ETV Bharat / international

NA Session Adjourned : শুরু হয়নি ইমরান-সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি, আপাতত মুলতুবি ন্যাশনাল অ্যাসেম্বলি

author img

By

Published : Apr 9, 2022, 1:19 PM IST

আজ সুপ্রিম কোর্টের রায় মেনে সময়মতো অনাস্থা ভোটাভুটির অধিবেশন শুরু করেন স্পিকার আসাদ কাইজ়ার ৷ কিছুক্ষণ পরেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অধিবেশন মুলতুবি ঘোষণা করেন (NA Session Adjourned) ৷

No motion vote session adjourne
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি মুলতুবি

ইসলামাবাদ, 9 এপ্রিল : অধিবেশন মুলতুবি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷ স্থানীয় সময় সাড়ে বারোটা অবধি মুলতুবি অধিবেশন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হয় ৷ অধিবেশন পরিচালনা করছেন ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার আসাদ কাইজ়ার (No motion against Pak PM Imran Khan NA session adjourned till 12.30 pm) ৷

অধিবেশনের সূচনায় বিরোধী দলনেতা শেহবাজ় শরিফ (Pakistan Muslim League N) স্পিকারকে বলেন, "আজ সাংবিধানিক পথে সংসদ নির্বাচিত প্রধানমন্ত্রীকে পরাজিত করবে ৷" তিনি স্পিকারকে 3 এপ্রিলের ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ করে বলেন, "আপনি আপনার হৃদয়, মন, বিশ্বাস দিয়ে এই মুহূর্তের সঙ্গে থাকুন ৷ নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করবেন না ৷" তবে স্পিকার আসাদ কাইজ়ার তাঁকে পাল্টা মনে করিয়ে বলেন, "কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ সেটা নিয়েও আলোচনা হওয়া উচিত ৷" সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলির চতুর্দিক থেকে প্রতিবাদ আসতে থাকে ৷

আরও পড়ুন : Imran Khan : কোনও সুপারপাওয়ারের নির্দেশে ভারত চলে না, পাকিস্তানের শেখা উচিত ; গুণগান ইমরানের

বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি শেহবাজ় শরিফ প্রত্যুত্তরে বলেন, "বিরোধীদের অনাস্থা প্রস্তাব পেশ করার অধিকার আছে ৷ আমরা সাংবিধানিক, রাজনৈতিক এবং গণতান্ত্রিক উপায়ে লড়ব ৷" ন্যাশনাল অ্যাসেম্বলিতে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের মধ্যে মতানৈক্যের পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকার আসাদ কাইজ়ার স্থানীয় সময় সাড়ে বারোটা অবধি অধিবেশন মুলতুবি ঘোষণা করেন ৷

এ নিয়ে বিরোধী শিবিরের নেতা আহমেদ বিলাল মেহবুব (Ahmed Bilal Mehboob) টুইট করে তাঁর ক্ষোভ প্রকাশ করে লেখেন, "অধিবেশন মুলতুবি করার যুক্তিটা বোঝা মুশকিল ৷ প্রায় দেড়ঘণ্টা ধরে বসে আছি ৷ এটা লাঞ্চ ব্রেক হতে পারে না, কারণ এই মাসে উপবাস চলছে ৷ এমনকি এটা প্রার্থনারও সময় নয় ৷" তিনি দুশ্চিন্তা প্রকাশ করে লেখেন, "আমি একেবারে অন্ধকারে এবং অবশ্যই বলব যে, চিন্তা হচ্ছে ৷"

ইসলামাবাদ, 9 এপ্রিল : অধিবেশন মুলতুবি পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ৷ স্থানীয় সময় সাড়ে বারোটা অবধি মুলতুবি অধিবেশন ৷ আজ সকাল সাড়ে দশটা নাগাদ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট শুরু হয় ৷ অধিবেশন পরিচালনা করছেন ন্যাশনাল অ্যাসেম্বলি স্পিকার আসাদ কাইজ়ার (No motion against Pak PM Imran Khan NA session adjourned till 12.30 pm) ৷

অধিবেশনের সূচনায় বিরোধী দলনেতা শেহবাজ় শরিফ (Pakistan Muslim League N) স্পিকারকে বলেন, "আজ সাংবিধানিক পথে সংসদ নির্বাচিত প্রধানমন্ত্রীকে পরাজিত করবে ৷" তিনি স্পিকারকে 3 এপ্রিলের ঘটনা ভুলে যাওয়ার অনুরোধ করে বলেন, "আপনি আপনার হৃদয়, মন, বিশ্বাস দিয়ে এই মুহূর্তের সঙ্গে থাকুন ৷ নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী কাজ করবেন না ৷" তবে স্পিকার আসাদ কাইজ়ার তাঁকে পাল্টা মনে করিয়ে বলেন, "কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়টিও গুরুত্বপূর্ণ ৷ সেটা নিয়েও আলোচনা হওয়া উচিত ৷" সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলির চতুর্দিক থেকে প্রতিবাদ আসতে থাকে ৷

আরও পড়ুন : Imran Khan : কোনও সুপারপাওয়ারের নির্দেশে ভারত চলে না, পাকিস্তানের শেখা উচিত ; গুণগান ইমরানের

বিদেশ মন্ত্রী শাহ মহম্মদ কুরেশি শেহবাজ় শরিফ প্রত্যুত্তরে বলেন, "বিরোধীদের অনাস্থা প্রস্তাব পেশ করার অধিকার আছে ৷ আমরা সাংবিধানিক, রাজনৈতিক এবং গণতান্ত্রিক উপায়ে লড়ব ৷" ন্যাশনাল অ্যাসেম্বলিতে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের মধ্যে মতানৈক্যের পরিস্থিতি তৈরি হওয়ায় স্পিকার আসাদ কাইজ়ার স্থানীয় সময় সাড়ে বারোটা অবধি অধিবেশন মুলতুবি ঘোষণা করেন ৷

এ নিয়ে বিরোধী শিবিরের নেতা আহমেদ বিলাল মেহবুব (Ahmed Bilal Mehboob) টুইট করে তাঁর ক্ষোভ প্রকাশ করে লেখেন, "অধিবেশন মুলতুবি করার যুক্তিটা বোঝা মুশকিল ৷ প্রায় দেড়ঘণ্টা ধরে বসে আছি ৷ এটা লাঞ্চ ব্রেক হতে পারে না, কারণ এই মাসে উপবাস চলছে ৷ এমনকি এটা প্রার্থনারও সময় নয় ৷" তিনি দুশ্চিন্তা প্রকাশ করে লেখেন, "আমি একেবারে অন্ধকারে এবং অবশ্যই বলব যে, চিন্তা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.