ETV Bharat / international

Israel-Hamas Conflict: সিরিয়া থেকে ইজরায়েলে ধেয়ে আসছে বোমা ! মৃত কমপক্ষে 1900 - Gaza under attack

ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের আজ পঞ্চম দিন ৷ ইতিমধ্যে দু’পক্ষের কমপক্ষে 1 হাজার 900 জন মানুষ প্রাণ হারিয়েছে ৷ জখম বহু ৷ এদিকে ইজরায়েলের মাটিতে আছড়ে পড়ছে সিরিয়া থেকে ছোড়া বোমা ৷

ETV Bharat
সিরিয়া থেকে ইজরায়েলে হামলা চালানো হচ্ছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:35 AM IST

তেল আভিভ, 11 অক্টোবর: হামাসদের নিকেশ করতে স্থল, জল আর আকাশপথে পালটা আক্রমণ চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ এদিকে সিরিয়া থেকে গোলাবারুদ উড়ে আসছে ইজরায়েলে ৷ মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক বাহিনী জানায়, সিরিয়ার দিক থেকে বোমা, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে ৷ সেগুলি খোলা জায়গায় এসে পড়ছে ৷ এর জবাব দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী ৷ সিরিয়া অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করেনি ৷

তবে সিরিয়ায় অবস্থিত ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ায় বসে এই হামলা চালাচ্ছে প্য়ালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী ৷ তারা সেখান থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে ৷ শনিবার ভোরে ইহুদিদের পবিত্র সাবাথের দিনে হঠাৎ রকেট হামলা চালায় গাজার হামাস জঙ্গিগোষ্ঠী ৷ এরপরই পালটা জবাব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজার আকাশজুড়ে ইজরায়েলের যুদ্ধবিমান ৷

ইজরায়েলের প্রতি-আক্রমণে গাজায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক বহুতল ৷ সোশাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে ৷ মানুষ একটু নিরাপত্তার জন্য হাহাকার করছে, তবে সেটা পাওয়াই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ শুধু তাই নয়, প্রতিশোধ নিতে গাজায় খাবারদাবার, জল, ওষুধ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷

গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর জন্য মানবিক সংগঠনগুলি করিডোর তৈরির কথা তুলেছে ৷ জখম মানুষের ভিড় উপচে পড়ছে হাসপাতালগুলিতে ৷ ওষুধ এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষের পথে ৷ গাজায় যাওয়ার একমাত্র রাস্তা মিশর সীমান্ত ৷ তবে মঙ্গলবার ইজরায়েল গাজা-মিশরের আন্তর্জাতিক সীমান্তে বিমানহানা চালায় ৷ তারপর সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে ৷

আজ ইজরায়েল-গাজা যুদ্ধের পঞ্চম দিন ৷ দু'দেশের কমপক্ষে 1 হাজার 900 জনের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েল যেমন প্রত্যুত্তর দিতে হামলা শুরু করেছে, তেমনই হামাস জঙ্গি গোষ্ঠীও কোনও ভাবে পিছু হঠবে না বলে জানিয়ে দিয়েছে ৷ কাজেই, আপাতত এই যুদ্ধ আরও ভয়াবহ দিকে যাবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: হামাসের বিরুদ্ধে যুদ্ধে পাশে দাঁড়ানোয় মোদিকে ধন্যবাদ ইজরায়েলের

তেল আভিভ, 11 অক্টোবর: হামাসদের নিকেশ করতে স্থল, জল আর আকাশপথে পালটা আক্রমণ চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী ৷ এদিকে সিরিয়া থেকে গোলাবারুদ উড়ে আসছে ইজরায়েলে ৷ মঙ্গলবার যুদ্ধবিধ্বস্ত দেশটির সামরিক বাহিনী জানায়, সিরিয়ার দিক থেকে বোমা, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে ৷ সেগুলি খোলা জায়গায় এসে পড়ছে ৷ এর জবাব দিয়েছে ইজরায়েল সেনাবাহিনী ৷ সিরিয়া অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করেনি ৷

তবে সিরিয়ায় অবস্থিত ব্রিটেনের একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, সিরিয়ায় বসে এই হামলা চালাচ্ছে প্য়ালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী ৷ তারা সেখান থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছুড়ছে ৷ শনিবার ভোরে ইহুদিদের পবিত্র সাবাথের দিনে হঠাৎ রকেট হামলা চালায় গাজার হামাস জঙ্গিগোষ্ঠী ৷ এরপরই পালটা জবাব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু ৷ তিনি গাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন ৷ ভূমধ্যসাগরের তীরে অবস্থিত গাজার আকাশজুড়ে ইজরায়েলের যুদ্ধবিমান ৷

ইজরায়েলের প্রতি-আক্রমণে গাজায় গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক বহুতল ৷ সোশাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে ৷ মানুষ একটু নিরাপত্তার জন্য হাহাকার করছে, তবে সেটা পাওয়াই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ শুধু তাই নয়, প্রতিশোধ নিতে গাজায় খাবারদাবার, জল, ওষুধ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইজরায়েল ৷

গাজায় ত্রাণসামগ্রী পাঠানোর জন্য মানবিক সংগঠনগুলি করিডোর তৈরির কথা তুলেছে ৷ জখম মানুষের ভিড় উপচে পড়ছে হাসপাতালগুলিতে ৷ ওষুধ এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র শেষের পথে ৷ গাজায় যাওয়ার একমাত্র রাস্তা মিশর সীমান্ত ৷ তবে মঙ্গলবার ইজরায়েল গাজা-মিশরের আন্তর্জাতিক সীমান্তে বিমানহানা চালায় ৷ তারপর সেই রাস্তাও বন্ধ হয়ে গিয়েছে ৷

আজ ইজরায়েল-গাজা যুদ্ধের পঞ্চম দিন ৷ দু'দেশের কমপক্ষে 1 হাজার 900 জনের মৃত্যু হয়েছে ৷ ইজরায়েল যেমন প্রত্যুত্তর দিতে হামলা শুরু করেছে, তেমনই হামাস জঙ্গি গোষ্ঠীও কোনও ভাবে পিছু হঠবে না বলে জানিয়ে দিয়েছে ৷ কাজেই, আপাতত এই যুদ্ধ আরও ভয়াবহ দিকে যাবে বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল ৷

আরও পড়ুন: হামাসের বিরুদ্ধে যুদ্ধে পাশে দাঁড়ানোয় মোদিকে ধন্যবাদ ইজরায়েলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.