লন্ডন, 20 অক্টোবর: বুধবার তাঁর ভারতীয় বংশোদ্ভূত হোম সেক্রেটারি সুয়েল্লা ব্রেভারম্যান (Suella Braverman) পদত্যাগ করতেই বিপদ বেড়েছিল তাঁর ৷ এর পরপরই চিফ হুইপ ওয়েন্ডি মর্টনও সরে দাঁড়ানোর পর আশঙ্কা আরও তীব্র হয় ৷ সেই আশঙ্কাকে সত্যি করেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন লিজ ট্রাস ৷ শপথগ্রহণের ছ'সপ্তাহের মধ্যেই সরে দাঁড়ালেন তিনি (Liz Truss resigns as the Prime Minister of the UK) ৷
মানুষকে তিনি যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তা প্রদানে ব্যর্থ তিনি ৷ এই মর্মে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন ট্রাস ৷ দেশের অর্থনৈতিক শ্রীবৃদ্ধির লক্ষ্যে তাঁর গৃহীত পদক্ষেপগুলি সাম্প্রতিক সময়ে ব্য়াপক সমালোচনার সম্মুখীন হয় ৷ যার মধ্যে কর হ্রাস নীতি আরোপে তাঁকে পিছু হটতে হয় ৷ সবমিলিয় খুবই স্বল্প সময়ে তাঁর বিতর্কিত রাজত্বের অবসান হল বরিস জনসনের (Boris Johnson) উত্তরসূরির ৷ তবে তাঁর সফল উত্তরসূরি যতদিন না-আসছেন ততদিন দায়িত্ব সামলে যাবেন বলে বিদায়বেলায় জানিয়েছেন ট্রাস ৷
প্রধানমন্ত্রী পদে ইস্তফা প্রদানের সঙ্গে একটি রেকর্ডও গড়ে ফেললেন ট্রস ৷ ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদের প্রধানমন্ত্রী হলেন তিনি ৷ ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে (Rishi Sunak) হারিয়ে গত সেপ্টেম্বরে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ করেছিলেন ট্রাস ৷ কিন্তু শপথগ্রহণের পর থেকেই তাঁর কনজার্ভেটিভ পার্টির অন্দরেই ক্ষোভ বাড়তে থাকে ৷ দলের অন্দরে অসন্তোষ না-বাড়িয়ে শেষমেশ ইস্তফা দিতে বাধ্য হলেন তিনি ৷
-
We delivered on energy bills and on cutting national insurance.
— Liz Truss (@trussliz) October 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
We have continued to stand with Ukraine and to protect our own security.
And we set out a vision for a low tax, high growth economy – that would take advantage of the freedoms of Brexit. pic.twitter.com/fi6rtdBRAf
">We delivered on energy bills and on cutting national insurance.
— Liz Truss (@trussliz) October 20, 2022
We have continued to stand with Ukraine and to protect our own security.
And we set out a vision for a low tax, high growth economy – that would take advantage of the freedoms of Brexit. pic.twitter.com/fi6rtdBRAfWe delivered on energy bills and on cutting national insurance.
— Liz Truss (@trussliz) October 20, 2022
We have continued to stand with Ukraine and to protect our own security.
And we set out a vision for a low tax, high growth economy – that would take advantage of the freedoms of Brexit. pic.twitter.com/fi6rtdBRAf
আরও পড়ুন: চিফ হুইপের ইস্তফা নিয়ে জল্পনা, বিপদ বাড়ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের
বিদায়বেলায় এক বিবৃতিতে ট্রাস বলেন, "আমি যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম তখন দেশের অর্থনীতিতে তীব্র অস্থিরতা চলছিল ৷ অনায্যভাবে পুতিনের রাশিয়া আগ্রাসন ইউরোপের নিরাপত্তায় ব্যাপক বিঘ্ন ঘটেছিল ৷ অর্থনৈতিকভাবে আমাদের দেশ অনেকটাই পিছিয়ে ছিল ৷" ট্রাসের উত্তরসূরি হিসেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ফের উঠে আসছে ঋষি সুনাকের নাম ৷ দৌড়ে রয়েছেন পেনি মর্ডন্টও (Penny Mordaunt) ৷ উল্লেখ্য, আগামী সপ্তাহেই ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন ৷