তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, "ঘোস্ট অফ কিভের কোনও সত্যতা নেই । বাস্তবিকভাবে ঘোস্ট অফ কিভ এখনও জীবিত । দেশের সমস্ত বীর পাইলটের একত্রিত শক্তিই ঘোস্ট অফ কিভ । যা প্রতিনিয়ত দেশের অখণ্ডতাকে রক্ষা করে চলেছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.