ETV Bharat / international

Israel Police Force Uniform: ইজরায়েলি পুলিশের গায়ে ভারতে তৈরি উর্দি ! ব্যস্ত দক্ষিণী-রাজ্যের দর্জিরা - ইজরায়েল পুলিশ ফোর্স

ইজরায়েল হামাস যুদ্ধে এখন বিশ্বের কাছে পরিচিত নাম ইজরায়েল ৷ এই দেশটিরই পুলিশ বাহিনীর সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে অন্য কোনও কারণে ৷

ETV Bharat
ইজরায়েলের পুলিশ বাহিনীর পোশাক তৈরি হচ্ছে ভারতের কেরলে
author img

By PTI

Published : Oct 19, 2023, 12:51 PM IST

Updated : Oct 19, 2023, 1:11 PM IST

কন্নুর, 19 অক্টোবর: খবরের শিরোনামে এখন শুধু ইজরায়েল, গাজা আর হামাস ৷ এই ইজরায়েলের সঙ্গে ভারতের একটি দক্ষিণী রাজ্যের গভীর যোগাযোগ রয়েছে ৷ কেরলের উত্তরাঞ্চলে এই সময় শ'য়ে শ'য়ে দর্জি ইজরায়েলের জন্য পোশাক তৈরিতে ব্যস্ত ৷ তাঁরা এখন ইজরায়েলি পুলিশ ফোর্সের জন্য উর্দি তৈরি করছেন ৷

কেরলের কান্নুর এমনিতেই টেক্সটাইলের জন্য বিখ্যাত ৷ গত আট বছর ধরে ইজরায়েলের পুলিশদের জন্য উর্দি তৈরির কাজ করছে মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড ৷ হালকা নীল, ফুলহাতা শার্টের উৎস তাই কেরলের এই ছোট্ট জেলা কান্নুর ৷

শার্ট, প্যান্ট তৈরি ছাড়াও শার্টের হাতায় ইজরায়েল পুলিশ ফোর্সের ট্রেডমার্ক সেলাই করে লাগানোর কাজটিও করেন এই দর্জিরা ৷ কেরলের ব্যবসায়ী থমাস ওলিক্কাল এই মারিয়ান অ্যাপারেলের কর্ণধার ৷ তিনি এখন মুম্বইয়ে থাকেন ৷ 1 হাজার 500 জনেরও বেশি প্রশিক্ষিত দক্ষ দর্জিরা ইজরায়েল পুলিশবাহিনীর জন্য উর্দি তৈরি করছেন ৷

ইদুক্কি জেলার বাসিন্দা থমাস জানান, তাঁর কোম্পানি পুলিশ, সেনাবাহিনীর উর্দি তৈরিতে বিশেষ দক্ষ ৷ ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরেও ইজরায়েল পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ৷ তারা আরও উর্দি তৈরি করাতে চায় ৷ এই বছরের ডিসেম্বর থেকে একটা নতুন পোশাকের অর্ডার দিয়েছে ইজরায়েলের পুলিশ ৷ ডিসেম্বরে জাহাজভর্তি হয়ে তা ইজরায়েলে পাঠানোর কথা রয়েছে ৷

এই প্রসঙ্গে থমাস বলেন, "ইজরায়েলি পুলিশ থেকে কার্গো প্যান্ট, শার্টের অর্ডার দেওয়া হয়েছে ৷ পুলিশের প্রশিক্ষণে এই পোশাক কাজে লাগবে ৷ ফেব্রিক তৈরি হচ্ছে ৷ এরপর নভেম্বরের শেষদিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে সেলাই পর্ব শুরু হবে ৷ গত আট বছর ধরে ইজরায়েলের পুলিশকে আমরা বছরে 1 লক্ষ শার্ট পাঠিয়ে যাচ্ছি ৷ বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনীর জন্য আমরা কাজ করে যাচ্ছি ৷ এর জন্য আমরা গর্বিত ৷"

2006 সালে এই ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্য ছিল এলাকার বেকার বিড়ি শ্রমিকদের জন্য কর্মসংস্থান ৷ থমাস ওলিক্কাল জানান, ইজরায়েলের পুলিশ জানতে পারে, তাঁর এই কোম্পানি উর্দি তৈরিতে বিশেষ দক্ষ ৷ তারপরই তারা থমাসের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি বলেন, "ইজরায়েলের পুলিশের পক্ষ থেকে প্রতিনিধরা মুম্বই এসে আমার সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেন ৷ পরে তাঁরা কেরলের কান্নুরে কারখানাটিও ঘুরে দেখেন ৷ তাঁদের উচ্চাধিকারিকরা সবকিছু ভালো করে দেখেছেন ৷ তাঁরা প্রায় 10 দিন এখানে ছিলেন ৷" থমাস আরও জানান, ইজরায়েলি আধিকারিকরা নিখুঁত পোশাক চান ৷ উর্দি একদম ঠিকঠাক মাপের হলে এবং মানও তাঁদের পছন্দ হলে তবেই এই পোশাক নেবে ইজরায়েলের পুলিশ ৷

