ETV Bharat / international

Imran Khan: গুলির জখম সারিয়ে ফের ময়দানে ইমরান, রাওয়ালপিন্ডিতে করবেন জনসভা - পাকিস্তান

অস্ত্রোপচারের ঝক্কি সামলে ইসলামাবাদ (Islamabad) ফিরলেন ইমরান খান (Imran Khan) ৷ রাওয়ালপিন্ডিতে (Rawalpindi) একটি জনসভা (Rally) করবেন তিনি ৷

Former Pakistan PM Imran Khan arrives in Islamabad to hold Rally in Rawalpindi
Imran Khan: গুলির জখম সারিয়ে ফের ময়দানে ইমরান, রাওয়ালপিন্ডিতে করবেন জনসভা
author img

By

Published : Nov 26, 2022, 6:48 PM IST

ইসলামাবাদ, 26 নভেম্বর: শনিবার ইসলামাবাদ (Islamabad) এসে পৌঁছলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ তাঁর সঙ্গে রয়েছেন একদল চিকিৎসক এবং তাঁর এক আত্মীয় ৷ সূত্রের খবর, এখান থেকেই হেলিকপ্টারে রাওয়ালপিন্ডি (Rawalpindi) যাবেন ইমরান ৷ সেখানে একটি জনসভায় (Rally) ভাষণ দেবেন পিটিআই (Pakistan Tehreek-e-Insaf) প্রধান ৷ গত 3 নভেম্বর একটি দলীয় কর্মসূচি চলাকালীন ইমরানের উপর হামলা হয় ৷ সূত্রের দাবি, খুনের উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি করে এক যুবক ৷ ইমরানের পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান তিনি ৷ এরপর প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের অস্ত্রোপচার করা হয় ৷ সেই ঘটনার পর এই প্রথম কোনও জনসভায় অংশ নেবেন ইমরান ৷

উল্লেখ্য, দেশে ফের নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন ইমরান খান ৷ এমনকী, ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এই মুহূর্তে পাকিস্তানে সাধারণ নির্বাচন হলে বহু আসনেই জয়ী হবেন ইমরানের দলের প্রার্থীরা ৷ গত 3 নভেম্বরও একই দাবি সামনে রেখে রাওয়ালপিন্ডিতে প্রচার করছিলেন ইমরান ৷ সেই সময়েই তাঁর উপর ভয়াবহ হামলা চালানো হয় ৷ ফের একবার টাটকা হয়ে ওঠে বেনজির ভুট্টো হত্য়াকাণ্ড ৷ তবে, ইমরানের পরিণতি তেমন মর্মান্তিক না-হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুগামীরা ৷ যদিও ইমরান ও তাঁর দলের সদস্যদের দাবি, আবারও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হতে পারে ৷ প্রসঙ্গত, 3 নভেম্বরের ঘটনার অনেক আগে থেকেই লাগাতার ইমরান দাবি করে আসছিলেন, তাঁকে খুনের ছক কষা হচ্ছে ৷ এর জন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রী, শাসক শিবির এমনকী বিদেশি শক্তিকেও দায়ী করেছেন ইমরান ৷

আরও পড়ুন: পায়ে বুলেটের ক্ষত, দীপ্ত ভঙ্গিতে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পাক সুপ্রিমো

এদিন একটি চার্টার বিমানে লাহোর থেকে ইসলামাবাদ পৌঁছন ইমরান খান ৷ একই বিমানে তাঁর সঙ্গে ছিলেন এক আত্মীয় ও চিকিৎসকদের একটি দল ৷ ইসলামাবাদ থেকে ইমরানের হেলিকপ্টারের উড়ান শুরু হবে ৷ সেই হেলিকপ্টার অবতরণ করবে রাওয়ালপিন্ডির বারানি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্য়াডে ৷ সেখান থেকে সড়কপথেই সভাস্থলে পৌঁছবেন ইমরান খান ৷

এদিকে, ইতিমধ্যেই রাওয়ালপিন্ডি পুলিশের পক্ষ থেকে ইমরানের দলের নেতৃত্বকে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ তাতে অনুরোধ করা হয়েছে, এদিনের এই কর্মসূচি পালনের সময় ইমরান যেন ভিআইপি নিরাপত্তার সমস্ত নিয়মাবলী অবশ্যই মেনে চলেন ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এদিন বুলেটপ্রুভ জ্যাকেটও পরে থাকতে বলা হয়েছে ৷ সেইসঙ্গে, ঠিক কোন পথে ইমরানের কনভয় যাবে, তা আগেভাগে প্রকাশ্যে না-আনারও আবেদন করেছে পুলিশ-প্রশাসন ৷ তাদের আর্জি, সভাস্থলে পৌঁছনোর আগে পর্যন্ত মাঝরাস্তায় কোথাও যেন ইমরান তাঁর গাড়ি থেকে বের না হন ৷

