ETV Bharat / international

US Plane Incident: মাঝআকাশে বিমানের ইঞ্জিন বন্ধের চেষ্টা, ধৃত বিমানের কো-পাইলট - Mental Breakdown

সোমবার বড় বিপদ এড়িয়েছে একটি মার্কিন বিমান ৷ যানা গিয়েছে, মাঝ আকাশে সানফ্রান্সিস্কোগামী ওই বিমানের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন এক কো পাইলট ৷ তাকে পড়ে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat
ধৃত মার্কিন পাইলট
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2023, 7:54 PM IST

পোর্টল্যান্ড, 24 অক্টোবর: আপৎকালীন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয় বিমানচালকদের ৷ মাঝ আকাশে তাঁদের উপস্থিত বুদ্ধি ও বিমানের নিয়ন্ত্রণের উপরেই নির্ভর করে যাত্রীদের জীবন ও সুরক্ষার বিষয়টি ৷ সেখানে বিমানচলকের সামান্য ভুলও চরম সংকট ডেকে আনতে পারে যাত্রীদের জীবনে ৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে এক পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি মাঝ আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন ৷ যদিও ঘটনার দিন তিনি বিমানটির চালকের দায়িত্বে ছিলেন না, ছিলেন সহ পাইলট হিসেবে ৷ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোগামী হরাইজন এয়ারের একটি বিমানে এই ঘটনা ঘটে ৷ অভিযুক্ত ওই ডেপুটি পাইলটের নাম জোসেফ ডেভিড ইমারসন, তাঁর বয়স 44 বছর ৷ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ও বেপরোয়া কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে ৷

ওই বিমানটির এক যাত্রী জানিয়েছেন, জোসেফ মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ কারণ, জরুরি অবতরণের আগে বিমানকর্মীদের তরফে ঘোষণা করা হয়েছিল, মানসিক অস্থিরতার কারণে ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি, তাই দ্রুত তাঁকে বিমান থেকে নামানো প্রয়োজন চিকিৎসার জন্য ৷ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটের সঙ্গে এটিসি-এর কথোপকথনেও ধরা পড়েছে ওই সহ-পাইলটের কীর্তির কথা ৷ সেই বার্তায় এটিসিকে ওই বিমানচালক বলেন, "ককপিটে বসে যে ব্যক্তি বিমানের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা তাঁকে ধরেছি ৷ " এই ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় বিমানযাত্রীদের মধ্যে ৷ ওই সহ-পাইলটকে বিমানের ককপিট থেকে বের করে এনে বিমানের পিছন দিকে বসিয়ে রাখা হয় তাকে ৷ হাতে হাতকড়া ছিল তার, তবে কোনও হৈচৈ তিনি করেননি ৷ তবে এই গোটা ঘটনাপর্বে ভালো কথা হল, বিমানের ইঞ্জিন বন্ধ হয়নি এবং বিমানটিরও কোনও ক্ষতি হয়নি ৷

আরও পড়ুন: এয়ার কন্ডিশনের অতি ব্যবহার, বিদ্যুৎ খরচে আফ্রিকাকে ছাড়িয়ে যেতে পারে ভারত!

জানা গিয়েছে, হরাইজন এয়ারের ওই এমব্রেয়ার 175 বিমানটিতে 80 জন যাত্রী ও 4জন বিমানকর্মী ছিলেন ৷ সৌভাগ্যক্রমে বিমানটির কোনও ক্ষতি হয়নি এবং অবতরণের পর যাত্রীরা পরে অন্য একটি বিমানে সানফ্রান্সিস্কোর উদ্দেশ্যে রওনা হন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই এবং দ্য ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ৷ অগ্নিনিরোধক যন্ত্র ব্যবহার করে ওই ব্যক্তি বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে জন কক্স নামে একজন প্রাক্তন পাইলট জানিয়েছেন, গত 53 বছরে তিনি কখনও এমন ঘটনার কথা শোনেননি ৷

পোর্টল্যান্ড, 24 অক্টোবর: আপৎকালীন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয় বিমানচালকদের ৷ মাঝ আকাশে তাঁদের উপস্থিত বুদ্ধি ও বিমানের নিয়ন্ত্রণের উপরেই নির্ভর করে যাত্রীদের জীবন ও সুরক্ষার বিষয়টি ৷ সেখানে বিমানচলকের সামান্য ভুলও চরম সংকট ডেকে আনতে পারে যাত্রীদের জীবনে ৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এমন একটি ঘটনা ঘটেছে, যেখানে এক পাইলটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি মাঝ আকাশেই বিমানের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন ৷ যদিও ঘটনার দিন তিনি বিমানটির চালকের দায়িত্বে ছিলেন না, ছিলেন সহ পাইলট হিসেবে ৷ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোগামী হরাইজন এয়ারের একটি বিমানে এই ঘটনা ঘটে ৷ অভিযুক্ত ওই ডেপুটি পাইলটের নাম জোসেফ ডেভিড ইমারসন, তাঁর বয়স 44 বছর ৷ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার ও বেপরোয়া কার্যকলাপের অভিযোগ আনা হয়েছে ৷

ওই বিমানটির এক যাত্রী জানিয়েছেন, জোসেফ মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ কারণ, জরুরি অবতরণের আগে বিমানকর্মীদের তরফে ঘোষণা করা হয়েছিল, মানসিক অস্থিরতার কারণে ওই কাণ্ড ঘটিয়েছেন তিনি, তাই দ্রুত তাঁকে বিমান থেকে নামানো প্রয়োজন চিকিৎসার জন্য ৷ স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটের সঙ্গে এটিসি-এর কথোপকথনেও ধরা পড়েছে ওই সহ-পাইলটের কীর্তির কথা ৷ সেই বার্তায় এটিসিকে ওই বিমানচালক বলেন, "ককপিটে বসে যে ব্যক্তি বিমানের ইঞ্জিন বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, আমরা তাঁকে ধরেছি ৷ " এই ঘটনার পরেই আতঙ্ক ছড়ায় বিমানযাত্রীদের মধ্যে ৷ ওই সহ-পাইলটকে বিমানের ককপিট থেকে বের করে এনে বিমানের পিছন দিকে বসিয়ে রাখা হয় তাকে ৷ হাতে হাতকড়া ছিল তার, তবে কোনও হৈচৈ তিনি করেননি ৷ তবে এই গোটা ঘটনাপর্বে ভালো কথা হল, বিমানের ইঞ্জিন বন্ধ হয়নি এবং বিমানটিরও কোনও ক্ষতি হয়নি ৷

আরও পড়ুন: এয়ার কন্ডিশনের অতি ব্যবহার, বিদ্যুৎ খরচে আফ্রিকাকে ছাড়িয়ে যেতে পারে ভারত!

জানা গিয়েছে, হরাইজন এয়ারের ওই এমব্রেয়ার 175 বিমানটিতে 80 জন যাত্রী ও 4জন বিমানকর্মী ছিলেন ৷ সৌভাগ্যক্রমে বিমানটির কোনও ক্ষতি হয়নি এবং অবতরণের পর যাত্রীরা পরে অন্য একটি বিমানে সানফ্রান্সিস্কোর উদ্দেশ্যে রওনা হন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই এবং দ্য ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ৷ অগ্নিনিরোধক যন্ত্র ব্যবহার করে ওই ব্যক্তি বিমানের ইঞ্জিন বন্ধ করার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৷ এই প্রসঙ্গে জন কক্স নামে একজন প্রাক্তন পাইলট জানিয়েছেন, গত 53 বছরে তিনি কখনও এমন ঘটনার কথা শোনেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.