ETV Bharat / international

Kim Yo Jong: দক্ষিণ কোরিয়া নিয়ে অপমানজনক মন্তব্য কিমের বোনের - মার্কিন যুক্তরাষ্ট্র

কিম জং উনের (Kim Jong Un) বোন কিম ইয়ো জং (Kim Yo Jong) ৷ উত্তর কোরিয়ার (North Korea) দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি ৷ তিনি দক্ষিণ কোরিয়া (South Korea) সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ ৷

kims-sister-makes-insulting-threats-to-seoul-over-sanctions
Kim Yo Jong: দক্ষিণ কোরিয়া নিয়ে অপমাজনক মন্তব্য কিমের বোনের
author img

By

Published : Nov 24, 2022, 6:46 PM IST

সিওল, 24 নভেম্বর: দক্ষিণ কোরিয়া (South Korea) সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠল কিম জং উনের (Kim Jong Un) বোন কিম ইয়ো জংয়ের (Kim Yo Jong) বিরুদ্ধে ৷ উত্তর কোরিয়ার (North Korea) উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে তিনি দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট ও তাঁর সরকারকে ‘অপদার্থ’ বলেছেন ৷ পাশাপাশি কিমের বোন দক্ষিণ কোরিয়াকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (US) হয়ে কাজ করার অভিযোগও করেছেন তিনি ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রকের তরফে উত্তর কোরিয়ার উপর একতরফা নিষেধাজ্ঞা জারির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছিল ৷ কিমের দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এই পর্যালোচনা বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া ৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কিমের বোন ৷

গত মাসে দক্ষিণ কোরিয়ার তরফে উত্তর কোরিয়ার 15 জন ব্যক্তি ও 16টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ বলা হয়েছিল, কিমের দেশের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অর্থ সংগ্রহে ওই ব্যক্তি ও সংস্থাগুলি বেআইনি কাজ করছে ৷ তাই এই নিষেধাজ্ঞা চাপানো হল ৷ গত পাঁচ বছরে এই প্রথম উত্তরের উপর নিষেধাজ্ঞা চাপাল দক্ষিণ ৷ তবে এই পদক্ষেপকে অনেকেই প্রতীকী বলে জানিয়েছেন ৷ কারণ, এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন সামান্যই হয় ৷

কিন্তু পুরোটাই সিওল (Seoul) মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশের সঙ্গে মিলে করছে ৷ কারণ, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনৈতিক সাইবার কার্যকলাপের মাধ্যমে কাজ করছে ৷ কিন্তু তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ কিমের দেশ ৷ আর সেই কারণেই কিম ইয়ো জং এই মন্তব্য করেছেন বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের ৷

প্রসঙ্গত, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর ৷ তবে তাঁকে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাশালী বলে মনে করা হয় ৷ ওই দেশের নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টি দেখেন ৷

আরও পড়ুন: সমুদ্রে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম !

সিওল, 24 নভেম্বর: দক্ষিণ কোরিয়া (South Korea) সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগ উঠল কিম জং উনের (Kim Jong Un) বোন কিম ইয়ো জংয়ের (Kim Yo Jong) বিরুদ্ধে ৷ উত্তর কোরিয়ার (North Korea) উপর নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে তিনি দক্ষিণ কোরিয়ার নবনিযুক্ত প্রেসিডেন্ট ও তাঁর সরকারকে ‘অপদার্থ’ বলেছেন ৷ পাশাপাশি কিমের বোন দক্ষিণ কোরিয়াকে ‘কুকুর’ বলে কটাক্ষ করেছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের (US) হয়ে কাজ করার অভিযোগও করেছেন তিনি ৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রকের তরফে উত্তর কোরিয়ার উপর একতরফা নিষেধাজ্ঞা জারির বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়েছিল ৷ কিমের দেশের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণেই এই পর্যালোচনা বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া ৷ তার প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কিমের বোন ৷

গত মাসে দক্ষিণ কোরিয়ার তরফে উত্তর কোরিয়ার 15 জন ব্যক্তি ও 16টি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ৷ বলা হয়েছিল, কিমের দেশের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরির জন্য অর্থ সংগ্রহে ওই ব্যক্তি ও সংস্থাগুলি বেআইনি কাজ করছে ৷ তাই এই নিষেধাজ্ঞা চাপানো হল ৷ গত পাঁচ বছরে এই প্রথম উত্তরের উপর নিষেধাজ্ঞা চাপাল দক্ষিণ ৷ তবে এই পদক্ষেপকে অনেকেই প্রতীকী বলে জানিয়েছেন ৷ কারণ, এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক লেনদেন সামান্যই হয় ৷

কিন্তু পুরোটাই সিওল (Seoul) মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য কয়েকটি দেশের সঙ্গে মিলে করছে ৷ কারণ, উত্তর কোরিয়ার বিরুদ্ধে অনৈতিক সাইবার কার্যকলাপের মাধ্যমে কাজ করছে ৷ কিন্তু তাদের এই পদক্ষেপে ক্ষুব্ধ কিমের দেশ ৷ আর সেই কারণেই কিম ইয়ো জং এই মন্তব্য করেছেন বলে মত কূটনৈতিক বিশেষজ্ঞদের ৷

প্রসঙ্গত, কিম ইয়ো জং উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস ডিপার্টমেন্ট ডিরেক্টর ৷ তবে তাঁকে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাশালী বলে মনে করা হয় ৷ ওই দেশের নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিষয়টি দেখেন ৷

আরও পড়ুন: সমুদ্রে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল কিম !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.