ETV Bharat / international

Twitter: আর হবে না বিনামূল্যের প্রচার ! টুইটারের সিদ্ধান্তে নতুন বিতর্ক - বিনামূল্য়ে বিজ্ঞাপন

অন্যান্য সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের 'বিনামূল্য়ের প্রচার' (Free Promotion) আর করা যাবে না ! বিবৃতি প্রকাশ করে জানাল টুইটার (Twitter) ৷

Twitter bans free promotion of other social media platforms sparks new controversy
Twitter: আর হবে না বিনামূল্য়ের প্রচার ! টুইটারের সিদ্ধান্তে নতুন বিতর্ক
author img

By

Published : Dec 19, 2022, 1:07 PM IST

Updated : Dec 19, 2022, 5:48 PM IST

ওয়াশিংটন, 19 ডিসেম্বর: এবার থেকে আর টুইটারে (Twitter) অন্যান্য সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের 'বিনামূল্য়ের প্রচার' (Free Promotion) করা যাবে না ৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, এতদিন টুইটারে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের লিংক, ইউজার নেম প্রভৃতি শেয়ার বা পোস্ট করা যেত ৷ কিন্তু, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা আর সেটা করতে পারবেন না ৷

রবিবার টুইটারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা ৷ নানা মহলে এর সমালোচনা শুরু হয় ৷ প্রসঙ্গত, ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একের পর 'সংস্কার' করে চলেছেন ৷ অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পদক্ষেপ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল 'বিনামূল্য়ের প্রচার' সংক্রান্ত এই সিদ্ধান্তটিও ৷ উল্লেখ্য, চলতি বছরেরই প্রথম দিকে 4 হাজার 400 কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কেনেন ইলন ৷ তারপর থেকেই বিতর্কের পর বিতর্ক চলছে ৷

আরও পড়ুন: 'কু'কে সাসপেন্ড করল টুইটার ! 'বিকল্প আমরা', ইলন মাস্ককে চ্যালেঞ্জ মায়াঙ্কের

রবিবার টুইটারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, "আমরা জানি, আমাদের বহু ইউজার অন্যান্য সোশাল মিডিয়াতেও সক্রিয় রয়েছেন ৷ যাই হোক, টুইটার এবার থেকে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের বিনামূল্যে প্রচার করবে না ৷" ওই একই বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী দিনে ফেসবুক, ইনস্টাগ্রাম, মাস্টোডন, ট্রাইবেল, ট্রুথ সোশাল-সহ বিভিন্ন সোশাল মিডিয়া এবং মাইক্রোব্লগিং সাইটের লিংক টুইটার থেকে মুছে ফেলা হবে ৷ তবে, এই 'নিষিদ্ধ' তালিকায় লিংকড-ইন, টিকটক নেই !

এরই সঙ্গে, সংশ্লিষ্ট ইস্যুতে ইউজারদের কার্যত হুঁশিয়ারি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ তাদের স্পষ্ট বার্তা, "টুইটারের যেসমস্ত অ্য়াকাউন্টে মূলত অন্য়ান্য সোশাল মিডিয়া এবং মাইক্রোবগ্লিং সাইটের 'কনটেন্ট' প্রচার করা হয়, সেগুলি প্রয়োজনে 'সাসপেন্ড'ও করা হতে পারে !"

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে টুইটারের অসংখ্য পুরনো কর্মী ও আধিকারিককে ছাঁটাই করেছেন ইলন মাস্ক ৷ সংস্থার ট্রাস্ট অ্য়ান্ড সেফটি কাউন্সিল ভেঙে ফেলা হয়েছে ৷ বহু সাংবাদিকের অ্য়াকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷

ওয়াশিংটন, 19 ডিসেম্বর: এবার থেকে আর টুইটারে (Twitter) অন্যান্য সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের 'বিনামূল্য়ের প্রচার' (Free Promotion) করা যাবে না ৷ সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, এতদিন টুইটারে ফেসবুক, ইনস্টাগ্রাম-সহ বিভিন্ন সোশাল মিডিয়া বা মাইক্রোবগ্লিং সাইটের লিংক, ইউজার নেম প্রভৃতি শেয়ার বা পোস্ট করা যেত ৷ কিন্তু, এবার থেকে টুইটার ব্যবহারকারীরা আর সেটা করতে পারবেন না ৷

রবিবার টুইটারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ঘোষণা করার পরই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা ৷ নানা মহলে এর সমালোচনা শুরু হয় ৷ প্রসঙ্গত, ধনকুবের ইলন মাস্ক (Elon Musk) টুইটারের মালিকানা পাওয়ার পর থেকেই একের পর 'সংস্কার' করে চলেছেন ৷ অধিকাংশ ক্ষেত্রেই তাঁর পদক্ষেপ বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল 'বিনামূল্য়ের প্রচার' সংক্রান্ত এই সিদ্ধান্তটিও ৷ উল্লেখ্য, চলতি বছরেরই প্রথম দিকে 4 হাজার 400 কোটি মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কেনেন ইলন ৷ তারপর থেকেই বিতর্কের পর বিতর্ক চলছে ৷

আরও পড়ুন: 'কু'কে সাসপেন্ড করল টুইটার ! 'বিকল্প আমরা', ইলন মাস্ককে চ্যালেঞ্জ মায়াঙ্কের

রবিবার টুইটারের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, "আমরা জানি, আমাদের বহু ইউজার অন্যান্য সোশাল মিডিয়াতেও সক্রিয় রয়েছেন ৷ যাই হোক, টুইটার এবার থেকে নির্দিষ্ট কিছু প্ল্যাটফর্মের বিনামূল্যে প্রচার করবে না ৷" ওই একই বিবৃতিতে আরও বলা হয়েছে, আগামী দিনে ফেসবুক, ইনস্টাগ্রাম, মাস্টোডন, ট্রাইবেল, ট্রুথ সোশাল-সহ বিভিন্ন সোশাল মিডিয়া এবং মাইক্রোব্লগিং সাইটের লিংক টুইটার থেকে মুছে ফেলা হবে ৷ তবে, এই 'নিষিদ্ধ' তালিকায় লিংকড-ইন, টিকটক নেই !

এরই সঙ্গে, সংশ্লিষ্ট ইস্যুতে ইউজারদের কার্যত হুঁশিয়ারি দিয়েছে টুইটার কর্তৃপক্ষ ৷ তাদের স্পষ্ট বার্তা, "টুইটারের যেসমস্ত অ্য়াকাউন্টে মূলত অন্য়ান্য সোশাল মিডিয়া এবং মাইক্রোবগ্লিং সাইটের 'কনটেন্ট' প্রচার করা হয়, সেগুলি প্রয়োজনে 'সাসপেন্ড'ও করা হতে পারে !"

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে টুইটারের অসংখ্য পুরনো কর্মী ও আধিকারিককে ছাঁটাই করেছেন ইলন মাস্ক ৷ সংস্থার ট্রাস্ট অ্য়ান্ড সেফটি কাউন্সিল ভেঙে ফেলা হয়েছে ৷ বহু সাংবাদিকের অ্য়াকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে ৷

Last Updated : Dec 19, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.