ETV Bharat / international

Russia-Ukraine War: যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রকেট হামলায় মৃত্যু সাংবাদিকের - রুশ আগ্রাসন

ইউক্রেনে রুশ আগ্রাসনের খবর করতে গিয়ে আরও এক সাংবাদিকের মৃত্যু হল ৷ সংবাদ সংস্থা এএফপি ভিডিয়ো কো-অর্ডিনেটর ছিলেন নিহত সাংবাদিক আর্মান সোলদিন ৷ মঙ্গলবার বিকেলে রাশিয়ার হামলায় মৃত্যু হয়েছে তাঁর ৷

Russia-Ukraine War ETV BHARAT
Russia-Ukraine War
author img

By

Published : May 10, 2023, 11:06 AM IST

প্যারিস, 10 মে: ইউক্রেনে প্রাণ হারালেন সাংবাদিক আর্মান সোলদিন । সংবাদ সংস্থা এএফপি-র ভিডিয়ো কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন আর্মান ৷ মঙ্গলবার রাশিয়ার রকেট হামলায় 32 বছরের এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে ৷ আর্মান সোলদিন-সহ এএফপি-র সাংবাদিকদের একটি দল ইউক্রেনিয়ান সেনার সঙ্গে যাচ্ছিলেন ৷ সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান থেকে গার্ড রকেট ছোড়া হয় তাঁদের লক্ষ্য করে ৷ বাকিরা কোনওরকমে বেঁচে গেলেও আর্মান সোলদিনের মৃত্যু হয়েছে ৷

সংবাদ ,সংস্থা এপি-র দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে বাখমুতের নিকটবর্তী শহর সাভিস ইয়ারের আশেপাশে হামলাটি হয় ৷ গত 9 মাস ধরে রাশিয়ান সেনা ওই শহরটিকে দখলের চেষ্টা করে যাচ্ছে ৷ উল্লেখ্য, এই বাখমুত শহরেই রাশিয়া বনাম ইউক্রেনের এই যুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে ৷ এএফপি-র চেয়ারম্যান ফ্যাবরিক ফ্রাইস সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের খবর দেখাতে গিয়ে প্রত্যেকদিন এবং প্রতি মুহূর্তে সাংবাদিকরা যে বিপদকে সঙ্গে নিয়ে চলছেন ৷ আর্মানের মৃত্যু তারই ভয়াবহ উদাহরণ ৷ এটা একটা সতর্কবার্তাও বলে উল্লেখ করেন ফ্যাবরিক ৷

জানা গিয়েছে, আর্মান সোলদিনের জন্ম বসনিয়ার রাজধানী সারাজেভো শহরে ৷ তবে, তিনি ফরাসি নাগরিক ৷ 2022 সালের 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পরের দিন তিনি ইউক্রেনে পা রাখেন ৷ আর সম্প্রতি গত কয়েকমাসে যুদ্ধক্ষেত্রের একদম কাছে গিয়ে খবর করছিলেন তিনি ৷ আর্মান সোলদিনের মৃত্যুতে এএফপি শোকপ্রকাশ করেছে ৷ পাশাপাশি, তাঁর পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানিয়েছে ৷ সংস্থার তরফে বলা হয়েছে, "আর্মানের মৃত্যু আমাদের বিধ্বস্ত করে দিয়েছে ৷"

আরও পড়ুন: 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষে ভোট দিইনি, শান্তির কথা বলছি', রাষ্ট্রসংঘে মোদি সরকার

2022 সালের মে মাসে ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নামে এক সাংবাদিক রাশিয়ান হামলায় সেরেডনেস্ক শহরে প্রাণ হারান ৷ এখনও পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর করতে গিয়ে অন্ততপক্ষে 10 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ৷ রিপোর্টার উইথ বর্ডারস অ্যান্ড দ্য কমিটির তরফে সাংবাদিকদের এই সাহস এবং পেশার প্রতি সততার প্রশংসা করা হয়েছে ৷

প্যারিস, 10 মে: ইউক্রেনে প্রাণ হারালেন সাংবাদিক আর্মান সোলদিন । সংবাদ সংস্থা এএফপি-র ভিডিয়ো কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন আর্মান ৷ মঙ্গলবার রাশিয়ার রকেট হামলায় 32 বছরের এই সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে খবর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব ইউক্রেনের বাখমুত শহরে ৷ আর্মান সোলদিন-সহ এএফপি-র সাংবাদিকদের একটি দল ইউক্রেনিয়ান সেনার সঙ্গে যাচ্ছিলেন ৷ সেই সময় রাশিয়ান যুদ্ধবিমান থেকে গার্ড রকেট ছোড়া হয় তাঁদের লক্ষ্য করে ৷ বাকিরা কোনওরকমে বেঁচে গেলেও আর্মান সোলদিনের মৃত্যু হয়েছে ৷

সংবাদ ,সংস্থা এপি-র দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলের দিকে বাখমুতের নিকটবর্তী শহর সাভিস ইয়ারের আশেপাশে হামলাটি হয় ৷ গত 9 মাস ধরে রাশিয়ান সেনা ওই শহরটিকে দখলের চেষ্টা করে যাচ্ছে ৷ উল্লেখ্য, এই বাখমুত শহরেই রাশিয়া বনাম ইউক্রেনের এই যুদ্ধ সবচেয়ে দীর্ঘস্থায়ী হয়েছে ৷ এএফপি-র চেয়ারম্যান ফ্যাবরিক ফ্রাইস সাংবাদিকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের খবর দেখাতে গিয়ে প্রত্যেকদিন এবং প্রতি মুহূর্তে সাংবাদিকরা যে বিপদকে সঙ্গে নিয়ে চলছেন ৷ আর্মানের মৃত্যু তারই ভয়াবহ উদাহরণ ৷ এটা একটা সতর্কবার্তাও বলে উল্লেখ করেন ফ্যাবরিক ৷

জানা গিয়েছে, আর্মান সোলদিনের জন্ম বসনিয়ার রাজধানী সারাজেভো শহরে ৷ তবে, তিনি ফরাসি নাগরিক ৷ 2022 সালের 24 ফেব্রুয়ারি রুশ আগ্রাসন শুরুর পরের দিন তিনি ইউক্রেনে পা রাখেন ৷ আর সম্প্রতি গত কয়েকমাসে যুদ্ধক্ষেত্রের একদম কাছে গিয়ে খবর করছিলেন তিনি ৷ আর্মান সোলদিনের মৃত্যুতে এএফপি শোকপ্রকাশ করেছে ৷ পাশাপাশি, তাঁর পরিবার এবং প্রিয়জনদের সমবেদনা জানিয়েছে ৷ সংস্থার তরফে বলা হয়েছে, "আর্মানের মৃত্যু আমাদের বিধ্বস্ত করে দিয়েছে ৷"

আরও পড়ুন: 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষে ভোট দিইনি, শান্তির কথা বলছি', রাষ্ট্রসংঘে মোদি সরকার

2022 সালের মে মাসে ফ্রেডেরিক লেক্লারক-ইমহফ নামে এক সাংবাদিক রাশিয়ান হামলায় সেরেডনেস্ক শহরে প্রাণ হারান ৷ এখনও পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের খবর করতে গিয়ে অন্ততপক্ষে 10 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ৷ রিপোর্টার উইথ বর্ডারস অ্যান্ড দ্য কমিটির তরফে সাংবাদিকদের এই সাহস এবং পেশার প্রতি সততার প্রশংসা করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.