ETV Bharat / international

Diwali Day Act in America: দীপাবলিতে যুক্তরাষ্ট্রীয় ছুটির দিন ! মার্কিন কংগ্রেসে বিল পেশ - আমেরিকায় দীপাবলি

আমেরিকায় এখন দীপাবলি একটি অন্য়তম উৎসবে পরিণত হয়েছে ৷ বহু বহু ভারতীয়ের বাস এই দেশে ৷ এবার মার্কিন কংগ্রেসে আলোর উৎসবের দিনটিকে যুক্তরাষ্ট্রীয় ছুটি হিসেবে প্রতিষ্ঠা করতে একটি বিল পেশ হল কংগ্রেসে ৷

ETV Bharat
আমেরিকায় দীপাবলি
author img

By

Published : May 27, 2023, 7:17 PM IST

ওয়াশিংটন, 27 মে: দীপাবলি আলোর উৎসব ৷ একে যুক্তরাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক ৷ এই জন্য শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করেন এক বিশিষ্ট আইনপ্রণেতা ৷ সারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ৷ বিলটি মার্কিন কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পেশ করা হয়েছে ৷ এরপরই কংগ্রেসের সদস্য গ্রেসড মেং সাংবাদিকদের জানান, দীপাবলি সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৷

মার্কিন কংগ্রেসে 'দ্য দিওয়ালি ডে অ্যাক্ট' পাশ হলে এবং তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে রূপান্তরিত হবে ৷ তখন আলোর এই উৎসবটি মার্কিন যুক্তরাষ্ট্রের 12তম যুক্তরাষ্ট্রীয় স্বীকৃত ছুটিতে পরিণত করবে ৷ দীপাবলির দিনকে একটি যুক্তরাষ্ট্রীয় ছুটি হিসেবে প্রতিষ্ঠা করলে ছুটির দিনে পরিবার এবং বন্ধুরা একসঙ্গে তা উদযাপন করার সুযোগ পাবে ৷ আমেরিকার সরকার যে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিতে মূল্য দেয় তাও প্রমাণিত হবে, জানান কংগ্রেস সদস্য ৷

গ্রেসড মেং জানান, কুইন্স-এ দারুণ ভাবে দীপাবলি উদযাপিত হয় ৷ প্রতি বছর এই দিনটি যে বহু বহু লোকের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সহজেই চোখে পড়ে ৷ তিনি বলেন, বৈচিত্র্যময় অভিজ্ঞতা, সংস্কৃতি এবং সম্প্রদায় থেকে আমেরিকা তার শক্তি অর্জন করেছে, যা এই জাতিকে তৈরি করেছে ৷ দীপাবলির গুরুত্ব নিয়ে সব আমেরিকাবাসীকে সচেতন করার পথে 'মাই দিওয়ালি ডে অ্যাক্ট' আরেক ধাপ এগিয়ে দেবে ৷ তিনিও কংগ্রেসে এই বিলটি পাশের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ৷

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান জানান, দীপাবলি অনেক দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের জন্য একটি বিশেষ ছুটির দিন ৷ তিনি এনওয়াইসি সরকারে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ৷ তাই 'দীপাবলি'কে যুক্তরাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠা করতে কংগ্রেস সদস্য মেং-এর আনা বিলকে সমর্থন করেছেন কৃষ্ণান ৷ তাতে তিনি গর্বিত ৷ তিনি বলেন, "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার নিজের সন্তানরা তাদের পরিবারের সঙ্গে ছুটির দিনগুলিকে উদযাপন করতে পারবে ৷ আমি সেভাবে বড় হতে পারিনি ৷"

আরও পড়ুন: দীপাবলিতে এলাহি আয়োজন, হোয়াইট হাউসে আনন্দে মেতে উঠলেন বাইডেন-কমলারা

ওয়াশিংটন, 27 মে: দীপাবলি আলোর উৎসব ৷ একে যুক্তরাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক ৷ এই জন্য শুক্রবার মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করেন এক বিশিষ্ট আইনপ্রণেতা ৷ সারা দেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ৷ বিলটি মার্কিন কংগ্রেসের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে পেশ করা হয়েছে ৷ এরপরই কংগ্রেসের সদস্য গ্রেসড মেং সাংবাদিকদের জানান, দীপাবলি সারা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৷

মার্কিন কংগ্রেসে 'দ্য দিওয়ালি ডে অ্যাক্ট' পাশ হলে এবং তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করলে তা আইনে রূপান্তরিত হবে ৷ তখন আলোর এই উৎসবটি মার্কিন যুক্তরাষ্ট্রের 12তম যুক্তরাষ্ট্রীয় স্বীকৃত ছুটিতে পরিণত করবে ৷ দীপাবলির দিনকে একটি যুক্তরাষ্ট্রীয় ছুটি হিসেবে প্রতিষ্ঠা করলে ছুটির দিনে পরিবার এবং বন্ধুরা একসঙ্গে তা উদযাপন করার সুযোগ পাবে ৷ আমেরিকার সরকার যে দেশের বৈচিত্র্যময় সংস্কৃতিতে মূল্য দেয় তাও প্রমাণিত হবে, জানান কংগ্রেস সদস্য ৷

গ্রেসড মেং জানান, কুইন্স-এ দারুণ ভাবে দীপাবলি উদযাপিত হয় ৷ প্রতি বছর এই দিনটি যে বহু বহু লোকের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা সহজেই চোখে পড়ে ৷ তিনি বলেন, বৈচিত্র্যময় অভিজ্ঞতা, সংস্কৃতি এবং সম্প্রদায় থেকে আমেরিকা তার শক্তি অর্জন করেছে, যা এই জাতিকে তৈরি করেছে ৷ দীপাবলির গুরুত্ব নিয়ে সব আমেরিকাবাসীকে সচেতন করার পথে 'মাই দিওয়ালি ডে অ্যাক্ট' আরেক ধাপ এগিয়ে দেবে ৷ তিনিও কংগ্রেসে এই বিলটি পাশের অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন ৷

নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান জানান, দীপাবলি অনেক দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের জন্য একটি বিশেষ ছুটির দিন ৷ তিনি এনওয়াইসি সরকারে নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ৷ তাই 'দীপাবলি'কে যুক্তরাষ্ট্রীয় ছুটির দিন হিসেবে প্রতিষ্ঠা করতে কংগ্রেস সদস্য মেং-এর আনা বিলকে সমর্থন করেছেন কৃষ্ণান ৷ তাতে তিনি গর্বিত ৷ তিনি বলেন, "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার নিজের সন্তানরা তাদের পরিবারের সঙ্গে ছুটির দিনগুলিকে উদযাপন করতে পারবে ৷ আমি সেভাবে বড় হতে পারিনি ৷"

আরও পড়ুন: দীপাবলিতে এলাহি আয়োজন, হোয়াইট হাউসে আনন্দে মেতে উঠলেন বাইডেন-কমলারা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.