ETV Bharat / international

Earthquake Hits Nepal: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপালের দোটি, মৃত কমপক্ষে 6

পরপর ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হল নেপালের দোটি জেলা ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে 6 জন মারা গিয়েছেন ৷ আহতের সংখ্যা বহু (Earthquake hits Doti Nepal) ৷

Nepal Earthquake
ETV Bharat
author img

By

Published : Nov 9, 2022, 8:55 AM IST

Updated : Nov 9, 2022, 9:41 AM IST

কাঠমান্ডু, 9 নভেম্বর: কমপক্ষে ছ'জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন পরপর দু'টি ভূমিকম্পে ৷ বুধবার রাত 2.12 মিনিট নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের দোটিতে (Nepal Doti District), জানিয়েছে 'ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 6.6 ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 3 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ দোটি প্রশাসনের আধিকারিক কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, 5 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বহু বহু বাড়িঘর ভেঙে পড়েছে ৷ জেলার বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে (At least six dead as 6.6 magnitude earthquake hits Nepal) ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী টুইট করেন, "এই ভূমিকম্পে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ দূরবর্তী পশ্চিমে অবস্থিত খাপটাড় অঞ্চলে এর উৎস ৷ আমি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছি ৷"

  • “Expressing my heartfelt condolences to families of those who died in the earthquake, which was centred in the Khaptad region of Far West. I've instructed relevant agencies to arrange immediate & proper treatment of the injured & victims in the affected areas,” tweets Nepal PM pic.twitter.com/D55xpxj2o1

    — ANI (@ANI) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল

নেপালের 'দ্য নাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' জানিয়েছে, বুধবার রাত 2.12 মিনিট নাগাদ 6.3 মাত্রার (6.3 Magnitude) ভূমিকম্প হয় ৷ এর কেন্দ্রস্থল দোটি জেলা ৷ এর আগে মঙ্গলবার দু'টি ভূমিকম্প হয়েছে ৷ মঙ্গলবার রাত 9.07 মিনিট নাগাদ প্রথম ভূকম্পন হয়, রিখটার স্কেলে তার তীব্রতা 5.7 ৷ ঠিক তারপরে 9.56 মিনিট নাগাদ, তার তীব্রতা 4.1 ৷ এই দু'টির কেন্দ্রস্থল দোটি ৷ এটি উত্তরাখণ্ডের পিথোরগড় থেকে 90 কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থিত ৷

নেপালের দোটিতে হওয়া ভূকম্পন অনুভূত হয় উত্তর ভারতের উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এমনকী রাজধানী দিল্লির আশপাশে গুরুগ্রাম ও গাজিয়াবাদেও৷ বহু মানুষ টুইটারে তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, মানুষজন ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছে ৷ প্রতিবেশীরা এক জায়গায় জড়ো হয়েছেন ৷ তাঁরা তখনও বুঝে উঠতেই পারেননি ঠিক কী হয়েছে ৷ তাঁরা ফোনে খুঁজতে চেষ্টা করছেন আদৌ ভূমিকম্প হয়েছে কি না ৷ কোথায় তাঁর উৎসস্থল ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে ঘরের মধ্যে ঝোলানো ঝাড়বাতিটি দুলে উঠেছে ৷ গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে হালকা তীব্রতার ভূকম্পন হয়েছে ৷

কাঠমান্ডু, 9 নভেম্বর: কমপক্ষে ছ'জন মারা গিয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন পরপর দু'টি ভূমিকম্পে ৷ বুধবার রাত 2.12 মিনিট নাগাদ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে নেপালের দোটিতে (Nepal Doti District), জানিয়েছে 'ন্যাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 6.6 ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত 3 জন মানুষের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে ৷ দোটি প্রশাসনের আধিকারিক কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, 5 জন আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে ৷ বহু বহু বাড়িঘর ভেঙে পড়েছে ৷ জেলার বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে (At least six dead as 6.6 magnitude earthquake hits Nepal) ৷

এই ঘটনায় শোকপ্রকাশ করে নেপালের প্রধানমন্ত্রী টুইট করেন, "এই ভূমিকম্পে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ দূরবর্তী পশ্চিমে অবস্থিত খাপটাড় অঞ্চলে এর উৎস ৷ আমি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় আহতদের যথাযথ চিকিৎসার বন্দোবস্ত করতে বলেছি ৷"

  • “Expressing my heartfelt condolences to families of those who died in the earthquake, which was centred in the Khaptad region of Far West. I've instructed relevant agencies to arrange immediate & proper treatment of the injured & victims in the affected areas,” tweets Nepal PM pic.twitter.com/D55xpxj2o1

    — ANI (@ANI) November 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি, উৎসস্থল নেপাল

নেপালের 'দ্য নাশনাল আর্থকুয়েক মনিটরিং সেন্টার' জানিয়েছে, বুধবার রাত 2.12 মিনিট নাগাদ 6.3 মাত্রার (6.3 Magnitude) ভূমিকম্প হয় ৷ এর কেন্দ্রস্থল দোটি জেলা ৷ এর আগে মঙ্গলবার দু'টি ভূমিকম্প হয়েছে ৷ মঙ্গলবার রাত 9.07 মিনিট নাগাদ প্রথম ভূকম্পন হয়, রিখটার স্কেলে তার তীব্রতা 5.7 ৷ ঠিক তারপরে 9.56 মিনিট নাগাদ, তার তীব্রতা 4.1 ৷ এই দু'টির কেন্দ্রস্থল দোটি ৷ এটি উত্তরাখণ্ডের পিথোরগড় থেকে 90 কিমি পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থিত ৷

নেপালের দোটিতে হওয়া ভূকম্পন অনুভূত হয় উত্তর ভারতের উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ এমনকী রাজধানী দিল্লির আশপাশে গুরুগ্রাম ও গাজিয়াবাদেও৷ বহু মানুষ টুইটারে তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৷ ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে, মানুষজন ঘরবাড়ি ছেড়ে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছে ৷ প্রতিবেশীরা এক জায়গায় জড়ো হয়েছেন ৷ তাঁরা তখনও বুঝে উঠতেই পারেননি ঠিক কী হয়েছে ৷ তাঁরা ফোনে খুঁজতে চেষ্টা করছেন আদৌ ভূমিকম্প হয়েছে কি না ৷ কোথায় তাঁর উৎসস্থল ৷ একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে ঘরের মধ্যে ঝোলানো ঝাড়বাতিটি দুলে উঠেছে ৷ গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে হালকা তীব্রতার ভূকম্পন হয়েছে ৷

Last Updated : Nov 9, 2022, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.