ETV Bharat / international

Plane's Engine Catches Fire: টেক-অফের পরেই বিপত্তি, মাঝ আকাশে দাউ-দাউ করে জ্বলল উড়ান - Planes Engine Catches Fire

150 জন যাত্রী নিয়ে নেপালের আকাশে দাউ-দাউ করে জ্বলে উঠল ফ্লাই দুবাইয়ের একটি বিমান ৷ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের পরপরই দুবাইয়ের এয়ারলাইন্স সংস্থার বিমানের ইঞ্জিনটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 24, 2023, 10:31 PM IST

Updated : Apr 24, 2023, 11:05 PM IST

কাঠমাণ্ডু, 24 এপ্রিল: 150 জনেরও বেশি যাত্রী নিয়ে নেপালের আকাশে দাউ-দাউ করে জ্বলে উঠল ফ্লাই দুবাইয়ের একটি বিমান ৷ সোমবার রাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের পরপরই দুবাইয়ের এয়ারলাইন্স সংস্থার বিমানের একটি ইঞ্জিনটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, কাঠমাণ্ডুর আকাশে তারা বিমানটিকে হঠাতই জ্বলে উঠতে দেখেন ৷ জানা গিয়েছে, টেক-অফের অনতিপরেই দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাই দুবাইয়ের বিমানটি ৷

দেড়শোরও বেশি যাত্রী নিয়ে বিমানটি দুবাইয়ের উদ্দেশেই রওনা হয় বলে খবর ৷ এঁদের মধ্যে কমপক্ষে 50 জন নেপালের বাসিন্দা ছিলেন ৷ সংবাদসংস্থা পিটিআই প্রাথমিকভাবে জানায়, অগ্নিকাণ্ডের পর বিমানটি পুনরায় ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ৷ কিন্তু নেপালের অসামরিক বিমান পরিবহণ সংস্থা পরবর্তীতে নিশ্চিত করেছে যে, বিমানটি দুর্ঘটনা সামলে গন্তব্যের পথেই রয়েছে ৷

সেদেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা এক বিবৃতিতে বলেছে, "কাঠমাণ্ডু থেকে দুবাইগামী ফ্লাই দুবাই ফ্লাইট 576 (বোয়িং 737-800) আপাতত স্বাভাবিক রয়েছে এবং গন্তব্যের উদ্দেশেই রয়েছে ৷ কাঠমাণ্ডু বিমানবন্দরে বিমান ওঠানামাও স্বাভাবিক রয়েছে ৷" এক টেলিভিশনে নেপালের অসামরিক বিমান পরিবহণ সংস্থার ডেপুটি ডিরেক্টর বলেন, "অগ্নিসংযোগ হওয়া বিমানের ইঞ্জিনটি মাঝ আকাশে কিছুক্ষণের জন্য সুইচ অফ করতেই সমস্যার সমাধান হয় ৷ কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণ না-করেই সেটি আপাতত গন্তব্যের উদ্দেশে রয়েছে ৷"

  • #Nepal #UAE : Video reportedly of Flydubai plane that caught fire upon⁰taking off from Kathmandu airport in Nepal & is trying to⁰make landing at airport pic.twitter.com/1eXsPHu8zP

    — sebastian usher (@sebusher) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ, দিল্লি বিমানবন্দরে ধৃত ব্যক্তি

ত্রিভুবন বিমানবন্দর থেকে এদিন রাত 9টা 20 মিনিটে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি টেক-অফ করে ৷ এর কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে সেটিকে জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা ৷ নেপালের পর্যটনমন্ত্রী সুদান কিরাটী ফেসবুক পোস্টে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না-হওয়ার অনুরোধ করেছেন ৷ জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানের পাইলটরা কন্ট্রোল টাওয়ারকে নিয়ন্ত্রণে আনা পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত করে ৷ ত্রিভুবন বিমানবন্দরে ফায়ার ইঞ্জিন তৈরি রাখা হলেও সেগুলো কাজে লাগেনি ৷

