ETV Bharat / international

মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হত্যার ষড়যন্ত্র কিউয়ি রেডিও জকিকে, সাজা 3 খালিস্তানি সমর্থকের - খালিস্তানপন্থী জঙ্গির হরদীপ সিং নিজ্জার

Khalistan Supporters Sentenced for Attempted Murder: মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় হত্যার ষড়যন্ত্র করা হল নিউজিল্যান্ডের রেডিও জকিকে ৷ ঘটনায় তিন খালিস্তানি সমর্থককে সাজা দিল আদালত ৷ ধর্মীয় গোঁড়ামি প্রতিরোধের কথা বলেছেন বিচারক ৷

Three Khalistan supporters
রেডিও জকিকে হত্যার ষড়যন্ত্র খালিস্তানি সমর্থকদের
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 3:41 PM IST

অকল্যান্ড (নিউজিল্যান্ড), 3 ডিসেম্বর: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জারের মৃত্যু নিয়ে দ্বন্দ্বের জেরে ভারত ও কানাডার সম্পর্কে উত্তাপ বেড়েছে ৷ ভারত এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ পালটা কানাডায় জঙ্গি সংগঠনের সদস্যরা আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করেছে ভারত ৷ এরই মাঝে খালিস্তানের মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় যুবককে হত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছে ৷ তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডর জনপ্রিয় রেডিয়ো জকি হারনেক সিং ৷ তাঁকে খুনের চেষ্টার ঘটনায় তিন খালিস্তানি সমর্থককে সাজা দেওয়া হল ৷ এমনটাই অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে ।

খুনের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছে 27 বছর বয়সি সরবজিৎ সিধু ৷ তাকে খুনের চেষ্টায় সহযোগিতা করেছিল 44 বছর বয়সি সুখপ্রীত সিং। তৃতীয় ব্যক্তি 48 বছর বয়সি অকল্যান্ডের বাসিন্দা, যে এই হামলার পরিকল্পনা করে ৷ জানা গিয়েছে, খালিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই হারনেক সিংয়ের উপর বিরক্ত হয় তারা ৷ এরপরেই তাঁর উপর হামলা চালোনো হয় ৷

শুনানির সময় বিচারক মার্ক উলফোর্ড সম্প্রদায় সুরক্ষা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন । তিনি বলেন, "এই ঘটনা থেকে ধর্মীয় গোঁড়ামির বিষয়টি স্পষ্ট । এই ঘটনায় সাজা দেওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতির প্রয়োজন । সম্প্রদায়কে হিংসা থেকে রক্ষা করার উপর জোর দিতে হবে এবং অন্যদের কাছে প্রতিরোধের একটি শক্তিশালী বার্তা পাঠানো অপরিহার্য ।"

23 ডিসেম্বর 2020 সালে এই হামলার ঘটনাটি ঘটেছিল ৷ সেসময় একদল ধর্মীয় মৌলবাদী হারনেকের পথ আটকায় এবং তাঁর উপর 40 বারেরও বেশি ছুরিকাঘাত করা হয় ৷ জীবনে বাঁচাতে 350টিরও বেশি সেলাই এবং একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হয় হারনেকের । হরনেক সিং 'নেক্কি' নামেও পরিচিত ৷ আক্রমণকারীরা তাঁকে ছুরিকাঘাত করার আগে তিনটি গাড়ি চারিদিক থেকে ঘিরে ধরেছিল । তবে তিনি তাঁর গাড়ির দরজা লক করতে এবং হর্ন বাজিয়ে প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ৷ এর জেরেই প্রাণে বাঁচেন তিনি ৷

আরও পড়ুন:

  1. খালিস্তানি নেতার মৃত্যু নিয়ে দু'দেশের সম্পর্কে অবনতি, ট্রুডো বললেন, 'ভারতকে চটাতে চাই না '
  2. খালিস্তানিদের যোগ্য জবাব, হাই কমিশনের ছাদে উড়ল পেল্লায় জাতীয় পতাকা
  3. কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান

অকল্যান্ড (নিউজিল্যান্ড), 3 ডিসেম্বর: খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জারের মৃত্যু নিয়ে দ্বন্দ্বের জেরে ভারত ও কানাডার সম্পর্কে উত্তাপ বেড়েছে ৷ ভারত এই খুনের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ পালটা কানাডায় জঙ্গি সংগঠনের সদস্যরা আশ্রয় পাচ্ছে বলে অভিযোগ করেছে ভারত ৷ এরই মাঝে খালিস্তানের মতাদর্শের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় যুবককে হত্যার চেষ্টার ঘটনা সামনে এসেছে ৷ তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ডর জনপ্রিয় রেডিয়ো জকি হারনেক সিং ৷ তাঁকে খুনের চেষ্টার ঘটনায় তিন খালিস্তানি সমর্থককে সাজা দেওয়া হল ৷ এমনটাই অস্ট্রেলিয়া টুডে জানিয়েছে ।

খুনের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছে 27 বছর বয়সি সরবজিৎ সিধু ৷ তাকে খুনের চেষ্টায় সহযোগিতা করেছিল 44 বছর বয়সি সুখপ্রীত সিং। তৃতীয় ব্যক্তি 48 বছর বয়সি অকল্যান্ডের বাসিন্দা, যে এই হামলার পরিকল্পনা করে ৷ জানা গিয়েছে, খালিস্তানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই হারনেক সিংয়ের উপর বিরক্ত হয় তারা ৷ এরপরেই তাঁর উপর হামলা চালোনো হয় ৷

শুনানির সময় বিচারক মার্ক উলফোর্ড সম্প্রদায় সুরক্ষা এবং ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন । তিনি বলেন, "এই ঘটনা থেকে ধর্মীয় গোঁড়ামির বিষয়টি স্পষ্ট । এই ঘটনায় সাজা দেওয়ার জন্য একটি ভিন্ন পদ্ধতির প্রয়োজন । সম্প্রদায়কে হিংসা থেকে রক্ষা করার উপর জোর দিতে হবে এবং অন্যদের কাছে প্রতিরোধের একটি শক্তিশালী বার্তা পাঠানো অপরিহার্য ।"

23 ডিসেম্বর 2020 সালে এই হামলার ঘটনাটি ঘটেছিল ৷ সেসময় একদল ধর্মীয় মৌলবাদী হারনেকের পথ আটকায় এবং তাঁর উপর 40 বারেরও বেশি ছুরিকাঘাত করা হয় ৷ জীবনে বাঁচাতে 350টিরও বেশি সেলাই এবং একাধিক অস্ত্রোপচারের প্রয়োজন হয় হারনেকের । হরনেক সিং 'নেক্কি' নামেও পরিচিত ৷ আক্রমণকারীরা তাঁকে ছুরিকাঘাত করার আগে তিনটি গাড়ি চারিদিক থেকে ঘিরে ধরেছিল । তবে তিনি তাঁর গাড়ির দরজা লক করতে এবং হর্ন বাজিয়ে প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ৷ এর জেরেই প্রাণে বাঁচেন তিনি ৷

আরও পড়ুন:

  1. খালিস্তানি নেতার মৃত্যু নিয়ে দু'দেশের সম্পর্কে অবনতি, ট্রুডো বললেন, 'ভারতকে চটাতে চাই না '
  2. খালিস্তানিদের যোগ্য জবাব, হাই কমিশনের ছাদে উড়ল পেল্লায় জাতীয় পতাকা
  3. কানাডার মন্দিরে খালিস্তানপন্থীদের হামলা ! লেখা হল ভারতবিরোধী স্লোগান
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.