ইসলামাবাদ, 26 নভেম্বর: শনিবার ইসলামাবাদ (Islamabad) এসে পৌঁছলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) ৷ তাঁর সঙ্গে রয়েছেন একদল চিকিৎসক এবং তাঁর এক আত্মীয় ৷ সূত্রের খবর, এখান থেকেই হেলিকপ্টারে রাওয়ালপিন্ডি (Rawalpindi) যাবেন ইমরান ৷ সেখানে একটি জনসভায় (Rally) ভাষণ দেবেন পিটিআই (Pakistan Tehreek-e-Insaf) প্রধান ৷ গত 3 নভেম্বর একটি দলীয় কর্মসূচি চলাকালীন ইমরানের উপর হামলা হয় ৷ সূত্রের দাবি, খুনের উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি করে এক যুবক ৷ ইমরানের পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান তিনি ৷ এরপর প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের অস্ত্রোপচার করা হয় ৷ সেই ঘটনার পর এই প্রথম কোনও জনসভায় অংশ নেবেন ইমরান ৷

উল্লেখ্য, দেশে ফের নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন ইমরান খান ৷ এমনকী, ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এই মুহূর্তে পাকিস্তানে সাধারণ নির্বাচন হলে বহু আসনেই জয়ী হবেন ইমরানের দলের প্রার্থীরা ৷ গত 3 নভেম্বরও একই দাবি সামনে রেখে রাওয়ালপিন্ডিতে প্রচার করছিলেন ইমরান ৷ সেই সময়েই তাঁর উপর ভয়াবহ হামলা চালানো হয় ৷ ফের একবার টাটকা হয়ে ওঠে বেনজির ভুট্টো হত্য়াকাণ্ড ৷ তবে, ইমরানের পরিণতি তেমন মর্মান্তিক না-হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুগামীরা ৷ যদিও ইমরান ও তাঁর দলের সদস্যদের দাবি, আবারও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হতে পারে ৷ প্রসঙ্গত, 3 নভেম্বরের ঘটনার অনেক আগে থেকেই লাগাতার ইমরান দাবি করে আসছিলেন, তাঁকে খুনের ছক কষা হচ্ছে ৷ এর জন্য দেশের বর্তমান প্রধানমন্ত্রী, শাসক শিবির এমনকী বিদেশি শক্তিকেও দায়ী করেছেন ইমরান ৷

আরও পড়ুন: পায়ে বুলেটের ক্ষত, দীপ্ত ভঙ্গিতে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পাক সুপ্রিমো

এদিন একটি চার্টার বিমানে লাহোর থেকে ইসলামাবাদ পৌঁছন ইমরান খান ৷ একই বিমানে তাঁর সঙ্গে ছিলেন এক আত্মীয় ও চিকিৎসকদের একটি দল ৷ ইসলামাবাদ থেকে ইমরানের হেলিকপ্টারের উড়ান শুরু হবে ৷ সেই হেলিকপ্টার অবতরণ করবে রাওয়ালপিন্ডির বারানি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্য়াডে ৷ সেখান থেকে সড়কপথেই সভাস্থলে পৌঁছবেন ইমরান খান ৷

এদিকে, ইতিমধ্যেই রাওয়ালপিন্ডি পুলিশের পক্ষ থেকে ইমরানের দলের নেতৃত্বকে একটি চিঠি পাঠানো হয়েছে ৷ তাতে অনুরোধ করা হয়েছে, এদিনের এই কর্মসূচি পালনের সময় ইমরান যেন ভিআইপি নিরাপত্তার সমস্ত নিয়মাবলী অবশ্যই মেনে চলেন ৷ এমনকী, প্রাক্তন প্রধানমন্ত্রীকে এদিন বুলেটপ্রুভ জ্যাকেটও পরে থাকতে বলা হয়েছে ৷ সেইসঙ্গে, ঠিক কোন পথে ইমরানের কনভয় যাবে, তা আগেভাগে প্রকাশ্যে না-আনারও আবেদন করেছে পুলিশ-প্রশাসন ৷ তাদের আর্জি, সভাস্থলে পৌঁছনোর আগে পর্যন্ত মাঝরাস্তায় কোথাও যেন ইমরান তাঁর গাড়ি থেকে বের না হন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.