কাঠমাণ্ডু, 24 এপ্রিল: 150 জনেরও বেশি যাত্রী নিয়ে নেপালের আকাশে দাউ-দাউ করে জ্বলে উঠল ফ্লাই দুবাইয়ের একটি বিমান ৷ সোমবার রাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক-অফের পরপরই দুবাইয়ের এয়ারলাইন্স সংস্থার বিমানের একটি ইঞ্জিনটিতে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, কাঠমাণ্ডুর আকাশে তারা বিমানটিকে হঠাতই জ্বলে উঠতে দেখেন ৷ জানা গিয়েছে, টেক-অফের অনতিপরেই দুর্ঘটনার কবলে পড়ে ফ্লাই দুবাইয়ের বিমানটি ৷

দেড়শোরও বেশি যাত্রী নিয়ে বিমানটি দুবাইয়ের উদ্দেশেই রওনা হয় বলে খবর ৷ এঁদের মধ্যে কমপক্ষে 50 জন নেপালের বাসিন্দা ছিলেন ৷ সংবাদসংস্থা পিটিআই প্রাথমিকভাবে জানায়, অগ্নিকাণ্ডের পর বিমানটি পুনরায় ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে ৷ কিন্তু নেপালের অসামরিক বিমান পরিবহণ সংস্থা পরবর্তীতে নিশ্চিত করেছে যে, বিমানটি দুর্ঘটনা সামলে গন্তব্যের পথেই রয়েছে ৷

সেদেশের অসামরিক বিমান পরিবহণ সংস্থা এক বিবৃতিতে বলেছে, "কাঠমাণ্ডু থেকে দুবাইগামী ফ্লাই দুবাই ফ্লাইট 576 (বোয়িং 737-800) আপাতত স্বাভাবিক রয়েছে এবং গন্তব্যের উদ্দেশেই রয়েছে ৷ কাঠমাণ্ডু বিমানবন্দরে বিমান ওঠানামাও স্বাভাবিক রয়েছে ৷" এক টেলিভিশনে নেপালের অসামরিক বিমান পরিবহণ সংস্থার ডেপুটি ডিরেক্টর বলেন, "অগ্নিসংযোগ হওয়া বিমানের ইঞ্জিনটি মাঝ আকাশে কিছুক্ষণের জন্য সুইচ অফ করতেই সমস্যার সমাধান হয় ৷ কাঠমাণ্ডু বিমানবন্দরে অবতরণ না-করেই সেটি আপাতত গন্তব্যের উদ্দেশে রয়েছে ৷"

  • #Nepal #UAE : Video reportedly of Flydubai plane that caught fire upon⁰taking off from Kathmandu airport in Nepal & is trying to⁰make landing at airport pic.twitter.com/1eXsPHu8zP

    — sebastian usher (@sebusher) April 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ, দিল্লি বিমানবন্দরে ধৃত ব্যক্তি

ত্রিভুবন বিমানবন্দর থেকে এদিন রাত 9টা 20 মিনিটে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি টেক-অফ করে ৷ এর কিছুক্ষণের মধ্যেই মাঝ আকাশে সেটিকে জ্বলতে দেখেন প্রত্যক্ষদর্শীরা ৷ নেপালের পর্যটনমন্ত্রী সুদান কিরাটী ফেসবুক পোস্টে সাধারণ মানুষকে উদ্বিগ্ন না-হওয়ার অনুরোধ করেছেন ৷ জানা গিয়েছে, অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানের পাইলটরা কন্ট্রোল টাওয়ারকে নিয়ন্ত্রণে আনা পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত করে ৷ ত্রিভুবন বিমানবন্দরে ফায়ার ইঞ্জিন তৈরি রাখা হলেও সেগুলো কাজে লাগেনি ৷

Last Updated : Apr 24, 2023, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.