কাঠমান্ডু, 9 নভেম্বর: কমপক্ষে ছ'জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন পরপর দু'টি ভূমিকম্পে ৷ বুধবার রাত 2.12 মিনিট নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের দোটিতে (Nepal Doti District), জানিয়েছে 'ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 6.6 ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 3 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ দোটি প্রশাসনের আধিকারিক কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, 5 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বহু বহু বাড়িঘর ভেঙে পড়েছে ৷ জেলার বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে (At least six dead as 6.6 magnitude earthquake hits Nepal) ৷
এই ঘটনায় শোকপ্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী টুইট করেন, "এই ভূমিকম্পে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ দূরবর্তী পশ্চিমে অবস্থিত খাপটাড় অঞ্চলে এর উৎস ৷ আমি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছি ৷"
-
“Expressing my heartfelt condolences to families of those who died in the earthquake, which was centred in the Khaptad region of Far West. I've instructed relevant agencies to arrange immediate & proper treatment of the injured & victims in the affected areas,” tweets Nepal PM pic.twitter.com/D55xpxj2o1
— ANI (@ANI) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Expressing my heartfelt condolences to families of those who died in the earthquake, which was centred in the Khaptad region of Far West. I've instructed relevant agencies to arrange immediate & proper treatment of the injured & victims in the affected areas,” tweets Nepal PM pic.twitter.com/D55xpxj2o1
— ANI (@ANI) November 9, 2022“Expressing my heartfelt condolences to families of those who died in the earthquake, which was centred in the Khaptad region of Far West. I've instructed relevant agencies to arrange immediate & proper treatment of the injured & victims in the affected areas,” tweets Nepal PM pic.twitter.com/D55xpxj2o1
— ANI (@ANI) November 9, 2022
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল
নেপালের 'দ্য নাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' জানিয়েছে, বুধবার রাত 2.12 মিনিট নাগাদ 6.3 মাত্রার (6.3 Magnitude) ভূমিকম্প হয় ৷ এর কেন্দ্রস্থল দোটি জেলা ৷ এর আগে মঙ্গলবার দু'টি ভূমিকম্প হয়েছে ৷ মঙ্গলবার রাত 9.07 মিনিট নাগাদ প্রথম ভূকম্পন হয়, রিখটার স্কেলে তার তীব্রতা 5.7 ৷ ঠিক তারপরে 9.56 মিনিট নাগাদ, তার তীব্রতা 4.1 ৷ এই দু'টির কেন্দ্রস্থল দোটি ৷ এটি উত্তরাখণ্ডের পিথোরগড় থেকে 90 কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থিত ৷
নেপালের দোটিতে হওয়া ভূকম্পন অনুভূত হয় উত্তর ভারতের উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এমনকী রাজধানী দিল্লির আশপাশে গুরুগ্রাম ও গাজিয়াবাদেও৷ বহু মানুষ টুইটারে তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, মানুষজন ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছে ৷ প্রতিবেশীরা এক জায়গায় জড়ো হয়েছেন ৷ তাঁরা তখনও বুঝে উঠতেই পারেননি ঠিক কী হয়েছে ৷ তাঁরা ফোনে খুঁজতে চেষ্টা করছেন আদৌ ভূমিকম্প হয়েছে কি না ৷ কোথায় তাঁর উৎসস্থল ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে ঘরের মধ্যে ঝোলানো ঝাড়বাতিটি দুলে উঠেছে ৷ গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে হালকা তীব্রতার ভূকম্পন হয়েছে ৷