স্টকহোম (সুইডেন), 3 সেপ্টেম্বর: তীব্র সমালোচনার চাপে অবশেষে রাশিয়া, ইরান এবং বেলারুশ - এই তিন দেশের আমন্ত্রণ প্রত্যাহার করে নিল নোবেল ফাউন্ডেশন ৷ তারা বলেছে যে, এই তিন দেশকে আমন্ত্রণ জানানোয় 'কঠোর প্রতিক্রিয়া' সৃষ্টি হয়েছে ৷ সিএনএন এই খবর জানিয়েছে ৷
নোবেল ফাউন্ডেশন প্রাথমিক ভাবে বলেছিল, যে দেশ নোবেল পুরস্কারের মূল্যবোধ শেয়ার করে না, তাদেরও পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত করতে চায় তারা ৷ তবে শনিবার তারা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, তিনটি দেশের (রাশিয়া, বেলারুশ এবং ইরান) রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হবে না ৷
রাশিয়া ও বেলারুশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তের নিন্দা করেছিল ইউক্রেন । ইউরোপীয় পার্লামেন্টের একজন সুইডিশ সদস্য এই সিদ্ধান্তকে 'অত্যন্ত অনুপযুক্ত' বলেছেন । গত বছর ইউক্রেনের যুদ্ধের কারণে স্টকহোমের নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে রাশিয়ান ও বেলারুশের রাষ্ট্রদূতদের বাদ দেওয়া হয়েছিল ।
শনিবার নোবেল ফাউন্ডেশন তার বিবৃতিতে বলেছে, "নোবেল ফাউন্ডেশনের নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে সমস্ত রাষ্ট্রদূতকে পূর্বের মতোই আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ৷" ফাউন্ডেশন শনিবার তার বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তের ভিত্তি হচ্ছে বিশ্বাস । বিবৃতিতে বলা হয়েছে, নোবেল পুরস্কার যে মূল্যবোধ ও বার্তার প্রতীক তার সঙ্গে যতটা সম্ভব সাযুজ্য রাখাটা গুরুত্বপূর্ণ এবং সঠিক ।"
বিবতিতে দাবি, "উদাহরণস্বরূপ, গত বছর রাশিয়া এবং বেলারুশের মানবাধিকার যোদ্ধাদের পাশাপাশি ইউক্রেনীয়দের শান্তি পুরস্কার দেওয়ার সময় রাজনৈতিক বার্তায় এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছিল ৷" ফাউন্ডেশন আরও বলেছে যে, তারা সুইডেনের তীব্র প্রতিক্রিয়া স্বীকার করে নিয়েই গত বছরের ব্যতিক্রমের পুনরাবৃত্তি বেছে নিয়েছে - অর্থাৎ স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ না করা ।
শনিবারের এই পদক্ষেপকে সুইডিশ প্রধানমন্ত্রী এবং ইউক্রেনের কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন । সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন একটি পোস্টে বলেছেন, "স্টকহোমে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানের বিষয়ে নোবেল ফাউন্ডেশনের বোর্ডের নতুন সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই ৷"
ইউক্রেনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওলেগ নিকোলেনকো ফেসবুকে একটি পোস্টে এই সিদ্ধান্তকে 'বিচার পুনরুদ্ধার' বলে অভিহিত করেছেন । নোবেল ব্যাঙ্কোয়েট প্রতি বছর স্টকহোমে 10 ডিসেম্বর অনুষ্ঠিত হয় ৷ যেখানে ছয়টি নোবেল পুরস্কারের মধ্যে পাঁচটি দেওয়া হয় । নরওয়ের অসলোতে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় । 2022-এর 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অসংখ্য প্রাণ কেড়ে নিয়েছে এবং যুদ্ধ এখনও দুই দেশের মধ্যে ক্রমে বেড়ে চলেছে । (সংবাদসংস্থা এএনআই)
আরও পড়ুন: সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হলেন ভারতীয় বংশোদ্ভূত তামিল থরমান শানমুগারত্নম