ETV Bharat / international

Pak PM seeks talks with India: বোমা-গোলাবারুদে সম্পদ নষ্ট না করে আলোচনা চায় পাকিস্তান, বার্তা শরিফের

ভারতের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Sharif seeks sincere talks with India) ৷ তিনি এই নিয়ে বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

Pakistan PM Shehbaz Sharif
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ
author img

By

Published : Jan 17, 2023, 8:42 PM IST

ইসলামাবাদ (পাকিস্তান), 17 জানুয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) কাশ্মীর-সহ সব দ্বিপাক্ষিক ‘জ্বলন্ত’ সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) সঙ্গে ‘গুরুতর’ ও ‘আন্তরিক’ আলোচনা করতে চেয়েছেন ৷ পারমাণবিক অস্ত্রধারী (Nuclear Armed) এই দুই রাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও তিনি দাবি করেছেন ৷ সোমবার দুবাইয়ের আল আরাবিয়া নামে একটি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ এই কথা বলেন ।

কাশ্মীর ইস্যু (Kashmir Issue) ও পাকিস্তানের দিক হওয়া সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘ সমস্যা বিদ্যমান ৷ পাকিস্তানের তরফে বহুবার তৃতীয়পক্ষের মধ্যস্থতায় আলোচনার কথা বলা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই ভারতের তরফে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে ৷ শরিফ বলেন, "ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হল, আসুন আমরা আলোচনায় বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি ।"

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে বসবাস করা, অগ্রগতি করব, কিংবা একে অপরের সঙ্গে ঝগড়া করব এবং সময় ও সম্পদের অপচয় করব কি না সেটা আমাদের ব্যাপার । ভারতের সঙ্গে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে এবং এটি কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে ।"

তিনি এই নিয়ে আরও ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "আমরা আমাদের শিক্ষা নিয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই, যদি আমরা আমাদের আসল সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হই । আমরা দারিদ্র্য দূর করতে, সমৃদ্ধি অর্জন করতে এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদে আমাদের সম্পদ নষ্ট করতে চাই না ৷ এটাই আমি প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দিতে চাই ৷”

যদিও এই নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ যদিও ভারতের তরফে বরাবর পাকিস্তানের দিক থেকে হওয়া সন্ত্রাসবাদকেই মূল সমস্যা বলে উল্লেখ করা হয়েছে ৷ সন্ত্রাসবাদ বন্ধ না হলে কোনওরকম আলোচনা সম্ভব নয় বলেও বারবার জানানো হয়েছে ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহার এবং সংবিধানের 370 ধারা প্রত্যাহার নিয়ে সমালোচনা করেছিল পাকিস্তান ৷ তখনও ভারত পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ৷ এবার কী উত্তর দেয় এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'পরমাণু যুদ্ধ নয়, দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ', টুইট পাক মন্ত্রীর

ইসলামাবাদ (পাকিস্তান), 17 জানুয়ারি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistan PM Shehbaz Sharif) কাশ্মীর-সহ সব দ্বিপাক্ষিক ‘জ্বলন্ত’ সমস্যার সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) সঙ্গে ‘গুরুতর’ ও ‘আন্তরিক’ আলোচনা করতে চেয়েছেন ৷ পারমাণবিক অস্ত্রধারী (Nuclear Armed) এই দুই রাষ্ট্রকে আলোচনার টেবিলে আনতে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও তিনি দাবি করেছেন ৷ সোমবার দুবাইয়ের আল আরাবিয়া নামে একটি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফ এই কথা বলেন ।

কাশ্মীর ইস্যু (Kashmir Issue) ও পাকিস্তানের দিক হওয়া সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘ সমস্যা বিদ্যমান ৷ পাকিস্তানের তরফে বহুবার তৃতীয়পক্ষের মধ্যস্থতায় আলোচনার কথা বলা হয়েছে ৷ কিন্তু প্রতিবারই ভারতের তরফে সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে ৷ শরিফ বলেন, "ভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার বার্তা হল, আসুন আমরা আলোচনায় বসি এবং কাশ্মীরের মতো আমাদের জ্বলন্ত সমস্যা সমাধানের জন্য আন্তরিক আলোচনা করি ।"

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণভাবে বসবাস করা, অগ্রগতি করব, কিংবা একে অপরের সঙ্গে ঝগড়া করব এবং সময় ও সম্পদের অপচয় করব কি না সেটা আমাদের ব্যাপার । ভারতের সঙ্গে আমাদের তিনটি যুদ্ধ হয়েছে এবং এটি কেবল জনগণের জন্য আরও দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব নিয়ে এসেছে ।"

তিনি এই নিয়ে আরও ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, "আমরা আমাদের শিক্ষা নিয়েছি এবং আমরা শান্তিতে থাকতে চাই, যদি আমরা আমাদের আসল সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হই । আমরা দারিদ্র্য দূর করতে, সমৃদ্ধি অর্জন করতে এবং আমাদের জনগণকে শিক্ষা ও স্বাস্থ্য সুবিধা এবং কর্মসংস্থান দিতে চাই এবং বোমা ও গোলাবারুদে আমাদের সম্পদ নষ্ট করতে চাই না ৷ এটাই আমি প্রধানমন্ত্রী মোদীকে বার্তা দিতে চাই ৷”

যদিও এই নিয়ে ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ৷ যদিও ভারতের তরফে বরাবর পাকিস্তানের দিক থেকে হওয়া সন্ত্রাসবাদকেই মূল সমস্যা বলে উল্লেখ করা হয়েছে ৷ সন্ত্রাসবাদ বন্ধ না হলে কোনওরকম আলোচনা সম্ভব নয় বলেও বারবার জানানো হয়েছে ৷ জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহার এবং সংবিধানের 370 ধারা প্রত্যাহার নিয়ে সমালোচনা করেছিল পাকিস্তান ৷ তখনও ভারত পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ৷ এবার কী উত্তর দেয় এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন: 'পরমাণু যুদ্ধ নয়, দায়িত্বপূর্ণ পরমাণু শক্তিধর দেশ', টুইট পাক মন্ত্রীর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.