আরও পড়ুন: 'প্যালেস্তাইনিদের হত্যা করলেই ইজরায়েল নিরাপদ হবে না', রাষ্ট্রসংঘে দাবি প্যালেস্তাইনের

কন্নুর, 19 অক্টোবর: খবরের শিরোনামে এখন শুধু ইজরায়েল, গাজা আর হামাস ৷ এই ইজরায়েলের সঙ্গে ভারতের একটি দক্ষিণী রাজ্যের গভীর যোগাযোগ রয়েছে ৷ কেরলের উত্তরাঞ্চলে এই সময় শ'য়ে শ'য়ে দর্জি ইজরায়েলের জন্য পোশাক তৈরিতে ব্যস্ত ৷ তাঁরা এখন ইজরায়েলি পুলিশ ফোর্সের জন্য উর্দি তৈরি করছেন ৷

কেরলের কান্নুর এমনিতেই টেক্সটাইলের জন্য বিখ্যাত ৷ গত আট বছর ধরে ইজরায়েলের পুলিশদের জন্য উর্দি তৈরির কাজ করছে মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড ৷ হালকা নীল, ফুলহাতা শার্টের উৎস তাই কেরলের এই ছোট্ট জেলা কান্নুর ৷

শার্ট, প্যান্ট তৈরি ছাড়াও শার্টের হাতায় ইজরায়েল পুলিশ ফোর্সের ট্রেডমার্ক সেলাই করে লাগানোর কাজটিও করেন এই দর্জিরা ৷ কেরলের ব্যবসায়ী থমাস ওলিক্কাল এই মারিয়ান অ্যাপারেলের কর্ণধার ৷ তিনি এখন মুম্বইয়ে থাকেন ৷ 1 হাজার 500 জনেরও বেশি প্রশিক্ষিত দক্ষ দর্জিরা ইজরায়েল পুলিশবাহিনীর জন্য উর্দি তৈরি করছেন ৷

ইদুক্কি জেলার বাসিন্দা থমাস জানান, তাঁর কোম্পানি পুলিশ, সেনাবাহিনীর উর্দি তৈরিতে বিশেষ দক্ষ ৷ ইজরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরেও ইজরায়েল পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে ৷ তারা আরও উর্দি তৈরি করাতে চায় ৷ এই বছরের ডিসেম্বর থেকে একটা নতুন পোশাকের অর্ডার দিয়েছে ইজরায়েলের পুলিশ ৷ ডিসেম্বরে জাহাজভর্তি হয়ে তা ইজরায়েলে পাঠানোর কথা রয়েছে ৷

এই প্রসঙ্গে থমাস বলেন, "ইজরায়েলি পুলিশ থেকে কার্গো প্যান্ট, শার্টের অর্ডার দেওয়া হয়েছে ৷ পুলিশের প্রশিক্ষণে এই পোশাক কাজে লাগবে ৷ ফেব্রিক তৈরি হচ্ছে ৷ এরপর নভেম্বরের শেষদিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে সেলাই পর্ব শুরু হবে ৷ গত আট বছর ধরে ইজরায়েলের পুলিশকে আমরা বছরে 1 লক্ষ শার্ট পাঠিয়ে যাচ্ছি ৷ বিশ্বের অন্যতম সেরা পুলিশ বাহিনীর জন্য আমরা কাজ করে যাচ্ছি ৷ এর জন্য আমরা গর্বিত ৷"

2006 সালে এই ইউনিট প্রতিষ্ঠার লক্ষ্য ছিল এলাকার বেকার বিড়ি শ্রমিকদের জন্য কর্মসংস্থান ৷ থমাস ওলিক্কাল জানান, ইজরায়েলের পুলিশ জানতে পারে, তাঁর এই কোম্পানি উর্দি তৈরিতে বিশেষ দক্ষ ৷ তারপরই তারা থমাসের সঙ্গে যোগাযোগ করে ৷ তিনি বলেন, "ইজরায়েলের পুলিশের পক্ষ থেকে প্রতিনিধরা মুম্বই এসে আমার সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেন ৷ পরে তাঁরা কেরলের কান্নুরে কারখানাটিও ঘুরে দেখেন ৷ তাঁদের উচ্চাধিকারিকরা সবকিছু ভালো করে দেখেছেন ৷ তাঁরা প্রায় 10 দিন এখানে ছিলেন ৷" থমাস আরও জানান, ইজরায়েলি আধিকারিকরা নিখুঁত পোশাক চান ৷ উর্দি একদম ঠিকঠাক মাপের হলে এবং মানও তাঁদের পছন্দ হলে তবেই এই পোশাক নেবে ইজরায়েলের পুলিশ ৷

আরও পড়ুন: 'প্যালেস্তাইনিদের হত্যা করলেই ইজরায়েল নিরাপদ হবে না', রাষ্ট্রসংঘে দাবি প্যালেস্তাইনের

Last Updated : Oct 19, 2023, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.