ETV Bharat / international

PM Narendra Modi in France: 'বাস্তিল দিবসে ভারতীয় সেনাবাহিনীকে দেখে দারুণ লাগছে', উচ্ছ্বসিত মোদি - Modi in France

ফ্রান্সে তাঁর দু'দিনের সফর শেষ হয়েছে ৷ সেই নিয়ে আবেগী টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার বাস্তিল দিবসের অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি ৷ প্যারিসের জাতীয় দিবসের এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর কুচকাওয়াজ দেখে আনন্দিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 15, 2023, 9:53 AM IST

Updated : Jul 15, 2023, 10:03 AM IST

প্যারিস, 15 জুলাই: স্মরণীয় হয়ে থাকবে ফ্রান্স সফর । টুইটারে এমনটাই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাস্তিল দিবসের অনুষ্ঠানে ভারতের তিন বাহিনীকে কুচকাওয়াজ করতে দেখে তিনি আপ্লুত ৷ ফ্রান্সকে বিদায় জানিয়ে আজ ভোরে আরবে পৌঁছন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন ৷ সেই ছবি পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট লেখেন, "ভারত আর ফ্রান্সের বন্ধুত্ব অমর হোক ৷"

  • This France visit was a memorable one. It was made even more special because I got the opportunity to take part in the Bastille Day celebrations. Seeing the Indian contingent get a pride of place in the parade was wonderful. I am grateful to President @EmmanuelMacron and the… pic.twitter.com/BllJ8gVj8e

    — Narendra Modi (@narendramodi) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্রান্স নিয়ে আবেগী টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "এবারের ফ্রান্স সফর স্মরণীয় হয়ে থাকবে ৷ এটা আরও বিশেষ, কারণ আমি বাস্তিল দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম ৷ ভারতীয় সেনাবাহিনীর কুচাকাওয়াজে অংশ নেওয়াটাও গর্বের । দেখে দারুণ লেগেছে ৷ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের নাগরিকদের অভাবনীয় উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ৷ ভারত-ফ্রান্সের বন্ধুত্ব আরও গভীর হোক ৷" এর সঙ্গে তিনি বাস্তিল দিবসে কুচকাওয়াজের ছবিগুলিও পোস্ট করেন ৷

  • Vive l’amitié entre l’Inde et la France !
    Long live the French-Indian friendship!
    भारत और फ्रांस के बीच दोस्ती अमर रहे! pic.twitter.com/f0OP31GzIH

    — Emmanuel Macron (@EmmanuelMacron) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সঁজে-লিজেতে তিনি সস্ত্রীক-প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান দেখেন ৷ কুচকাওয়াজে ভারতের তিন সেনাবাহিনী অংশ নেয় ৷ এছাড়া ফ্রান্সের যুদ্ধবিমানের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমানও আকাশে ওড়ে ৷ দিনের অনুষ্ঠান শেষে রাতে ম্যাক্রোঁ ফ্রান্সের বিখ্যাত লুভের মিউজিয়ামে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন ৷ সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ব্রিগিট ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই নিয়ে টুইট করেন ৷

আরও পড়ুন: বাস্তিল দিবস উদযাপনে সঁজে-লিজেতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদি

ভারত ও ফ্রান্স- দুই দেশই শুক্রবার জানিয়েছে, দু'টি দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও বৃ্দ্ধি পেতে পারে ৷ 25 বছরের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে দুই দেশের ৷ এই সম্পর্কের কারণে অন্য বন্ধু দেশগুলিরও ভালো হবে ৷ এই সফরে 'ইন্দো-ফ্রান্স ইন্দো-প্যাসিফিক রোডম্যাপ' নিয়ে আলোচনা হয়েছে ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চল উন্মুক্ত, স্বাধীন এবং সুরক্ষিত হোক- এমনটাই বিশ্বাস করে ফ্রান্স ও ভারত ৷

প্যারিস, 15 জুলাই: স্মরণীয় হয়ে থাকবে ফ্রান্স সফর । টুইটারে এমনটাই লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাস্তিল দিবসের অনুষ্ঠানে ভারতের তিন বাহিনীকে কুচকাওয়াজ করতে দেখে তিনি আপ্লুত ৷ ফ্রান্সকে বিদায় জানিয়ে আজ ভোরে আরবে পৌঁছন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি প্রেসিডেন্ট ম্যাক্রোঁও প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলেছেন ৷ সেই ছবি পোস্ট করে ফরাসি প্রেসিডেন্ট লেখেন, "ভারত আর ফ্রান্সের বন্ধুত্ব অমর হোক ৷"

  • This France visit was a memorable one. It was made even more special because I got the opportunity to take part in the Bastille Day celebrations. Seeing the Indian contingent get a pride of place in the parade was wonderful. I am grateful to President @EmmanuelMacron and the… pic.twitter.com/BllJ8gVj8e

    — Narendra Modi (@narendramodi) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্রান্স নিয়ে আবেগী টুইট করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, "এবারের ফ্রান্স সফর স্মরণীয় হয়ে থাকবে ৷ এটা আরও বিশেষ, কারণ আমি বাস্তিল দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম ৷ ভারতীয় সেনাবাহিনীর কুচাকাওয়াজে অংশ নেওয়াটাও গর্বের । দেখে দারুণ লেগেছে ৷ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ফ্রান্সের নাগরিকদের অভাবনীয় উষ্ণ অভ্যর্থনার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ৷ ভারত-ফ্রান্সের বন্ধুত্ব আরও গভীর হোক ৷" এর সঙ্গে তিনি বাস্তিল দিবসে কুচকাওয়াজের ছবিগুলিও পোস্ট করেন ৷

  • Vive l’amitié entre l’Inde et la France !
    Long live the French-Indian friendship!
    भारत और फ्रांस के बीच दोस्ती अमर रहे! pic.twitter.com/f0OP31GzIH

    — Emmanuel Macron (@EmmanuelMacron) July 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফ্রান্সের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সঁজে-লিজেতে তিনি সস্ত্রীক-প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এই বিশেষ অনুষ্ঠান দেখেন ৷ কুচকাওয়াজে ভারতের তিন সেনাবাহিনী অংশ নেয় ৷ এছাড়া ফ্রান্সের যুদ্ধবিমানের পাশাপাশি ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমানও আকাশে ওড়ে ৷ দিনের অনুষ্ঠান শেষে রাতে ম্যাক্রোঁ ফ্রান্সের বিখ্যাত লুভের মিউজিয়ামে একটি নৈশভোজের আয়োজন করেছিলেন ৷ সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি ব্রিগিট ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদিকে স্বাগত জানান ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই নিয়ে টুইট করেন ৷

আরও পড়ুন: বাস্তিল দিবস উদযাপনে সঁজে-লিজেতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোদি

ভারত ও ফ্রান্স- দুই দেশই শুক্রবার জানিয়েছে, দু'টি দেশের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতার সম্পর্ক আরও বৃ্দ্ধি পেতে পারে ৷ 25 বছরের বন্ধুত্বের সম্পর্ক রয়েছে দুই দেশের ৷ এই সম্পর্কের কারণে অন্য বন্ধু দেশগুলিরও ভালো হবে ৷ এই সফরে 'ইন্দো-ফ্রান্স ইন্দো-প্যাসিফিক রোডম্যাপ' নিয়ে আলোচনা হয়েছে ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চল উন্মুক্ত, স্বাধীন এবং সুরক্ষিত হোক- এমনটাই বিশ্বাস করে ফ্রান্স ও ভারত ৷

Last Updated : Jul 15, 2023, 10:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.