ETV Bharat / international

Earthquake Hits Nepal: মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, কম্পন অনুভূত দিল্লিতেও

বুধবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 5.2 (Magnitude 5.2 Earthquake Hits Nepal) ৷ পড়শি দেশে সেই কম্পনের অভিঘাতে কেঁপে উঠল রাজধানী নয়াদিল্লি ৷

Etv Bharat
মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল
author img

By

Published : Feb 22, 2023, 4:13 PM IST

কাঠমাণ্ডু, 22 ফেব্রুয়ারি: তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক বিপর্যয়ের রেশ এখনও ফিকে হয়নি ৷ বিধ্বংসী ভূ-কম্পনে দু'দেশে মৃত্যুমিছিলের করুণ ছবি দেখে বাকি বিশ্ব ৷ মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 46 হাজার ৷ এরইমধ্যে বুধবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 5.2 (Magnitude 5.2 Earthquake Hits Nepal) ৷ পড়শি দেশে সেই কম্পনের অভিঘাতে কেঁপে উঠল নয়াদিল্লিও (Light tremors felt in Delhi-NCR as Earthquake Hits Nepal) ৷

রিখটার স্কেলে 4.4 তীব্রতায় রাজধানীতে এদিন কম্পন অনুভূত হয় ৷ নেপালের বাজুরা জেলার বিচ্ছিয়া এলাকা ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে সে দেশের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ৷ কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বেলা 1টা 45 মিনিট নাগাদ ৷ গত মাসেই 5.8 তীব্রতায় কেঁপে উঠেছিল বাজুরা জেলারই হিমালি গ্রাম ৷ বেশ কিছু বাড়ি সেবার ভেঙে পড়েছিল কম্পনে ৷ যার অভিঘাতে কম্পন অনুভূত হয়েছিল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে ৷

তার আগে গত নভেম্বরে জোরালো ভূ-কম্পনের সাক্ষী থেকেছিল বৌদ্ধ রাষ্ট্রটি ৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 6.3 ৷ মৃত্যু হয়েছিল 6 জনের ৷ নেপালে এদিনের কম্পনের অভিঘাত টের পেয়েছে রাজধানী নয়াদিল্লি এবং তৎসংলগ্ন অঞ্চল ৷ রাজধানীতে এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল 4.4 ৷ যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

গতকাল অর্থাৎ, মঙ্গলবার ন্যাশনাল জিওফিজিক্য়াল রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী ড: এন পূর্ণচন্দ্র রাও উত্তরাখণ্ড নিয়ে আতংকের কথা শুনিয়েছেন ৷ ভূ-পৃষ্ঠের একাধিক টেকটনিক প্লেটর অবস্থানগত পরিবর্তন হচ্ছে লাগাতারভাবে ৷ তাই হিমালয় সংলগ্ন অঞ্চলে বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে যে কোনও সময় ৷ এরমধ্যে তিনি সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডকে নিয়ে ৷

কাঠমাণ্ডু, 22 ফেব্রুয়ারি: তুরস্ক ও সিরিয়ায় সাম্প্রতিক বিপর্যয়ের রেশ এখনও ফিকে হয়নি ৷ বিধ্বংসী ভূ-কম্পনে দু'দেশে মৃত্যুমিছিলের করুণ ছবি দেখে বাকি বিশ্ব ৷ মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে 46 হাজার ৷ এরইমধ্যে বুধবার মাঝারি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল ৷ রিখটার স্কেলে যার তীব্রতা 5.2 (Magnitude 5.2 Earthquake Hits Nepal) ৷ পড়শি দেশে সেই কম্পনের অভিঘাতে কেঁপে উঠল নয়াদিল্লিও (Light tremors felt in Delhi-NCR as Earthquake Hits Nepal) ৷

রিখটার স্কেলে 4.4 তীব্রতায় রাজধানীতে এদিন কম্পন অনুভূত হয় ৷ নেপালের বাজুরা জেলার বিচ্ছিয়া এলাকা ভূমিকম্পের উৎসস্থল বলে জানিয়েছে সে দেশের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ৷ কম্পন অনুভূত হয় স্থানীয় সময় বেলা 1টা 45 মিনিট নাগাদ ৷ গত মাসেই 5.8 তীব্রতায় কেঁপে উঠেছিল বাজুরা জেলারই হিমালি গ্রাম ৷ বেশ কিছু বাড়ি সেবার ভেঙে পড়েছিল কম্পনে ৷ যার অভিঘাতে কম্পন অনুভূত হয়েছিল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে ৷

তার আগে গত নভেম্বরে জোরালো ভূ-কম্পনের সাক্ষী থেকেছিল বৌদ্ধ রাষ্ট্রটি ৷ রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 6.3 ৷ মৃত্যু হয়েছিল 6 জনের ৷ নেপালে এদিনের কম্পনের অভিঘাত টের পেয়েছে রাজধানী নয়াদিল্লি এবং তৎসংলগ্ন অঞ্চল ৷ রাজধানীতে এদিন ভূমিকম্পের তীব্রতা ছিল 4.4 ৷ যদিও কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি ৷

আরও পড়ুন: আতঙ্কের সোমবার ! ফের জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, মৃত কমপক্ষে 3

গতকাল অর্থাৎ, মঙ্গলবার ন্যাশনাল জিওফিজিক্য়াল রিসার্চ সেন্টারের প্রধান বিজ্ঞানী ড: এন পূর্ণচন্দ্র রাও উত্তরাখণ্ড নিয়ে আতংকের কথা শুনিয়েছেন ৷ ভূ-পৃষ্ঠের একাধিক টেকটনিক প্লেটর অবস্থানগত পরিবর্তন হচ্ছে লাগাতারভাবে ৷ তাই হিমালয় সংলগ্ন অঞ্চলে বড়সড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে যে কোনও সময় ৷ এরমধ্যে তিনি সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরাখণ্ডকে নিয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.