ETV Bharat / international

Shot at Brooklyn Station : মার্কিন মুলুকে নাশকতা, আততায়ীর গুলিতে জখম 13

author img

By

Published : Apr 12, 2022, 7:38 PM IST

Updated : Apr 12, 2022, 8:36 PM IST

মার্কিন মুলুকে ফের নাশকতার ঘটনা ৷ ব্রুকলিনের 36 স্ট্রিট সাবওয়ে স্টেশনে আততায়ীর গুলিতে আহত 13 (Several people were shot on a Brooklyn subway platform) ৷ প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী হামলা মনে হলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি ৷

Shot at Brooklyn Station
মার্কিন মুলুকে নাশকতা, আততায়ীদের গুলিতে জখম 13

নিউইয়র্ক, 12 এপ্রিল : মার্কিন মুলুকে নাশকতা ৷ ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল নিউইয়র্ক শহর ৷ নিউইয়র্কের উপনগরী ব্রুকলিনের 36 স্ট্রিট সাবওয়ে স্টেশনে আততায়ীর গুলিতে আহত 13 (Several people were shot on a Brooklyn subway platform) ৷ প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী হামলা মনে হলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি ৷ ঘটনায় নিউইয়র্ক জুড়ে জারি করা হয়েছে রেড অ্যাল্যার্ট ।

মঙ্গলবার ব্যস্ত সময় সকাল সাড়ে 8টায় 36 স্ট্রিট সাবওয়ে স্টেশনের চিত্রটা হঠাৎই বদলে যায় এক বন্দুকবাজের হামলায় ৷ গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় ওই বন্দুকবাজ সাবওয়ে প্ল্য়াটফর্মে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বলে খবর ৷ গুলিবিদ্ধ হয়ে প্ল্যাটফর্মের মেঝেয় লুটিয়ে পড়েন যাত্রীরা ৷ প্রাথমিক রিপোর্টে পাঁচ জনের আহত হওয়ার খবর সামনে এলেও ক্রমেই বাড়তে থাকে ৷ পরে শহরের দমকল বিভাগ জানায়, বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন 13জন সাধারণ মানুষ ৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিয়ো আবার বলছে সংশ্লিষ্ট বন্দুকবাজ হামলা চালিয়েছিল চলন্ত ট্রেনে ৷ ট্রেনটি স্টেশনে এসে থামতেই গুলিবিদ্ধদের লুটিয়ে পড়তে দেখা যায় ওই ভিডিয়োয় ৷ মেট্রো স্টেশন থেকে বিস্ফোরক উদ্ধারেরও খবর মিলেছে ৷ যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য থেকে বিরত থেকেছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামাস ৷ পুলিশ আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ৷

আরও পড়ুন : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

নয়া মেয়র হিসেবে এরিক অ্যাডামাস ব্রুকলিনের দায়িত্ব গ্রহণের পর থেকেই নিউইয়র্কে ব্যাপক হারে বেড়েছে বন্দুক হামলার ঘটনা ৷ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে 3 এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে 36টি গুলি চালনার ঘটনা ঘটেছে ৷ যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি ৷

নিউইয়র্ক, 12 এপ্রিল : মার্কিন মুলুকে নাশকতা ৷ ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল নিউইয়র্ক শহর ৷ নিউইয়র্কের উপনগরী ব্রুকলিনের 36 স্ট্রিট সাবওয়ে স্টেশনে আততায়ীর গুলিতে আহত 13 (Several people were shot on a Brooklyn subway platform) ৷ প্রাথমিকভাবে সন্ত্রাসবাদী হামলা মনে হলেও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি ৷ ঘটনায় নিউইয়র্ক জুড়ে জারি করা হয়েছে রেড অ্যাল্যার্ট ।

মঙ্গলবার ব্যস্ত সময় সকাল সাড়ে 8টায় 36 স্ট্রিট সাবওয়ে স্টেশনের চিত্রটা হঠাৎই বদলে যায় এক বন্দুকবাজের হামলায় ৷ গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় ওই বন্দুকবাজ সাবওয়ে প্ল্য়াটফর্মে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে বলে খবর ৷ গুলিবিদ্ধ হয়ে প্ল্যাটফর্মের মেঝেয় লুটিয়ে পড়েন যাত্রীরা ৷ প্রাথমিক রিপোর্টে পাঁচ জনের আহত হওয়ার খবর সামনে এলেও ক্রমেই বাড়তে থাকে ৷ পরে শহরের দমকল বিভাগ জানায়, বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন 13জন সাধারণ মানুষ ৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ঘটনার ভিডিয়ো আবার বলছে সংশ্লিষ্ট বন্দুকবাজ হামলা চালিয়েছিল চলন্ত ট্রেনে ৷ ট্রেনটি স্টেশনে এসে থামতেই গুলিবিদ্ধদের লুটিয়ে পড়তে দেখা যায় ওই ভিডিয়োয় ৷ মেট্রো স্টেশন থেকে বিস্ফোরক উদ্ধারেরও খবর মিলেছে ৷ যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য থেকে বিরত থেকেছেন নিউইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামাস ৷ পুলিশ আততায়ীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে ৷

আরও পড়ুন : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

নয়া মেয়র হিসেবে এরিক অ্যাডামাস ব্রুকলিনের দায়িত্ব গ্রহণের পর থেকেই নিউইয়র্কে ব্যাপক হারে বেড়েছে বন্দুক হামলার ঘটনা ৷ পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, বছরের শুরু থেকে 3 এপ্রিল পর্যন্ত নিউইয়র্কে 36টি গুলি চালনার ঘটনা ঘটেছে ৷ যা গত বছরের তুলনায় অনেকটাই বেশি ৷

Last Updated : Apr 12, 2022, 8:36 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.