ETV Bharat / international

Rishi Sunak: রাজা তৃতীয় চার্লসের থেকেও বেশি ধনী ঋষি ও তাঁর স্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক (Rishi Sunak) ৷ তিনি ও তাঁর অক্ষতা মূর্তির (Akshata Murthy) সম্পত্তি রাজা তৃতীয় চার্লসের থেকে বেশি (King Charles III) ৷

Rishi Sunak and his millionaire wife Akshata Murthy are richer than King Charles III
Rishi Sunak: রাজা তৃতীয় চার্লসের থেকেও বেশি ধনী ঋষি ও তাঁর স্ত্রী
author img

By

Published : Oct 25, 2022, 3:06 PM IST

লন্ডন, 25 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনক (Rishi Sunak) ৷ তিনি নাকি রাজা তৃতীয় চালর্সের (King Charles III) থেকেও বেশি ধনী ! ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির (Akshata Murthy) মোট সম্পত্তির পরিমাণ রাজা তৃতীয় চার্লসের থেকে বেশি ৷

অক্ষতা নারায়ণ মূর্তির কন্যা ৷ ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে (NR Narayan Murthy) ভারতের বিল গেটস (Bill Gates) বলা হয় ৷ বাবার সংস্থায় 0.91 শতাংশ শেয়ার রয়েছে সুনক-পত্নীর ৷ যার পরিমাণ প্রায় 700 মিলিয়ন পাউন্ড ৷ যার অংশীদার সম্ভবত ঋষি ও তাঁদের সন্তান অনুষ্কা ও কৃষ্ণা ৷

ঋষি ও অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ 730 মিলিয়ন পাউন্ড ৷ এছাড়া ব্রিটেনের বাইরে বিভিন্ন দেশে তাঁর চারটি সম্পত্তি রয়েছে ৷ তাঁর মূল্য 15 মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি ৷ আর সেখানে রাজা তৃতীয় চার্লস ও ক্যামেলিয়ার মোট সম্পত্তির পরিমাণ 300 থেকে সাড়ে 300 মিলিয়ন ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক রেকর্ড গড়তে চলেছেন ঋষি ৷ গত 200 বছরে তিনিই ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ তাঁর আগে কোনও হিন্দু ব্রিটেনের প্রধানমন্ত্রী হননি ৷ তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ তার সঙ্গে 42 বছরের ঋষির মুকুটে সম্পত্তির খতিয়ানও নতুন পালক যোগ করল ৷

যদিও এই সম্পত্তি নিয়ে বিতর্কও রয়েছে ৷ ঋষি-পত্নী অক্ষতা জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নন ৷ গত এপ্রিলে তাঁর বিরুদ্ধে ওঠে যে সেই কারণে 30 হাজার পাউন্ড বার্ষিক টাকার বিনিময়ে তিনি আন্তর্জাতিক রোজগারের বদল কর না দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু জন্মসূত্রে ব্রিটিশ না হওয়ায় তাঁর আরও 20 মিলিয়ন পাউন্ড কর দেওয়া উচিত ছিল ৷

এই নিয়ে হইচইও হয় ৷ বিতর্কে জড়ান ঋষিও ৷ কারণ, তাঁকেই তখন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছিল ৷ তখন তাঁর মুখপাত্র জানিয়েছিলেন যে স্বামীর উপর থেকে রাজনৈতিক চাপ সরাতে অক্ষতা ওই কর দেওয়া শুরু করেছেন ৷

প্রসঙ্গত, ঋষির জন্ম সাউদাম্পটনে ৷ তাঁর পিতা ও মাতা ভারতীয় বংশোদ্ভূত ৷ একসময় পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে চলে এসেছিল তাঁর পরিবার ৷

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন ঋষি সুনাক

লন্ডন, 25 অক্টোবর: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন ঋষি সুনক (Rishi Sunak) ৷ তিনি নাকি রাজা তৃতীয় চালর্সের (King Charles III) থেকেও বেশি ধনী ! ঋষি ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তির (Akshata Murthy) মোট সম্পত্তির পরিমাণ রাজা তৃতীয় চার্লসের থেকে বেশি ৷

অক্ষতা নারায়ণ মূর্তির কন্যা ৷ ইনফোসিসের (Infosys) প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তিকে (NR Narayan Murthy) ভারতের বিল গেটস (Bill Gates) বলা হয় ৷ বাবার সংস্থায় 0.91 শতাংশ শেয়ার রয়েছে সুনক-পত্নীর ৷ যার পরিমাণ প্রায় 700 মিলিয়ন পাউন্ড ৷ যার অংশীদার সম্ভবত ঋষি ও তাঁদের সন্তান অনুষ্কা ও কৃষ্ণা ৷

ঋষি ও অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ 730 মিলিয়ন পাউন্ড ৷ এছাড়া ব্রিটেনের বাইরে বিভিন্ন দেশে তাঁর চারটি সম্পত্তি রয়েছে ৷ তাঁর মূল্য 15 মিলিয়ন পাউন্ডের চেয়ে বেশি ৷ আর সেখানে রাজা তৃতীয় চার্লস ও ক্যামেলিয়ার মোট সম্পত্তির পরিমাণ 300 থেকে সাড়ে 300 মিলিয়ন ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী (UK Prime Minister) হিসেবে শপথ নেওয়ার পরই একাধিক রেকর্ড গড়তে চলেছেন ঋষি ৷ গত 200 বছরে তিনিই ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ তাঁর আগে কোনও হিন্দু ব্রিটেনের প্রধানমন্ত্রী হননি ৷ তিনিই প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী, যিনি শ্বেতাঙ্গ নন ৷ তার সঙ্গে 42 বছরের ঋষির মুকুটে সম্পত্তির খতিয়ানও নতুন পালক যোগ করল ৷

যদিও এই সম্পত্তি নিয়ে বিতর্কও রয়েছে ৷ ঋষি-পত্নী অক্ষতা জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক নন ৷ গত এপ্রিলে তাঁর বিরুদ্ধে ওঠে যে সেই কারণে 30 হাজার পাউন্ড বার্ষিক টাকার বিনিময়ে তিনি আন্তর্জাতিক রোজগারের বদল কর না দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু জন্মসূত্রে ব্রিটিশ না হওয়ায় তাঁর আরও 20 মিলিয়ন পাউন্ড কর দেওয়া উচিত ছিল ৷

এই নিয়ে হইচইও হয় ৷ বিতর্কে জড়ান ঋষিও ৷ কারণ, তাঁকেই তখন ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনে করা হচ্ছিল ৷ তখন তাঁর মুখপাত্র জানিয়েছিলেন যে স্বামীর উপর থেকে রাজনৈতিক চাপ সরাতে অক্ষতা ওই কর দেওয়া শুরু করেছেন ৷

প্রসঙ্গত, ঋষির জন্ম সাউদাম্পটনে ৷ তাঁর পিতা ও মাতা ভারতীয় বংশোদ্ভূত ৷ একসময় পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেনে চলে এসেছিল তাঁর পরিবার ৷

আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেবেন ঋষি সুনাক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.