ETV Bharat / international

'ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণের মৃত্যু নিন্দনীয়', গ্লোবাল সাউথ সামিটে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদির - ইজরায়েল হামাস যুদ্ধে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে

Israel-Hamas Conflict: ইজরায়েলের উপর অতর্কিতে হামাসের আক্রমণের পর থেকেই ইজরায়েল-হামাস যুদ্ধের সূচনা ৷ প্রথম থেকে ইজরায়েলকে সমর্থন করলেও যুদ্ধে হাজার হাজার সাধারণের মৃত্যুর নিন্দা করলেন মোদি । প্রধানমন্ত্রী এই যুদ্ধকে পশ্চিম এশিয়ার উন্নতিতে বাধা বলেই উল্লেখ করলেন ৷

ETV Bharat
ইজরায়েল ও হামাসের যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 2:33 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: ইজরায়েলের উপরের হামাসের হামলার নিন্দা করলেও, ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু নিয়েও সরব হলেন মোদি । গ্লোবাল সাউথ সামিটেই মোদির স্পষ্ট বার্তা, "যুদ্ধে সাধারণের মৃত্যুর নিন্দা করছে ভারত।" শুধু তাই নয়, দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলির জন্য এক স্বর হয়ে কথা বলার এটাই উপযুক্ত সময় বলেও জানিয়েছন প্রধানমন্ত্রী ৷

"কূটনৈতিক পথে এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব", এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভারত ভার্চুয়াল মাধ্যমে গ্লোবাল সাউথ সামিটের দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণ করে ৷ গত 7 অক্টোবর ইজরায়েলের উপর হঠাৎ হামাস হামলা চালায় ৷ এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আবার ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েল এবং গাজায় বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয়ে চলেছে ৷ সেই মৃত্যুরও নিন্দা করেছেন তিনি ৷ এই ঘটনাকে তিনি দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেন ৷

প্রধানমন্ত্রী বলেন, "7 অক্টোবর ইজরায়েলের উপর জঙ্গি আক্রমণের নিন্দা করছে ভারত ৷ আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে নিত্যনতুন চ্যালেঞ্জ সামনে আসছে ৷" তবে ইজরায়েল আর হামাসের মধ্যে হওয়া এই যুদ্ধের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব বলে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

অক্টোবর মাসে হামাসের আক্রমণের পরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে 42 দিন পার, যুদ্ধ চলছেই । প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ হামাস জঙ্গিদের খোঁজে সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে ঢুকেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ ইজরায়েলের দাবি, হাসপাতালের নীচে টানেলে লুকিয়ে রয়েছে হামাস ৷ এই যুদ্ধের প্রথম থেকেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ইজরায়েলের আক্রমণে গাজায় বহু নিরপরাধ প্যালেস্তাইন নাগরিক প্রাণ হারাচ্ছে ৷ তাদের মধ্যে রয়েছে মহিলা ও শিশুরাও ৷ এই অবস্থায় এই যুদ্ধ বিরতির ডাক দিয়েছে বিশ্বের বহু দেশ ৷ বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরিভিত্তিতে মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব গৃহীত হয় ৷ কিন্তু তা আদৌ কার্যকর হবে কি না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. গাজায় হাসপাতালের মধ্যেই হামাসের জঙ্গিঘাঁটি, প্রমাণ মিলেছে বলে দাবি ইজরায়েলের
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন কার্যকর হওয়া নিয়ে ধন্দ
  3. গাজার হাসপাতালে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা! আতঙ্কে হাজার হাজার রোগী

নয়াদিল্লি, 17 নভেম্বর: ইজরায়েলের উপরের হামাসের হামলার নিন্দা করলেও, ইজরায়েল-হামাস যুদ্ধে সাধারণ মানুষের মৃত্যু নিয়েও সরব হলেন মোদি । গ্লোবাল সাউথ সামিটেই মোদির স্পষ্ট বার্তা, "যুদ্ধে সাধারণের মৃত্যুর নিন্দা করছে ভারত।" শুধু তাই নয়, দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলির জন্য এক স্বর হয়ে কথা বলার এটাই উপযুক্ত সময় বলেও জানিয়েছন প্রধানমন্ত্রী ৷

"কূটনৈতিক পথে এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব", এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার ভারত ভার্চুয়াল মাধ্যমে গ্লোবাল সাউথ সামিটের দ্বিতীয় সংস্করণে অংশগ্রহণ করে ৷ গত 7 অক্টোবর ইজরায়েলের উপর হঠাৎ হামাস হামলা চালায় ৷ এই ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদি ৷ আবার ইজরায়েল-হামাস যুদ্ধে ইজরায়েল এবং গাজায় বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয়ে চলেছে ৷ সেই মৃত্যুরও নিন্দা করেছেন তিনি ৷ এই ঘটনাকে তিনি দক্ষিণ এশিয়ার উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জ বলেই উল্লেখ করেন ৷

প্রধানমন্ত্রী বলেন, "7 অক্টোবর ইজরায়েলের উপর জঙ্গি আক্রমণের নিন্দা করছে ভারত ৷ আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে নিত্যনতুন চ্যালেঞ্জ সামনে আসছে ৷" তবে ইজরায়েল আর হামাসের মধ্যে হওয়া এই যুদ্ধের সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব বলে জোর দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

অক্টোবর মাসে হামাসের আক্রমণের পরপরই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করেন ৷ সেই থেকে 42 দিন পার, যুদ্ধ চলছেই । প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ৷ হামাস জঙ্গিদের খোঁজে সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে ঢুকেছে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ ইজরায়েলের দাবি, হাসপাতালের নীচে টানেলে লুকিয়ে রয়েছে হামাস ৷ এই যুদ্ধের প্রথম থেকেই ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷

ইজরায়েলের আক্রমণে গাজায় বহু নিরপরাধ প্যালেস্তাইন নাগরিক প্রাণ হারাচ্ছে ৷ তাদের মধ্যে রয়েছে মহিলা ও শিশুরাও ৷ এই অবস্থায় এই যুদ্ধ বিরতির ডাক দিয়েছে বিশ্বের বহু দেশ ৷ বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জরুরিভিত্তিতে মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব গৃহীত হয় ৷ কিন্তু তা আদৌ কার্যকর হবে কি না, সেই প্রশ্ন রয়েই যাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. গাজায় হাসপাতালের মধ্যেই হামাসের জঙ্গিঘাঁটি, প্রমাণ মিলেছে বলে দাবি ইজরায়েলের
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে নিরাপত্তা পরিষদের রেজলিউশন কার্যকর হওয়া নিয়ে ধন্দ
  3. গাজার হাসপাতালে ঢুকে পড়ল ইজরায়েলি সেনা! আতঙ্কে হাজার হাজার রোগী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.