ETV Bharat / international

প্রতিশোধ পাকিস্তানের, ইরানে বালুচ ডেরায় বিমান হামলায় মৃত 4 শিশু ও 3 মহিলা - ইরানে পাক বিমান হামলা

Pakistan's Airstrikes against Iran: বালুচ বিচ্ছিন্নতাবাদীদের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইরানে তাঁদের গোপন ডেরায় বিমান হামলা চালাল পাকিস্তান ৷ এই ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Jan 18, 2024, 12:42 PM IST

Updated : Jan 18, 2024, 1:17 PM IST

ইসলামাবাদ, 18 জানুয়ারি: ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরগুলির উপর প্রতিশোধমূলক বিমান হামলা চালাল পাকিস্তান বিমান বাহিনী ৷ ইরানের সরকারি টেলিভিশনকে এক আধিকারিক জানিয়েছেন, এই বিমান হামলায় এখনও পর্যন্ত চার জন শিশু ও তিন জন মহিলার প্রাণ গিয়েছে ৷ সিসতান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাটি টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে হতাহতের সংখ্যার কথা নিশ্চিত করেছেন ৷ গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের অচলাবস্থার মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হল ৷

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ভূখণ্ডে পাকিস্তানে ওয়ান্টেড তালিকায় থাকা বালুচ জঙ্গিদের গোপন ডেরায় বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনী হামলা চালায় । তেহরান বলেছিল যে, তারা জইশ আল-আদলের দুটি গুরুত্বপূর্ণ সদর দফতর ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ৷ তাদের এই স্বীকারোক্তির একদিন পরই হামলা চালাল পাক বাহিনী ৷ একইসঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনকে 'সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য' বলে দাবি করে সেই ঘটনার নিন্দা করেছে ইসলামাবাদ এবং এর জন্য গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক করেছে তারা ।

পাকিস্তানের স্থানীয় দৈনিকের সম্পাদক এবং নিউইয়র্ক টাইমসের পাকিস্তান প্রতিনিধি সলমন মাসুদ বুধবার এক্স-এ পোস্ট করে লিখেছেন, "পাকিস্তান বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরে বিমান হামলা চালিয়েছে । ইরান পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গিদের টার্গেট করেছিল বলে দাবি করার একদিন পরই তাদের ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালাল ইসলামাবাদ ৷"

এ দিকে, অন্য একটি পাকিস্তানি স্থানীয় দৈনিকও আজ জানিয়েছে যে, পাকিস্তান ইরানের ভূখণ্ডে ওয়ান্টেড বালুচ জঙ্গিদের ডেরাকে টার্গেট করেছে ৷

বুধবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ৷ পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে 16 জানুয়ারি ইরানের হামলাকে শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্বের একটি গুরুতর লঙ্ঘনই নয় বরং এটি আন্তর্জাতিক আইন এবং পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেন জিলানি ৷ (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের
  2. ইয়েমেনের ভিসার আবেদন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত নার্স নিমিশা প্রিয়ার মায়ের
  3. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের

ইসলামাবাদ, 18 জানুয়ারি: ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরগুলির উপর প্রতিশোধমূলক বিমান হামলা চালাল পাকিস্তান বিমান বাহিনী ৷ ইরানের সরকারি টেলিভিশনকে এক আধিকারিক জানিয়েছেন, এই বিমান হামলায় এখনও পর্যন্ত চার জন শিশু ও তিন জন মহিলার প্রাণ গিয়েছে ৷ সিসতান ও বালুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলি রেজা মারহামাটি টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে হতাহতের সংখ্যার কথা নিশ্চিত করেছেন ৷ গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলের যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের অচলাবস্থার মধ্যেই ইরান ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনার আবহ তৈরি হল ৷

একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানি ভূখণ্ডে পাকিস্তানে ওয়ান্টেড তালিকায় থাকা বালুচ জঙ্গিদের গোপন ডেরায় বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনী হামলা চালায় । তেহরান বলেছিল যে, তারা জইশ আল-আদলের দুটি গুরুত্বপূর্ণ সদর দফতর ধ্বংস করতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে ৷ তাদের এই স্বীকারোক্তির একদিন পরই হামলা চালাল পাক বাহিনী ৷ একইসঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনকে 'সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য' বলে দাবি করে সেই ঘটনার নিন্দা করেছে ইসলামাবাদ এবং এর জন্য গুরুতর পরিণতির হুঁশিয়ারি দিয়ে ইরানকে সতর্ক করেছে তারা ।

পাকিস্তানের স্থানীয় দৈনিকের সম্পাদক এবং নিউইয়র্ক টাইমসের পাকিস্তান প্রতিনিধি সলমন মাসুদ বুধবার এক্স-এ পোস্ট করে লিখেছেন, "পাকিস্তান বিমান বাহিনী ইরানের অভ্যন্তরে বালুচ বিচ্ছিন্নতাবাদী শিবিরে বিমান হামলা চালিয়েছে । ইরান পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গিদের টার্গেট করেছিল বলে দাবি করার একদিন পরই তাদের ভূখণ্ডে ঢুকে বিমান হামলা চালাল ইসলামাবাদ ৷"

এ দিকে, অন্য একটি পাকিস্তানি স্থানীয় দৈনিকও আজ জানিয়েছে যে, পাকিস্তান ইরানের ভূখণ্ডে ওয়ান্টেড বালুচ জঙ্গিদের ডেরাকে টার্গেট করেছে ৷

বুধবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন ৷ পাকিস্তানের ভূখণ্ডের অভ্যন্তরে 16 জানুয়ারি ইরানের হামলাকে শুধুমাত্র পাকিস্তানের সার্বভৌমত্বের একটি গুরুতর লঙ্ঘনই নয় বরং এটি আন্তর্জাতিক আইন এবং পাকিস্তান ও ইরানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেন জিলানি ৷ (সংবাদসংস্থা এএনআই)

আরও পড়ুন:

  1. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের
  2. ইয়েমেনের ভিসার আবেদন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত নার্স নিমিশা প্রিয়ার মায়ের
  3. ইরাক-সিরিয়ার পর বালোচিস্তান, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে হামলা ইরানের
Last Updated : Jan 18, 2024, 1:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.