ETV Bharat / international

Biden mispronounces Rishi: 'রাশিদ সানুক', ভুল উচ্চারণে ঋষি-শুভেচ্ছায় ট্রাম্পের স্মৃতি ফেরালেন বাইডেন - Biden mispronounces Rishi

ট্রাম্পের মুখে বিবেকানন্দ, তেন্ডুলকরের নাম শুনে হাসির রোল উঠেছিল । রাষ্ট্রপতি বদলালেও সাহেবি উচ্চারণ যে বদলায়নি, বুধবার তারই প্রমাণ মিলল । ঋষি নয়, ইংরেজদের নয়া নেতাকে বাইডেন সম্বোধন করে বসলেন রাশিদ নামে (President Biden mispronounces British PM Rishi Sunak) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 26, 2022, 10:38 PM IST

Updated : Oct 27, 2022, 6:36 AM IST

নিউইয়র্ক, 26 অক্টোবর: স্বামী বিবেকামুন্নন, সুচিন তেন্ডুলকর । 2020 সালের ফেব্রুয়ারিতে মোতারায় এসেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । সাহেবি কায়দায় আধো আধো উচ্চারণে (পড়ুন, ভুল উচ্চারণে) বিবেকানন্দ, তেন্ডুলকরের নাম শুনে হাসির রোল উঠেছিল । ট্রাম্পকে সরিয়ে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু রাষ্ট্রপতি বদলালেও সাহেবি উচ্চারণ যে বদলায়নি, বুধবার তারই প্রমাণ মিলল (President Biden mispronounces Rishi Sunak) ।

ব্রিটেনের প্রথম এশীয় তথা ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন ঋষি সুনাক (Rishi Sunak) । তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই কার্যত নাকানিচোবানি খেলেন বাইডেন । ঋষি নয়, ইংরেজদের নয়া নেতাকে সম্বোধন করে বসলেন রাশিদ নামে (Biden mispronounces Rishi Sunak name) । শুধু তাই নয়, উচ্চারণের ভুলে সুনাক হয়ে গেল সানুক । তাই নিয়েই এখন মিমের বন্যা সোশাল মিডিয়া জুড়ে ।

  • Racist Biden calls new British Prime Minister Rishi Sunak "Rashid Sanook" and says it's surprising he's a Conservative.

    Biden is a disgrace, a divider, a global embarrassment. https://t.co/Ct2UqKkVtZ

    — steve hilton (@SteveHiltonx) October 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক নেটিজেন লিখেছেন, "যুক্তরাজ্যের প্রথম এশীয় প্রধানমন্ত্রী হওয়ার অসাধারণ কৃতিত্বর জন্য ঋষি সুনাককে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন (Biden congratulates Rishi) । এতোই অসাধারণ কৃতিত্ব যে বাইডেন তাঁর নামের সঠিক উচ্চারণটুকু জানার চেষ্টাও করেননি ।"

আরও পড়ুন: মোদির অভিনন্দন, ভারতের সঙ্গে সম্পর্ক সুমধুর করাই লক্ষ্য ঋষির

নিউইয়র্ক, 26 অক্টোবর: স্বামী বিবেকামুন্নন, সুচিন তেন্ডুলকর । 2020 সালের ফেব্রুয়ারিতে মোতারায় এসেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । সাহেবি কায়দায় আধো আধো উচ্চারণে (পড়ুন, ভুল উচ্চারণে) বিবেকানন্দ, তেন্ডুলকরের নাম শুনে হাসির রোল উঠেছিল । ট্রাম্পকে সরিয়ে মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন জো বাইডেন (Joe Biden)। কিন্তু রাষ্ট্রপতি বদলালেও সাহেবি উচ্চারণ যে বদলায়নি, বুধবার তারই প্রমাণ মিলল (President Biden mispronounces Rishi Sunak) ।

ব্রিটেনের প্রথম এশীয় তথা ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নেবেন ঋষি সুনাক (Rishi Sunak) । তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়েই কার্যত নাকানিচোবানি খেলেন বাইডেন । ঋষি নয়, ইংরেজদের নয়া নেতাকে সম্বোধন করে বসলেন রাশিদ নামে (Biden mispronounces Rishi Sunak name) । শুধু তাই নয়, উচ্চারণের ভুলে সুনাক হয়ে গেল সানুক । তাই নিয়েই এখন মিমের বন্যা সোশাল মিডিয়া জুড়ে ।

  • Racist Biden calls new British Prime Minister Rishi Sunak "Rashid Sanook" and says it's surprising he's a Conservative.

    Biden is a disgrace, a divider, a global embarrassment. https://t.co/Ct2UqKkVtZ

    — steve hilton (@SteveHiltonx) October 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এক নেটিজেন লিখেছেন, "যুক্তরাজ্যের প্রথম এশীয় প্রধানমন্ত্রী হওয়ার অসাধারণ কৃতিত্বর জন্য ঋষি সুনাককে শুভেচ্ছা জানিয়েছেন বাইডেন (Biden congratulates Rishi) । এতোই অসাধারণ কৃতিত্ব যে বাইডেন তাঁর নামের সঠিক উচ্চারণটুকু জানার চেষ্টাও করেননি ।"

আরও পড়ুন: মোদির অভিনন্দন, ভারতের সঙ্গে সম্পর্ক সুমধুর করাই লক্ষ্য ঋষির

Last Updated : Oct 27, 2022, 6:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.