ইসলামাবাদ, 1 এপ্রিল: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ছক কষা হয়েছে (Plot to assassinate Pak PM) ৷ দাবি দেশের নিরাপত্তা সংস্থার ৷ রবিবার তাঁর বিরুদ্ধে পেশ করা অনাস্থা প্রস্তাবে (Plot to assassinate Pak PM Imran Khan reported Minister) ভোটাভুটির মুখোমুখি হবেন ইমরান খান ৷ তার ঠিক আগেই তাঁকে হত্যার ষড়যন্ত্রের খবর থাকায় তাঁর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷
পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধরি (Pakistan Information Minister) শুক্রবার সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ ঠিক এক সপ্তাহ আগে একই ধরনের দাবি করেছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফয়জল ভাওড়া ৷ তিনিও বলেছিলেন যে, ইমরান খানকে হত্যার (assassinate Pak PM Imran Khan) ষড়যন্ত্র করা হচ্ছে ৷
আরও পড়ুন: Imran Khan : ইস্তফা দেব না, শেষ বল পর্যন্ত লড়ব, হুঙ্কার কাপ্তানের
27 মার্চ পিটিআই-এর মিছিলে একটি চিঠি তুলে ধরেছিলেন ইমরান খান (Plot to assassinate Pakistan PM) ৷ তিনি দাবি করেন যে, তাঁর সরকারকে ফেলে দেওয়ার জন্য বিদেশি চক্রান্ত যে চলছে, তার প্রমাণ হল সেই চিঠি ৷ সে প্রসঙ্গে এআরওয়াই নিউজকে ভাওড়া বলেন, ‘‘ইমরান খানের প্রাণহানির ঝুঁকি রয়েছে ৷’’ তবে তাঁর বিরুদ্ধে চক্রান্তের কথা সেই চিঠিতে লেখা আছে কি না, তা স্পষ্ট করেননি ভাওড়া ৷ তিনি আরও জানান, পাক প্রধানমন্ত্রীকে বারবার বলা হয়েছিল যে, 27 মার্চের জনসভার মঞ্চে বুলেটপ্রুফ কাচের বেষ্টনী ব্যবহার করা উচিত ৷
জাতির উদ্দেশে ভাষণে ইমরান অভিযোগ করেছেন যে, তাঁর সরকারকে ফেলে দিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ষড়যন্ত্র চলছে ৷ তাঁর এই দাবির ঠিক একদিন পরই তাঁকে হত্যার ছক কষা হচ্ছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ৷